এবারের বিশ্বকাপে তৃতীয় অঘটনটি ঘটে গেল সোমবার। আফগানিস্তান হারিয়ে দিল পাকিস্তানকে। এবারের বিশ্বকাপে তিনটি অঘটনের মধ্যে দুটি ঘটিয়েছে আফগানিস্তান। প্রথমে তারা হারিয়েছে ইংল্যান্ডকে। এবার তারা হারাল চির শত্রু পাকিস্তানকে। স্বাভাবিক ভাবেই আফগানদের এই পারফরম্যান্স প্রত্যেককে অবাক করেছে। একেবারে যাচ্ছেতাই ভাবে হারিয়েছে পাকদের। ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে আফগান দল।
এদিন চেন্নাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ৯২ বলে ৭৪ রান করেন ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও আবদুল্লাহ ৫৮ রান করেন ৫টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। শাদব খান এবং ইফতিকার ৪০ রান করেন।
বল হাতে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন নূর আহমেদ। মাত্র ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন তিনি। এছাড়াও নবীন-উল-হক ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ নবি এবং আজমতউল্লাহ। আফগান বোলাররা অনেক ভাবে চেষ্টা করেন বিপক্ষকে অল্প রানের মধ্যে আটকে রাখতে।
২৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরু থেকেই দাপট দেখায় তারা। বিশেষ করে গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুই ব্যাটারই দুর্দান্ত ইনিংস খেলেন। ১৩০ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটার। গুরবাজ ৫৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। পাশাপাশি ইব্রাহিম ১১৩ বলে ৮৭ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো মাত্র ১০টি বাউন্ডারির সাহায্যে।
এই দুই ব্যাটার ছাড়াও রহমত শাহ ৮৪ বলে অপরাজিত ৭৭ রান করেন ৫টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্যে। হাশমতউল্লাহ শাহিদি ৪৫ বলে অপরাজিত ৪৮ রান করেন মাত্র ৪টি বাউন্ডারির সৌজন্যে। এক ওভার হাতে থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় আফগানার। ম্যাচের সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান।
সেই সঙ্গে একাধিক রেকর্ড তৈরি করলেন রশিদ খানরা। ওডিআই ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এতো রান তাড়া করে ম্যাচ জিতল আফগানিস্তান। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসেও এটাই প্রথম। পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম কোনও দল বিশ্বকাপের মঞ্চে এই রান তাড়া করে ম্যাচ জিতল।