বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > PAK vs ENG: অঙ্কের হিসাব আগেই ঘেঁটে গিয়েছিল, এবার ইংল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান
ইংল্যান্ডের কাছে হেরেই গেল পাকিস্তান।

PAK vs ENG: অঙ্কের হিসাব আগেই ঘেঁটে গিয়েছিল, এবার ইংল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান

Pakistan vs England, : বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। পাকিস্তানও শনিবার বিশ্বকাপ থেকে বিদায় নিল। ৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮। পাঁচে রয়েছেন বাবররা। ইংল্যান্ডের ৯ ম্যাচে ৬ পয়েন্ট। সাতে রয়েছে আপাতত তারা। তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা কিন্তু পাকা করে ফেলল ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের রানরেট পাকিস্তানের চেয়ে অনেকটাই বেশি ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে থেকেই রানরেটের অসম্ভব গল্পটা বাবর আজমদের কাঁধে চেপে ছিল। আর শনিবার পাকিস্তান টস হারের পরেই, যাবতীয় অঙ্ক বাবরদের ঘেঁটে ঘ হয়ে যায়। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩৩৭ রানের পাহাড় গড়ে। ৩৩৮ রান ৬.৪ ওভারে তুলতেই পারলে, তবেই সেমিতে যাওয়া সম্ভব ছিল পাকিস্তানের। আর এই সমীকরণ বাস্তবে মেলানো আসম্ভব। কারণ প্রতি বলে ছয় মারলেও ৪০ বলে ২৪০ রানের বেশি তোলা সম্ভব ছিল না। তাই রান তাড়া করতে নামার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। তার পর তো ইংল্যান্ডের কাছে তারা ৯৩ রানে হেরে বসে থাকে।

11 Nov 2023, 09:55:24 PM IST

ম্যাচের সেরা ডেভিড উইলি

শেষ আন্তর্জাতিক ম্যাচে সেরা প্লেয়ার নির্বাচিত হলেন ডেভিড উইলি। তিনি ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। সেই সঙ্গে ব্যাট হাতে ৫ বলে ১৫ রানও করেছিলেন।

11 Nov 2023, 09:53:04 PM IST

আউট হ্যারিস, ৯৩ রানে জিতে গেল ইংল্যান্ড

শেষ উইকেটে হ্যারিসকে আর ওয়াসিম ভালো খেলছিলেন। তবে ৪৩.৩ ওভারে ওকস আউট করেন রউফকে। বড় শট খেলতে গিয়ে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন রউফ। ২৩ বলে ৩৫ করে আউট হন রউফ। তিনটি করে চার এবং ছক্কা হাঁকান তিনি। তবে তিনি আউট হওয়ায় শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। মাত্র ২৪৪ রানে অলআউট হয়ে গেল তারা। ৯৩ রানে বড় জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। ১৪ বলে ১৬ করে অপরাজিত থাকলেন মহম্মদ ওয়াসিম।

11 Nov 2023, 09:38:37 PM IST

শেষ উইকেটে জুটিতে হাফসেঞ্চুরি রউফ-ওয়াসিমের

১৯১ রানে ৯ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। সেখান থেকে ৪৩ ওভার শেষে ৯ উইকেটে ২৪৪ রান করে ফেলল পাকিস্তান। শেষ উইকেটে ৫৩ রানের পার্টনারশিপ করে ফেললেন হ্যারিস রউফ এবং মহম্মদ ওয়াসিম। ভালো ব্যাট করছেন দুই তারকা। ২০ বলে ৩৫ করে ফেলেছেন রউফ। ওয়াসিমের সংগ্রহ ১৪ বলে ১৬ রান। 

11 Nov 2023, 09:21:39 PM IST

৪০তম ওভারে রউফ নিলেন ১৬ রান, ২০০ পার করল পাকিস্তান

৪০তম ওভারে অ্যাটকিনসনকে পিটিয়ে রউফ ১৬ রান নিলেন। ২টি ছক্কা এবং একটি চার হাঁকিয়েছেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানও ২০০ পার করে গেল। ওভার শেষে ৯ উইকেটে ২০৯ রান পাকিস্তানের। ১১ বলে ১৭ রান রউফের। ৫ বলে ১ রান ওয়াসিমের।

