বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC CWC BAN vs PAK: ব্যাটে বল লেগেছে? তাহলে DRS নেব? বাংলাদেশ ম্যাচে মজার কাণ্ড রিজওয়ানের

ICC CWC BAN vs PAK: ব্যাটে বল লেগেছে? তাহলে DRS নেব? বাংলাদেশ ম্যাচে মজার কাণ্ড রিজওয়ানের

মহম্মদ রিজওয়ান। ছবি-টুইটার

বাংলাদেশকে হারিয়ে অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে পাকিস্তান। এবার মাঠেই মজার কাণ্ড ঘটালেন মহম্মদ রিজওয়ান।

ইমাম উল হকের পর এবার হাসির খোড়াক হলেন তারকা পাক ব্যাটার মহম্মদ রিজওয়ান। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাবর আজমের নেতৃত্বাধীন দল। এদিন ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই পাকিস্তান নিজের সেরাটা দেয়। কিন্তু এরই মাঝে হাস্যকর একটি কাণ্ড ঘটিয়ে বসলেন রিজওয়ান। সেটি হলো বাংলাদেশ ব্যাটারকে জিজ্ঞেস করে ডিআরএস চাইলেন! হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমনই ঘটনা ঘটেছে এদিন।

ঘটনাটি ঘটে প্রথম অর্ধের শেষের দিকে। ৪৩তম ওভারে বল করতে আসেন স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদি এবং সামনে ছিলেন তাসকিন আহমেদ। সেই ওভারের একটি বলে জোরদার আউটের আবেদন করেন রিজওয়ান ও আফ্রিদি সহ গোটা পাকিস্তান দল। এরপরই ঘটে সেই হাস্যকর ঘটনা। ডিআরএস নেবেন কি নেবেন না, কিছু বুঝতে পারছিলেন না পাক অধিনায়ক বাবর আজম। একটা রিভিউ বাকি ছিলো বলে তিনি রিজওয়ানকে জিজ্ঞেস করেন এই সম্বন্ধে। অবশেষে বুঝতে না পেরে রিজওয়ান তাসকিন আহমেদকে জিজ্ঞেস করে বসেন যে, বল ব্যাটে লেগেছিল কিনা। যদিও তাসকিন উত্তর দেন বলটি তাঁর ব্যাটে লাগেনি। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়াতে, ধেয়ে আসে মজাদার মন্তব্যের ঝড়।

এক্স হ্যান্ডেলে এই ভিডিয়ো শেয়ার করে এক ব্যবহারকারী বক্তব্য, 'এটাই দেখা বাকি ছিল। বুঝতে না পেরে কিনা শেষমেষ বাংলাদেশি ব্যাটারদের জিজ্ঞেস করছে ডিআরএস নেবে কিনা।' এবং এই পোস্টেই বয়ে যায় মজাদার কমেন্টের বন্যা। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ৬ ওভারের মধ্যে দ্রুত তিনটি উইকেট হারায় তারা। এরপর ওপেনার লিটন দাস ও মাহমুদুল্লাহর বড়ো পার্টনারশিপের উপর ভর করে একশো রানের গন্ডি পার করে বাংলাদেশ। অর্ধশতরান করেন মাহমুদুল্লাহ। এছাড়াও উল্লেখযোগ্য অবদান আসে অধিনায়ক শাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাট থেকে। ২৯ বল বাকি থাকতে ২০৪ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ।

জবাবে রান তাড়া করতে নেমে, দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ফখর জামানের দুর্দান্ত পার্টনারশিপের সাহায্যে ম্যাচ সহজেই চলে আসে বাবর আজমদের নিয়ন্ত্রণে। দুজনেই অর্ধশতরান করেন। শেষে মহম্মদ রিজওয়ান ও ইফতিকার আহমেদ অপরাজিত থেকে পাকিস্তানকে ফিনিশ লাইন পার করায়। ম্যাচের সেরা হন ফখর জামান। তবে এই জয় পাকিস্তানকে সাময়িক স্বস্তি দিলেও, এই মুহূর্তে তাদের পথের কাঁটা রান রেট। অর্থাৎ শুধু জয় পেলেই হবেনা, সেই জয় হতে হবে বড়ো ব্যবধানের।

ক্রিকেট খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.