ইমাম উল হকের পর এবার হাসির খোড়াক হলেন তারকা পাক ব্যাটার মহম্মদ রিজওয়ান। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাবর আজমের নেতৃত্বাধীন দল। এদিন ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই পাকিস্তান নিজের সেরাটা দেয়। কিন্তু এরই মাঝে হাস্যকর একটি কাণ্ড ঘটিয়ে বসলেন রিজওয়ান। সেটি হলো বাংলাদেশ ব্যাটারকে জিজ্ঞেস করে ডিআরএস চাইলেন! হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমনই ঘটনা ঘটেছে এদিন।
ঘটনাটি ঘটে প্রথম অর্ধের শেষের দিকে। ৪৩তম ওভারে বল করতে আসেন স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদি এবং সামনে ছিলেন তাসকিন আহমেদ। সেই ওভারের একটি বলে জোরদার আউটের আবেদন করেন রিজওয়ান ও আফ্রিদি সহ গোটা পাকিস্তান দল। এরপরই ঘটে সেই হাস্যকর ঘটনা। ডিআরএস নেবেন কি নেবেন না, কিছু বুঝতে পারছিলেন না পাক অধিনায়ক বাবর আজম। একটা রিভিউ বাকি ছিলো বলে তিনি রিজওয়ানকে জিজ্ঞেস করেন এই সম্বন্ধে। অবশেষে বুঝতে না পেরে রিজওয়ান তাসকিন আহমেদকে জিজ্ঞেস করে বসেন যে, বল ব্যাটে লেগেছিল কিনা। যদিও তাসকিন উত্তর দেন বলটি তাঁর ব্যাটে লাগেনি। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়াতে, ধেয়ে আসে মজাদার মন্তব্যের ঝড়।
এক্স হ্যান্ডেলে এই ভিডিয়ো শেয়ার করে এক ব্যবহারকারী বক্তব্য, 'এটাই দেখা বাকি ছিল। বুঝতে না পেরে কিনা শেষমেষ বাংলাদেশি ব্যাটারদের জিজ্ঞেস করছে ডিআরএস নেবে কিনা।' এবং এই পোস্টেই বয়ে যায় মজাদার কমেন্টের বন্যা। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ৬ ওভারের মধ্যে দ্রুত তিনটি উইকেট হারায় তারা। এরপর ওপেনার লিটন দাস ও মাহমুদুল্লাহর বড়ো পার্টনারশিপের উপর ভর করে একশো রানের গন্ডি পার করে বাংলাদেশ। অর্ধশতরান করেন মাহমুদুল্লাহ। এছাড়াও উল্লেখযোগ্য অবদান আসে অধিনায়ক শাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাট থেকে। ২৯ বল বাকি থাকতে ২০৪ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ।
জবাবে রান তাড়া করতে নেমে, দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ফখর জামানের দুর্দান্ত পার্টনারশিপের সাহায্যে ম্যাচ সহজেই চলে আসে বাবর আজমদের নিয়ন্ত্রণে। দুজনেই অর্ধশতরান করেন। শেষে মহম্মদ রিজওয়ান ও ইফতিকার আহমেদ অপরাজিত থেকে পাকিস্তানকে ফিনিশ লাইন পার করায়। ম্যাচের সেরা হন ফখর জামান। তবে এই জয় পাকিস্তানকে সাময়িক স্বস্তি দিলেও, এই মুহূর্তে তাদের পথের কাঁটা রান রেট। অর্থাৎ শুধু জয় পেলেই হবেনা, সেই জয় হতে হবে বড়ো ব্যবধানের।