11 Nov 2023, 09:16:39 PM IST

 আউউউউটটট… নবম উইকেট পড়ল পাকিস্তানের

২৩ বলে ২৫ করে আউট হলেন আফ্রিদি। অ্যাটকিনসনের বলে প্রথমে ইংল্যান্ড এলবিডব্লিউয়ের আবেদন করলে ফিল্ড আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় ইংল্যান্ড। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, পরিষ্কার আউট আফ্রিদি। তাই তাঁকে সাজঘরে ফিরতে হয়। এই নিয়ে নবম উইকেট হারাল পাকিস্তান। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার হ্যারিস রউফ। আর এক উইকেট ফেলতে পারলেই জিতে যাবে ইংল্যান্ড। ৩৮ ওভার শেষে ৯ উইকেটে ১৯১ রান পাকিস্তানের। ওয়াসিম এবং রউফ ২ বল করে খেললেও, এখনও উইকেটের খাতা খুলতে পারেননি।

11 Nov 2023, 09:10:09 PM IST

আউউউউটটট… সাজঘরে ফিরলেন সলমন, ১০০ উইকেটের নজির উইলির

পাকিস্তান যে ম্যাচটি হারছে, সেটা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এবার সাজঘরে ফিরলেন আগা সলমন। সেই সঙ্গে অষ্টম উইকেট হারাল পাকিস্তান। সলমনই একমাত্র পাক ব্যাটার, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ৫০ রানের গণ্ডি পার করেছিলেন। ৬টি চার এবং একটি ছক্কার হাত ধরে সলমন ৪৫ বলে ৫১ রান করে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আর এই উইকেটে হাত ধরে উইলি তাঁর ওডিাই ক্যারিয়ারে ১০০ উইকেট নিয়ে ফেললেন। পরিবর্তে ক্রিজে এলেন মহম্মদ ওয়াসিম। ৩৭ ওভার শেষে ৮ উইকেটে ১৮৬ রান পাকিস্তানের। আফ্রিদি করেছেন ১৯ বলে ২১ রান। ওয়াসিম ২ বল খেললেও রানের খাতা খোলেননি। 

11 Nov 2023, 08:53:25 PM IST

আউউউউউটটটটট… বোল্ড শাদাব

শাদাব খানকে বোল্ড করলেন আদিল রশিদ। ৭ বলে ৪ রান করলেন শাদাব। পরিবর্তে ক্রিজে এলেন আফ্রিদি। ৩২ ওভার শেষে ৭ উইকেটে ১৫৬ রান পাকিস্তানের। সলমন করেছেন ৩৪ বলে ৩৬ রান। আফ্রিদির সংগ্রহ ২ বলে ৬ রান।

11 Nov 2023, 08:49:17 PM IST

আউউউউউটটটটট… দুরন্ত ক্যাচ মালানের, আউট ইফতিকার

ষষ্ঠ উইকেট হারাল পাকিস্তান। বল লক্ষ্য করে পিছিয়ে গিয়ে দুরন্ত ক্যাচ ধরেন মালান। মইনের বলে আউট হয়ে যান ইফতিকার। ৫ বলে ৩ করে সাজঘরে ফেরেন ইফতিকার। পরিবর্তে ক্রিজে এলেন শাদাব খান। ৩১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান পাকিস্তানের। ৩২ বলে ৩৫ রান সলমনের। ৫ বলে ৪ রান শাদাব খানের।

11 Nov 2023, 08:30:17 PM IST

আউউউউউটটটটট… বোল্ড শাকিল

ষষ্ঠ উইকেট পড়ল পাকিস্তানের। ৩৭ বলে ২৯ করে আউট হলেন শাকিল। তাঁকে বোল্ড করেন আদিল রশিদ। পরিবর্তে ক্রিজে এলেন ইফতিকার আহমেদ। ২৮ ওভার শেষে ৫ উইকেটে ১২৬ রান পাকিস্তানের। ২৩ বলে ১৯ রান সলমনের। ১ বল খেললেও রানের খাতা খোলেননি ইফতিকার।

