২৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপের মুখ পড়েগিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে শুভমন গিল ও পরে বিরাট কোহলি, এক রানের মধ্যে দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি। ৩.৬ ওভারে শুভমন গিলকে সাজঘরে ফিরিয়ে দেন ক্রিস ওকস। এরপরে বেশ চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। বিরাট কোহলির ব্যাটিং দেখলে সেটাই বোঝা যাচ্ছিল। আটটা বলে কোনও রান করতে পারেননি বিরাট কোহলি। এরপরে ডেভিড উইলির বলে ভুল করে বসেন বিরাট কোহলি। বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। এই সময়ে তিনি কোনও রান নিতে পারেননি। পরপর দুই উইকেট চলে যাওয়ার ফলে বেশ চাপে পড়ে গিয়েছে ভারত।
তবে এখানেই চাপ থেমে থাকেনি। এরপরে ব্যাক্তিগত চার রান করে সাজঘরে ফিরে যান শ্রেয়স আইয়ার। ১৬ বল খেলে মাত্র চার করে ক্রিস ওকসের বলে মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যান তিনি। এরফলে বেশ চাপটা যেন এক ধাক্কায় অনেকটাই বেরে যায়। মাত্র চল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কীভাবে দল ঘুরে দাঁড়ায় সেটাই দেখার।
ম্যচের কথা বললে, ভারত বনাম ইংল্যান্ড বিশ্বকাপ ২০২৩ এর ২৯তম ম্যাচটি আজ অর্থাৎ ২৯ অক্টোবর লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে ইংল্যান্ড দলের অধিনায়ক জোস বাটলার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপে প্রথমবার প্রথম ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। দুই দলেই কোনও পরিবর্তন দেখা যায়নি। প্রথম পাওয়ারপ্লেতে ভারত মাত্র ৩৫ রান করে। এছাড়াও দুটি উইকেট হারিয়েছিল ভারত। যার মধ্যে শুভমন গিল এবং বিরাট কোহলির নাম রয়েছে। তবে এরপরেই আউট হন শ্রেয়স আইয়ার। মাত্র চার রান করে সাজঘরে ফিরে যান তিনি। চল্লিশ রানে তিন উইকেট হারানর পরে মাঠে নামেন কেএল রাহুল। বর্তমানে রোহিতকে সমর্থন করছেন রাহুল।
এদিনের ম্যাচে ভারতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাদের হাতে কালো আর্ম ব্যান্ড পরতে দেখা গিয়েছে। এর পিছনের কারণ খুবই দুঃখজনক। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই নিজেই এই তথ্য দিয়েছে। আসলে, দেশের কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদীর স্মরণে ভারতীয় দল এমনটা করেছেন। প্রাক্তন স্পিনার সম্প্রতি মারা গিয়েছেন এবং তার সম্মানে ভারতীয় খেলোয়াড়রা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। টসের পর বিসিসিআই তাদের এই তথ্য জানিয়েছে।