শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। স্টেডিয়াম হোক কিংবা টিভির পর্দায় চোখ রেখেছেন কোটি কোটি মানুষ। অনেকেই স্টেডিয়ামে যাওয়ার টিকিট না পেয়ে বাধ্য হয়েই টিভি অথবা মোবাইলের পর্দায় ম্যাচ উপভোগ করেছেন। মোবাইলে ডিজনি প্লাস হটস্টার নামক ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে এবারের বিশ্বকাপ। কারণ আইসিসির ডিজিটাল পার্টনার হিসেবে দায়িত্বে রয়েছে হটস্টার। আর এই হটস্টারেই যেন চলতি বিশ্বকাপে প্রতিনিয়ত হয়ে চলেছে ভিউয়ারশিপের এক একটি নয়া নজির। রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বিরাট কোহলির ব্যাটিংয়ের সময়ে তৈরি হল ফের নয়া নজির।
বিরাট যত শতরানের কাছাকাছি পৌঁছেছেন তত লাফিয়ে লাফিয়ে বেড়েছে দর্শক সংখ্যা। শেষ পর্যন্ত তা তৈরি করেছে নয়া নজির। ভেঙে গিয়েছে ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচে তৈরি হওয়া ভিউয়ারশিপের নজির। আমদাবাদের ওই ম্যাচে ৩.২ কোটি মানুষ দেখেছিল। যাতে তৈরি হয়েছিল নজির। এবার সেই নজির ভেঙে ধরমশালাতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দেখলেন ৪.৩ কোটি মানুষ। বিরাট কোহলি যখন শতরানের কাছে পৌঁছলেন তখন ভিউয়ারশিপ পৌঁছে যায় ৪ কোটিতে। আর যখন রবীন্দ্র জাদেজা ফ্লিক করে চার মেরে ভারতকে ম্যাচ জেতান তখন এই ভিউয়ারশিপ পৌঁছে যায় ৪.৩ কোটিতে।
প্রসঙ্গত যে কোন আইসিসি টুর্নামেন্টে দুই দশক পরে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে জয় পেল ভারত। ২০ বছর পরে আইসিসির ইভেন্টে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল অবশেষে সাফল্যের স্বাদ পেল কিউয়িদের বিরুদ্ধে। ৪ উইকেটে কিউয়িদের হারিয়ে দিল ভারত। ২০১৯ সালে এই নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরেই ছিটকে যেতে হয়েছিল ভারতীয় দলকে। সেই হারের মধুর প্রতিশোধ নিলেন বিরাটরা।
বিরাট কোহলি অসাধারণ এক ৯৫ রানের ইনিংস খেললেন।অল্পের জন্য হাতছাড়া করলেন শতরান। ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচে ভারতের জয় নিশ্চিত করলেন রবীন্দ্র জাদেজা। এদিন আগে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রান করেছিল রাচিন রবীন্দ্রর ৭৫ এবং ডারিল মিচেলের ১৩০ রানের ইনিংসের উপর নির্ভর করে। যে রান ভারত ছয় উইকেট হারিয়েই তুলে নিতে সক্ষম হল।