11 Nov 2023, 08:13:24 PM IST

আউউউউউটটটটট…. রিজওয়ানকে বোল্ড করলেন মইন

বাবরের পর রিজওয়ানকেও হারাল পাকিস্তান। তারা এবার হারের ভ্রুকুটি দেখছে। ২টি চারের হাত ধরে ৫১ বলে ৩৬ করে আউট হলেন রিজওয়ান। তাঁকে বোল্ড করেন মইন আলি। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার আগা সলমন। ২৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০১ রান পাকিস্তানের। শাকিল করেছেন ২৯ বলে ২২ রান। সলমনের সংগ্রহ ২ বলে ১ রান।

11 Nov 2023, 08:06:31 PM IST

১০০ করে ফেলল পাকিস্তান

২২তম ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ হল ভারতের। ৪৮ বলে ৩৬ রান রিজওয়ানের। ২৮ বলে ২২ রান শাকিলের। খুব স্লো রান উঠছে। ইংল্যান্ডের তিনশোর উপর রানের ধারেকাছেও পৌঁছতে পারবে পাকিস্তান?

11 Nov 2023, 07:57:21 PM IST

২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৮৯/৩

২০ ওভারেও হল না ১০০ রান। ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৮৯ রান। রিজওয়ান ৩৯ বলে ২৮ করে লড়াই চালাচ্ছেন। ২৫ বলে ২০ রান শাকিলের।

11 Nov 2023, 07:37:41 PM IST

আউউউউউটটটটট… বাবরকে ফেরালেন অ্যাটকিনসন

তৃতীয় উইকেট হারাল পাকিস্তান। বাবর আজমকে ফেরালেন অ্যাটকিনসন। ৬টি চারের সাহায্যে ৪৫ বলে ৩৮ করে আদিল রশিদকে ক্যাচ দেন বাবর। পরিবর্তে ক্রিজে এলেন সাউদ শাকিল। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান। রিজওয়ান ২৮ বলে ২০ রান করে ক্রিজে রয়েছেন।

11 Nov 2023, 07:22:44 PM IST

৫০ করল পাকিস্তান

১১তম ওভারে ৫০ করল পাকিস্তান। ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫০ রান দলের। ৩৫ বলে ৩৪ রান বাবরের। ২০ বল ১৪ রান রিজওয়ানের।

11 Nov 2023, 07:20:33 PM IST

১০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪৩/২

১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান পাকিস্তানের। ৫০-ও হয়নি। ৩৩ বলে ৩২ রান বাবরের। ১৫ বলে ৯ রান রিজওয়ানের।

11 Nov 2023, 06:59:11 PM IST

৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২৮/২

৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান। ১৭ বলে ২০ করে লড়াই চালাচ্ছেন বাবর। ৮ বলে ৬ রান রিজওয়ানের।

11 Nov 2023, 06:47:44 PM IST

আউউউউউটটটটট… শফিকের পর ফকরকেও ফেরালেন উইলি

দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান। তৃতীয় ওভারে ফকরকে ফেরালেন উইলি। প্রথম ওভারে তিনি শফিককে ফিরিয়েছিলেন। ২ উইকেট নিয়ে ফেললেন উইলি। ৯ বল খেলে ১ রান করে সাজঘরে ফিরলেন ফকর। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার রিজওয়ান। ৩ ওভার শেষে ২ উইকেটে ১১ রান পাকিস্তানের। বাবর করেছেন ৬ বলে ৮ রান। রিজওয়ানের সংগ্রহ ১ বলে ১ রান।

11 Nov 2023, 06:36:20 PM IST

আউউউউউটটটটট… ইনিংসের দ্বিতীয় বলেই শফিক আউট

প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট শফিক। ২ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরলেন তিনি। তাঁকে এলবিডব্লিউ করলেন উইলি। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার বাবর আজম। তিনি আবার ২টি চার হাঁকিয়েছেন। ১ ওভার শেষে ১ উইকেটে ৯ রান পাকিস্তানের। ৪ বলে ৮ রান বাবরের। ফকর এখনও একটি বলও খেলেননি। 

11 Nov 2023, 06:32:48 PM IST

রান তাড়া করা শুরু পাকিস্তানের

পাকিস্তান রান তাড়া করা শুরু করে দিল। আবদুল্লাব শফিক এবং ফকর জামান ওপেন করতে নেমেছেন। ইংল্যান্ডের ডেভিড উইলি প্রথম ওভার বল করতে এসেছেন।

