এবারের বিশ্বকাপে অন্যতম সেরা ম্যাচগুলির তালিকায় অবশ্যই প্রথমের দিকে থাকবে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ। আফগানদের জয়ের দোরগোড়া থেকে ম্যাচ ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। একাই দলকে জেতালেন গ্লেন ম্যাক্সওয়েল। পায়ে টান ধরার যন্ত্রনার পরও দলকে বিপদের মুখে ঠেলে দেননি তিনি। দ্বিশতরান করে দলকে সেমি ফাইনালে তুলে দেন অজি তারকা। সেই সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন ম্যাক্সওয়েল। এমনকী কপিল দেবের রেকর্ডও ভেঙে গুড়িয়ে দিয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো করেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরপর হেরে একটা সময় পয়েন্ট টেবিলের একেবারে শেষে জায়গা করে নেয় অজিরা। সেখান থেকে ঘুরে দাঁড়ায় তারা। একটা সময় অজিদের পারফরম্যান্স দেখে অনেকেই মনে করেছিলেন এবার হয়তো সেমিফাইনালে তারা যেতে পারবে না। সেই ধারণা ভুল প্রমাণ করলেন তারা। শুধু তাই নয়, ম্যাচ শেষে সমালোচকদের খোঁচা দিতেও ছাড়লেন না ম্যাক্সি।
তৃতীয় দল হিসাবে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে প্রথম দল হিসাবে ভারত সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। তারপর দক্ষিণ আফ্রিকা এবং এবার তৃতীয় দল হিসাবে অজিরা জায়গা করে নিল। সেই সঙ্গে ফের একটি রেকর্ডও গড়ে ফেলল অজিরা। এই নিয়ে ৯ বার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। ঠিক পিছনেই নিউজিল্যান্ড এবং ভারত। যারা এখনও পর্যন্ত ৮ বার সেমিতে জায়গা করে নিয়েছে। যদি সবকিছু দেখা যায়, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা।
১৯৭৫ সালে রানার্স হয় অজিরা। ১৯৮৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯৬ সালে ফের রানার্স হয় তারা। এরপর টানা তিনবার বিশ্বকাপ জয়। ১৯৯৯, ২০০৩, ২০০৭ সালে বিশ্বকাপ জিতেছে তারা। ২০১৫ সালে ফের একবার চ্যাম্পিয়ন এবং ২০১৯ বিশ্বকাপে সেমি ফাইনাল থেকে ফিরে আসতে হয়। এবারের বিশ্বকাপে সেমিতে জায়গা করে নিয়েছে তারা। এখনও এটাই দেখার চ্যাম্পিয়ন হতে পারে কিনা। অন্যদিকে ভারতও এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল। অপরাজিত রয়েছে টিম ইন্ডিয়া। স্বাভাবিক ভাবেই ভারত বিশ্বকাপ জয়ের দাবিদারও বলা যায়। এখনও এটাই দেখার কার হাতে বিশ্বকাপ ওঠে।