রবিবার চেন্নাইতে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। তবে তার আগে বেশ চিন্তায় রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন যে চিপকের পিচে ভারতীয় স্পিনারদের সঙ্গে মোকাবিলা করাটা তাঁর দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ভারত তার তিন স্পিনার কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে এই ম্যাচে নামতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। শনিবার ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় টিম নিয়ে প্যাট কামিন্স বলেন, ‘তাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে, বিশেষ করে ঘরের কন্ডিশনে, তাদের বোলাররা ভালো পারফর্ম করে। তাই এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হবে।’
তবে কামিন্স আশা করছেন, ভারতের স্পিনারদের বিরুদ্ধে খেলার আগের অভিজ্ঞতা তার জন্য উপকারী হবে। তিনি বলেন, ‘ভালো ব্যাপার হল আমরা অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। তাই তাদের বিরুদ্ধে খেলার জন্য আমাদের ব্যাটসম্যানদের নিজস্ব কৌশল থাকবে। আমরা কিছু অনুষ্ঠানে তাদের বিরুদ্ধে সাফল্য পেয়েছি আবার কিছু ম্যাচে তারা আমাদের বিরুদ্ধে ভালো বোলিং করেছে।’ কামিন্স আরও আশা করেন যে আইপিএলে অস্ট্রেলিয়ার কিছু খেলোয়াড়ের অভিজ্ঞতা দলের কাজে লাগবে।
প্যাট কামিন্স বলেন, ‘আমরা এই মাঠে প্রায়ই খেলেছি। এটা প্রায়ই দেখা গেছে যে যখনই আমরা ভারত সফর করি, এখানে অবশ্যই একটি ম্যাচ হয়। আমাদের কিছু খেলোয়াড় আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন, তাই এটি আমাদের সাহায্য করতে পারে।’ অশ্বিন এবং কামিন্সকে মোকাবেলা করতে ইন্দোরে সাম্প্রতিক দ্বিতীয় ওয়ানডেতে ডেভিড ওয়ার্নার ডানহাতি ব্যাট করেছিলেন। রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে তিনি এমন কোনও সম্ভাবনাকে উড়িয়ে দেননি।
প্যাট কামিন্স বলেন, ‘আমরা দেখব ডেভিড বাঁহাতি ব্যাট করবে নাকি ডানহাতি। যদিও তিনি বাঁ হাতে ভালো ব্যাট করেন, তবে তার কৌশল কী হবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’ কামিন্স আরও বলেন, ‘টিম ম্যানেজমেন্ট অলরাউন্ডার মার্কাস স্টইনিসের ফিটনেসের দিকে কড়া নজর রাখছে, যিনি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন।’ তিনি বলেন, ‘আগামীকাল টসের সময় আমরা আমাদের দল ঘোষণা করব। স্টইনিসের এখন খেলার সম্ভাবনা রয়েছে। আমরা আগামীকাল তার ফিটনেস খতিয়ে দেখব।’
চেন্নাইয়ের চিপক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার জন্য একটি অবিস্মরণীয় মুহূর্ত ছিল ২০১১ সাল। ভারতের বিপক্ষে আমার প্রথম শুরু, চেন্নাইয়ে, ভারতে আমার প্রথম টেস্ট। চিপক স্টেডিয়ামে খেলেছি, চেন্নাইয়ের রাস্তায় হেঁটেছি।’ প্যাট কামিন্স বলেন ভারত তাঁর দ্বিতীয় বাড়ির মতো। তিনি বলেন, ‘হ্যাঁ, এখানে (ভারত) ফিরে আসতে পেরে ভালো লাগে। এটা সত্যিই এটি আমার দ্বিতীয় বাড়ির মত মনে হয়।’