11 Nov 2023, 06:07:47 PM IST

শেষ ওভারে হল ১৫ রান, পড়ল ২ উইকেট

শেষ ওভারের প্রথম তিন বলে  ৪-৬-৪- হাঁকিয়ে ১৪ রান করে ফেলেন ডেভিড উইলি। কিন্তু চতুর্থ বলে মহম্মদ ওয়াসিম ফেরান উইলিকে। ৫ বলে ১৫ রান করে ইউতিকারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উইলি। পরের বলেই পরিবর্তে ক্রিজে আসা অ্যাটকিনসনকে গোল্ডেন ডাকে ফেরান ওয়াসিম। তবে হ্যাটট্রিক হয়নি। শেষ বলে লেগবাইয়ে ১ রান হয়। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান ইংল্যান্ডের। পাকিস্তানকে ৩৩৮ রান করতে হবে। কোনও ভাবেই আর সেমিতে যাওয়া সম্ভব নয় বাবরদের।

11 Nov 2023, 05:55:02 PM IST

আউউউউটটটট… মইনকে বোল্ড করলেন রউফ

মইনকে বোল্ড করলেন রউফ। ৬ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন মইন। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার  ডেভিড উইলি। ৪৯ ওভার শেষে ৭ উইকেটে ৩২২ রান ইংল্যান্ডের। ৪ বলে ৪ রান ক্রিস ওকসের। উইলির করেছেন ১ বলে ১ রান।

11 Nov 2023, 05:46:55 PM IST

আউউউউটটটট… সরাসরি থ্রো-তে উইকেট ভাঙলেন রউফ

দুরন্ত রানআউট করলেন হ্যারিস রউফ। সরাসরি থ্রো করে বাটলারকে ফেরালেন তারকা পেসার। ১৮ বলে ২৭ রান করে ক্রিজে ফিরলেন রউফ। পরিবর্তে ক্রিজে এলেন ক্রিস ওকস। ৪৮ ওভার শেষে ৬ উইকেটে ৩১৬ রান ইংল্যান্ডের। ৪ বলে ৮ রান মইনের। ১ বল খেলেও রানের খাতা খোলেননি ওকস।

11 Nov 2023, 05:38:16 PM IST

৩০০ পার করেই পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড

৪৭তম ওভারে ৩০০ পার করে ফেলে ইংল্যান্ড। পাকিস্তানের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। এবার বাবরদের স্বপ্নকে কবরে পাঠিয়ে ৩০০ পার করে গেল ইংল্যান্ড। তবে এই ওভারেই পঞ্চম উইকেট হারাল ব্রিটিশরা। ওভারের চতুর্থ বলে ব্রুককে ফেরান রউফ। অসাধারণ একটি ক্যাচ ধরেন আফ্রিদি। ১৭ বলে ৩০ করে সাজঘরে ফিরলেন ব্রুক। পরিবর্তে ক্রিজে এলেন মইন আলি। ওভার শেষে ব্রিটিশদের সংগ্রহ ৫ উইকেটে ৩০৪ রান। বাটলার করেছেন ১৬ বলে ২৩ রান। ১ বলে ১ রান মইনের। 

11 Nov 2023, 05:29:35 PM IST

২০ রান দিলেন আফ্রিদি

৪৫তম ওভারে ২০ রান দিলেন আফ্রিদি। ব্রুক এই ওভারে ২টি ছক্কা এবং একটি চার হাঁকান। ৪৫ ওভার শেষে ৪ উইকেটে ২৮৯ রান ইংল্যান্ডের। বাটলার করেছেন ১২ বলে ২০ রান। ব্রুকের সংগ্রহ ১০ বলে ২০ রান।

11 Nov 2023, 05:26:46 PM IST

ক্যাচ ধরেও ছয় উপহার রউফের

বাটলারের ক্যাচ ধরেও ছয় উপহার দিলেন হ্যারিস রউফ। ৪৪তম ওভারের শেষ বলে শাদাবকে লম্বা শট মেরেছিলেন বাটলার। তবে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ক্যাচও ধরেছিলেন রউফ। কিন্তু শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেননি। বল ধরা অবস্থাতেই দড়িতে পা দিয়ে বসেন রউফ। সেই সঙ্গে ছক্কা হয়ে যায় সেটি। এই ওভার থেকে এল ১২ রান। ৪৪ ওভার শেষে ৪ উইকেটে ২৬৯ রান ইংল্যান্ডের। বাটলার করেছেন ১১ বলে ১৯ রান। ব্রুকের সংগ্রহ ৫ বলে ১ রান।

