বিশ্বকাপে এখনও পর্যন্ত সেরা ইনিংসটি এসেছে অজি পিঞ্চ হিটার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও ব্যাটার রান তাড়া করতে নেমে দ্বিশতরানের ইনিংস খেলে। ১২৮ বলে ২০১ রানের ঝড়ের গতির ইনিংস মাঠে উপস্থিত দর্শক সহ ক্রিকেটপ্রেমীদের উপহার দেন তিনি, যার মধ্যে রয়েছে ২১টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি রয়েছে। আফগানিস্তানের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে কষ্টদায়ক ক্র্যাম্প নিয়েও এই দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ম্যাচের সেরাও হন ম্যাক্সি।
মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুশি প্রকাশ করার পর এবার তিনি তাঁর এক্স হ্যান্ডেল থেকে দিলেন একটি বিশেষ বার্তা। তাঁর ভক্তদের ধন্যবাদ জানানোর পাশাপাশি, অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও ধন্যবাদ জানান তিনি এবং জানান এবার সময় হয়েছে বাবার কর্তব্য পালনের। সেপ্টেম্বর মাসে গ্লেন ম্যাক্সওয়েল এবং তাঁর স্ত্রী বিনি রমন জন্ম দেন একটি পুত্র সন্তানের। তাঁর নাম রেখেছেন লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েল। এরপরই বহু বর্তমান ও প্রাক্তন তারকাদের থেকে আসে শুভেচ্ছা বার্তা। এবার বেশ কয়েকদিন পর অর্থাৎ আজ এই নিয়ে একটি ট্যুইট করেন গ্লেন।
ম্যাক্সওয়েলের বক্তব্য, 'সবার সমর্থন ও ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত খুশি। সবাইকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে প্যাট কামিন্সকে ধন্যবাদ জানাতে চাই, ও ক্রিজে আমাকে খুব সাহায্য করেছে এবং একটা দিক ধরে রেখেছিল সেই কারণে। তবে এবার সময় হয়ে গেছে পিতার কর্তব্য পালনের।' অজি তারকার এই ট্যুইটে আবারও শুভেচ্ছা জানিয়েছে অনেকে এবং প্রশংসা করেছেন আফগানদের বিরুদ্ধে ইনিংসের। এছাড়াও, মঙ্গলবার ম্যাচ শেষে মাঠ থেকে বেরোনো দর্শকদের মুখে শোনা যায় গ্লেনের প্রশংসা। সবার একটাই মত যে অজি তারকার এই মারকুটে ইনিংস 'পয়সা উসুল' করে দিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। নির্ধারিত পঞ্চাশ ওভারে ৫ উইকেট হারিয়ে আফগানিস্তান তোলে ২৯১ রান। শতরানের ইনিংস খেলেন ওপেনার ইব্রাহিম জাদরান। ১৪৩ বলে ১২৯ রান করেন তিনি, যার মধ্যে রয়েছে ৮টি চার ও ৩টি ছয়। এছাড়াও ১৮ বলে ৩৫ রানের একটি দ্রুত গতির ইনিংস খেলেন স্পিনার রশিদ খান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২টি উইকেট নেন হ্যাজেলউড এবং একটি করে উইকেট নেন স্টার্ক, ম্যাক্সওয়েল ও জাম্পা।
জবাবে রান তাড়া করতে নেমে তিন সংখ্যারও কম রানে ৭টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু তারপরেই মারমুখী হয়ে পিঞ্চ হিটার ব্যাটার ওঠেন গ্লেন ম্যাক্সওয়েল। অধিনায়ক প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে দলকে ম্যাচ জেতান তিনি। এদিন ম্যাক্সওয়েলের অপরাজিত থাকেন ১২৮ বলে ২০১ রান, যার মধ্যে রয়েছে ২১টি চার ও ১০টি ছয়। অন্যদিকে, অধিনায়ক প্যাট কামিন্স অপরাজিত থাকেন ৬৮ বলে ১২ রানে। ম্যাচের সেরা হন গ্লেন ম্যাক্সওয়েল।