11 Nov 2023, 05:16:57 PM IST

আউউউউটটটট… জো রুটকে ফেরালেন আফ্রিদি

চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। জো রুটকে ফেরালেন আফ্রিদি। স্লোয়ার বলে লম্বা শট মারতে গিয়ে শাদাব খানকে ক্যাচ দেন জো রুট। চারটি চারের সাহায্যে ৭২ বলে ৬০ করে সাজঘরে ফিরলেন রুট। পরিবর্তে ক্রিজে এলেন হ্যারি ব্রুক। ৪৩ বলে ৪ উইকেটে ২৫৭ ইংল্যান্ডের। ৬ বলে ৮ রান বাটলারের। ৪ বল খেলেও এখনও রানের খাতা খোলেননি ব্রুক।

11 Nov 2023, 05:05:40 PM IST

আউউউউটটটট… বোল্ড স্টোকস

একেবারেই ক্লিনবোল্ড বেন স্টোকস। আফ্রিদির ইয়র্কার বুঝতেই পারেননি বেন স্টোকস। ১১টি চার ২টি ছক্কার হাত ধরে ৭৬ বলে ৮৪ রান করে সাজঘরে ফিরলেন স্টোকস। পরিবর্তে ক্রিজে এলেন বাটলার। ৪১ ওভার শেষে ইংল্যান্ডর সংগ্রহ ৩ উইকেটে ২৪৬ রান । ৬৮ বলে ৫৫ রান রুটের। ২ বলে ২ রান বাটলারের।

11 Nov 2023, 04:59:42 PM IST

জো রুটের হাফসেঞ্চুরি, ৪০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ২৪০/২

হাফসেঞ্চুরি করে ফেললেন জো রুট। তিনটি চারের সাহায্যে জো রুট ৬৫ বলে অর্ধশতরান পূরণ করলেন। তাঁর সংগ্রহ ৫১ রান। এদিকে ৭৫ বলে ৮৪ করে ফেলেছেন স্টোকস। ৪০ ওভার শেষে ২ উইকেটে ২৪০ রান ইংল্যান্ডের।

11 Nov 2023, 04:42:24 PM IST

সলমনকে পিটিয়ে ১৬ রান

৩৬তম ওভারে আগা সলমনকে পিটিয়ে ১৬ রান নিল ইংল্যান্ড। ওভার শেষে ২ উইকেটে ২২০ রান ইংল্যান্ডের। ৬৫ বলে ৭৮ রান স্টোকসের। ৫১ বলে ৩৭ রান জো রুটের।

11 Nov 2023, 04:40:41 PM IST

২০০ পার ইংল্যান্ডের

৩৫তম ওভারে ১২ রান হল, ২০০ পার করে গেল ইংল্যান্ড। ওভার শেষে ব্রিটিশদের স্কোর ২ উইকেটে ২০৪ রান। ৬০ বলে ৬৩ রান স্টোকসের। ৫০ বলে ৩৬ রান জো রুটের।

11 Nov 2023, 04:24:03 PM IST

৩৩ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১৮৬/২

৩৩ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৮৬ রান। হাল ধরেছেন বেন স্টোকস এবং জো রুট। স্টোকস করেছেন ৫১ বলে ৪৭ রান। ৪৭ বলে ৩৪ রান রুটের।

11 Nov 2023, 04:17:35 PM IST

৩০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১৭০/২

৩০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৭০ রান। হাল ধরেছেন বেন স্টোকস এবং জো রুট। স্টোকস করেছেন ৩৬ বলে ৩৪ রান। ৪৪ বলে ৩১ রান রুটের।

11 Nov 2023, 03:56:46 PM IST

স্টোকসের ক্যাচ মিস করলেন আফ্রিদি

২৫তম ওভারে বল করতে আসেন আফ্রিদি। নিজের প্রথম বলেই বেন স্টোকসের ক্যাচ মিস করেন আফ্রিদি। ঠিক তার পরের বলেই চার হাঁকান স্টোকস। যাইহোক এই ওভারে এল মোট ৬ রান। ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪০ রান ইংল্যান্ডের। স্টোকস করেছেন ২০ বলে ১৫ রান। জো রুটের সংগ্রহ ৩০ বলে ২০ রান।

11 Nov 2023, 03:43:24 PM IST

২২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১২৫/২

২২ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১২৫ রান। ২৩ বলে ১৬ রান জো রুটের। ৯ বলে ৮ রান বেন স্টোকসের।

11 Nov 2023, 03:33:20 PM IST

আউউউউউটটটটট… বেয়ারস্টোকে ফেরালেন রউফ

ওপেন করতে নেমে ৬১ বলে ৫৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন বেয়ারস্টো। হাঁকান ৭টি চার এবং একটি ছক্কা। তবে সেট হয়ে যাওয়ার পর তাঁর সাজঘরে ফিরে যাওয়াটা বড় ধাক্কা হয়ে গেল ইংল্যান্ডের জন্য। রউফের বলে বড় শট খেলতে গিয়েই আউট হন বেয়ারস্টো। আগা সলমনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার বেন স্টোকস। ১৯ ওভার শেষে ২ উইকেটে ১১০ রান ইংল্যান্ডের। রুটের সংগ্রহ ১১ বলে ৮ রান। স্টোকস করেছেন ৩ বলে ১ রান।  

11 Nov 2023, 03:21:21 PM IST

১০০ পার ইংল্যান্ডের

১৭তম ওভারে ১০০ পার করে ফেলল ইংল্যান্ড। ওভার শেষে ব্রিটিশদের সংগ্রহ ১ উইকেটে ১০২ রান। ৫৭ বলে ৫৫ রান বেয়ারস্টোর। ৬ বলে ৫ রান জো রুটের।

11 Nov 2023, 03:16:21 PM IST

হাফসেঞ্চুরি বেয়ারস্টোর

হাফসেঞ্চুরি করে ফেললেন বেয়ারস্টো। ৫২ বলে তিনি অর্ধশতরান পূরণ করেন। এই ইনিংসে রয়েছে ৬টি চার এবং একটি ছক্কা। ৫ বলে ৪ রান জো রুটের। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান। 

11 Nov 2023, 03:07:25 PM IST

আউউউউউটটটটটট…. মালানকে ফেরালেন ইফতিকার

৩৯ বলে ৩১ করে সাজঘরে ফিরলেন ডেভিড মালান। ইফতিকারের রিভার্স-সুইপ ঠিকঠাক ব্যাটে-বলে হয়নি। ক্যাচ উঠে যায়। ক্যাচটা মিস করতে করতেও ডাইভ দিয়ে ধরে ফেলেন উইকেটকিপার রিজওয়ান। প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার জো রুট। ১৪ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৮৪ রান। ৪৩ বলে ৪১ রান বেয়ারস্টোর। ২ বলে ১ রান জো রুটের।  

11 Nov 2023, 02:50:45 PM IST

১০ ওভারে বিনা উইকেটে ৭২ রান ইংল্যান্ডের

১০ ওভারে বিনা উইকেটে ৭২ রান করে ফেলল ইংল্যান্ড। বেয়ারস্টো করেছেন ৩২ বলে ৩৪ রান। মালান করেছেন ২৮ বলে ২৭ রান।

11 Nov 2023, 02:40:41 PM IST

৫০ পার ইংল্যান্ডের

অষ্টম ওভারে ৫০ পার করে গেল ইংল্যান্ড। সেই সঙ্গে পাকিস্তানের হাত থেকেও বের হয়ে গেল স্বপ্ন। ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখেই লড়াই চালাচ্ছে। তাই তারা হাল ছাড়বে না। ৮ ওভার শেষে ব্রিটিশদের সংগ্রহ বিনা উইকেটে ৫৯ রান। বেয়ারস্টো করেছেন ২৮ বলে ৩২ রান। মালান করেছেন ২০ বলে ১৬ রান।

11 Nov 2023, 02:28:39 PM IST

৫ ওভারে হল ২৬ রান

৫ ওভারে বিনা উইকেটে ইংল্যান্ড করল ২৬ রান। মালান ১২ বলে ৫ করেছেন। বেয়ারস্টো ১৮ বলে ১৫ রান করেছেন।

11 Nov 2023, 02:16:17 PM IST

দ্বিতীয় ওভারে ৬ রান হলেও, কোনও ব্যাটার রানের খাতা খুলতে পারেননি 

দ্বিতীয় ওভারে রউফ বল করতে আসেন। প্রথম বলেই ওয়াইড দেন, যেটি আবার চারও হয়ে যায়। দ্বিতীয় বলটিও ওয়াইড করেন। এই দুই বল মিলিয়েই হয়ে যায় ৬ রান। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৬। বেয়ারস্টো এবং মালান ৬ বল করে খেললেও রানের খাতা তারা খুলতে পারেনি। 

11 Nov 2023, 02:06:21 PM IST

প্রথম ওভার মেডেন দিলেন শাহিন

শাহিন আফ্রিদি প্রথম ওভার মেডেন দিলেন। ইংল্যান্ড রানের খাতা খুলতে পারেনি। মালান ৬ বল খেললেও, রান করতে পারেননি। প্রথম ওভারের শেষে বিনা উইকেটে শূন্য রান ইংল্যান্ডের।

11 Nov 2023, 02:04:08 PM IST

খেলা শুরু

ইংল্যান্ডের হয়ে মালান এবং বেয়ারস্টো ওপেন করতে নেমেছেন। পাকিস্তানের শাহিন আফ্রিদি প্রথম ওভার বল করতে এসেছেন।

11 Nov 2023, 01:54:34 PM IST

জাতীয় সঙ্গীত শুরু

পাকিস্তান এবং ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে খেলা।

11 Nov 2023, 01:50:38 PM IST

পাকিস্তানের একাদশ

আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, আগা সলমান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।

11 Nov 2023, 01:47:58 PM IST

ইংল্যান্ডের একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (ক্যাপ্টেন এবং উইকেটকিপার), মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।

11 Nov 2023, 01:42:40 PM IST

টস জিতল ইংল্যান্ড, আশা কার্যত শেষ পাকিস্তানের

টস জিতল ইংল্যান্ড। তারা প্রথমে ব্যাটিং নিল। পাকিস্তান ইতিমধ্যেই কার্যকর ভাবে আউট হয়ে গেল বিশ্বকাপ থেকে। অর্থাৎ সেমিতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হবে। ২০১৯ বিশ্বকাপের পুনরাবৃত্তি। তবে এবার ভারত ঘরের মাঠে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে থাকবে।

11 Nov 2023, 11:41:14 AM IST

দ্বৈরথে এগিয়ে ইংল্যান্ড

ইংল্যান্ড-পাকিস্তান মোট ৯১টি ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড জিতেছে ৫৬টিতে। পাকিস্তান জিতেছে ৩২টি ম্যাচে। অমীমাংসিত থেকেছে ৩টি ম্যাচ। ওডিআই বিশ্বকাপে ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। ইংল্যান্ড জিতেছে ৫টিতে, চারটিতে জিতেছে পাকিস্তান।

11 Nov 2023, 11:22:39 AM IST

পিচ কন্ডিশন

ইডেন গার্ডেন্সের পিচ থেকে ব্যাটাররা বোলারদের তুলনায় বেশি সাহায্য পাবেন। তাই আসন্ন ম্যাচটিতে স্কোরবোর্ডে অনেক রান উঠতে পারে। পেসাররা এই পিচ থেকে তেমন সুবিধা পাবেন না, তবে স্পিনাররা পাবেন। ম্যাচ যত এগোতে থাকবে, স্পিনাররা পিচ থেকে তত সাহায্য পাবেন।

11 Nov 2023, 11:20:24 AM IST

চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের লক্ষ্য ব্রিটিশদের

ইংল্যান্ড ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে যাওয়ার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে তারা এখনও টিকে আছে। আর তাই পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা মজবুত করতে চায়। চলতি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ড এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র ২টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ৬টি ম্যাচে তারা হেরেছে। আপাতত পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে।

11 Nov 2023, 11:01:40 AM IST

বাবর আজমদের সেমির অঙ্ক

ইতিমধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারানোর পরে নয় ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ১০। নেট রানরেট +০.৭৪৩। পাকিস্তান আছে পাঁচ নম্বরে। আটটি ম্যাচে পয়েন্ট আট। নেট রানরেট +০.০৩৬। অর্থাৎ শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না পাকিস্তানকে, অলৌকিক কাণ্ড ঘটাতে হবে বাবর আজমদের। ইডেন গার্ডেন্সে প্রথমে যদি ব্যাট করে ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ডকে ১০০ রানে অল-আউট করে দিতে হবে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের। তার পর ২.৫ ওভারের মধ্যে সেই রানটা তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। তবেই মিলবে সেমিফাইনালের টিকিট। শনিবার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩০০ রান করলে, সে ক্ষেত্রে ইংল্যান্ডকে ১৩ রানে অল-আউট করে দিতে হবে। তাহলেই নেট রানরেটের নিরিখে নিউজিল্যান্ডকে ছাপিয়ে যেতে পারবে পাকিস্তান। অর্থাৎ জয়ের ব্যবধান ২৮৭ রান হতে হবে। যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে ৪০০ রান তোলে, তাহলে তারা সেমিফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডকে ১১২ রানে অল-আউট করে দিতে হবে। যদি শনিবার কলকাতায় প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। তোলে ৩০০ রান। অর্থাৎ লক্ষ্যমাত্রা হবে ৩০১ রান। সেক্ষেত্রে ৬.১ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। শনিবার প্রথমে ব্যাট করল ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডকে ১৫০ রানে আটকে রাখতে হবে। তারপর ৩.৪ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। তাহলেই সেমিতে উঠবেন বাবররা।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

'কর বাড়িয়ে দিন', ভোট না দিলে শাস্তি দেওয়ার বিধান পরেশের, বললেন আর কী? ‘হাতে বন্দুক,হেলমেটে ঢাকা মুখ' কী হয়েছিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে?বললেন মহারাজ 'এই * ছেলে', ‘ক্রিমিনালকে’ হুমকি অর্জুনের, শুনতে হল ‘কিচ্ছু করতে পারবি না’ কাউন্টিতে ঝোড়ো হাফ-সেঞ্চুরি ভারতীয় তারকার, ১ উইকেটের জন্য ম্যাচ জেতা হল না দলের অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নীরব পুলিশ! আত্মহননের হুমকি অভিনেত্রীর NBU-তে ববিতার মৃত্যু, বিক্ষোভ চরমে, নম্বর বাড়ানোর নামে ফাঁদে ফেলেছিলেন অধ্যাপক? তৃণমূলের হয়ে লড়ছেন, অথচ আগে বিজেপিতেই যোগ দিতে চেয়েছিলেন রচনা! দাবি লকেটের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেন ৮৩ বছরের মহিলা! ভুল জায়গায় গিয়ে লম্ফঝম্প! নিজের বুথের বদলে অন্য জায়গায় গিয়ে চিৎকার গওহরের আপনিও কি চা ভালোবাসেন! সাবধান, কখন পান করবেন না, বলে দিল ICMR

Latest IPL News

অডিও প্রকাশ করে গোপনীয়তা ভঙ্গ করেছে স্টার! রোহিতের অভিযোগের কী জবাব দিল তারা? ‘নেতা হিসেবে সম্মান আদায় করে নিতে হয়’, ধোনির গুরুবচন শিক্ষা দিতে পারে হার্দিককে আমদাবাদের একমাত্র IPL ম্যাচে রিঙ্কু জেতান KKR-কে, এই মাঠে SRH-র রেকর্ড আহামরি নয় আগামী আইপিএলে ধোনিকে খেলতে গেলে…কি পরামর্শ দিলেন ছোটবেলার কোচ কেশব ব্যানার্জি এই নিয়ে ৮ বার IPL-এর প্লে-অফে KKR, দেখুন আগের ৭ বার কী ঘটেছিল লিরিক্সের সঙ্গে সরগমের খেল! নতুনভাবে কেকেআরের থিম সং গেয়ে তাক লাগালেন অন্তরা আইপিএলে ডাহা ফেল হার্দিকরা, রোহিতদের সঙ্গে পর্যালোচনায় বসবে মুম্বই ম্যানেজমেন্ট! IPL-এ দুরন্ত পারফরমেন্স,রিজার্ভ ক্রিকেটার হিসেবে অজিদের বিশ্বকাপ দলে ম্যাকগার্ক আমদাবাদে ৪ ISIS জঙ্গিকে গ্রেফতার করল ATS, মঙ্গলবারই আছে KKR-র ম্যাচ 'বরোদার অধিনায়ক বলেছিল দলে তোমার জায়গা নেই,ওর জন্যই আজ আমি এখানে’, বলছেন স্বপনীল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.