বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs NED: কুম্বলে থেকে যুবরাজ অশ্বিন যা পারেননি, বিশ্বকাপে তাই করে দেখালেন স্পিনার জাদেজা

IND vs NED: কুম্বলে থেকে যুবরাজ অশ্বিন যা পারেননি, বিশ্বকাপে তাই করে দেখালেন স্পিনার জাদেজা

রবীন্দ্র জাদেজা।

ওডিআই বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে এদিন নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে নয়া ইতিহাস রচনা করেছেন জাদেজা।‌ টপকে গিয়েছেন অনিল কুম্বলে এবং যুবরাজ সিংকে। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছেন জাদেজা।

শুভব্রত মুখার্জি: ২০২৩ ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেল ১২ নভেম্বর অর্থাৎ রবিবারেই। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ তথা ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল তারা। বেঙ্গালুরুতে এই ম্যাচে ভারত ১৬০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস দলকে। ভারতের হয়ে ম্যাচে জোড়া শতরান করেছেন শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল। পাশাপাশি রবীন্দ্র জাদেজা ম্যাচে বল হাতে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর তার সঙ্গে সঙ্গেই ওডিআই বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় স্পিনার হিসেবে নয়া ইতিহাস রচনা করেছেন ভক্তদের আদরের জাড্ডু।

আরও পড়ুন: বোলারদের জন্য ওয়াংখেড়ের পিচ চ্যালেঞ্জের-সেমিতে কিউয়িদের বিরুদ্ধে বদলার ম্যাচের আগে চিন্তিত কুলদীপ

ওডিআই বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে এদিন নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে নয়া ইতিহাস রচনা করেছেন জাদেজা।‌ টপকে গিয়েছেন অনিল কুম্বলে এবং যুবরাজ সিংকে। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছেন জাদেজা। প্রসঙ্গত এর আগে ১৯৯৬ বিশ্বকাপে অনিল কুম্বলে এবং ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং ১৫ টি করে উইকেট পেয়েছিলেন। রবীন্দ্র জাদেজা এদিন দু'টি উইকেট নিয়ে টপকে গিয়েছেন দু'জনকেই। এই মুহূর্তে জাদেজার ঝুলিতে রয়েছে ১৬টি উইকেট। উল্লেখ্য, ১৯৯৬ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠেও হেরে গিয়েছিল। অন্যদিকে ২০১১ বিশ্বকাপে ভারত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বারের মতন শিরোপা জিতেছিল। সেই বিশ্বকাপের টু্র্নামেন্ট সেরা হয়েছিলেন যুবরাজ সিং।

আরও পড়ুন: জয় শাহর জন্যই লঙ্কা ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে, স্বার্থসিদ্ধি না হওয়ায় সৌরভকেও সরিয়েছেন- বোমা ফাটালেন রণতুঙ্গা

এদিনের ম্যাচে রবীন্দ্র জাদেজা ৯ ওভার বল করেছেন ডাচদের বিরুদ্ধে। দিয়েছেন ৪৯ রান। নিয়েছেন দু'টি উইকেট। ম্যাক্স ও'দাউদ এবং রলেফ ভ্যান ডার মারউই-কে এদিন আউট করেছেন তিনি। ম্যাক্স ও'দাউদকে বোল্ড করে দিয়ে তিনি যুবরাজ সিং এবং অনিল কুম্বলেকে স্পর্শ করেন। আর রলেফ ভ্যান ডার মারউইকে আউট করে তিনি ভারতীয় স্পিনার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়ার নয়া নজির রচনা করেন। রলেফ ভ্যান ডার মারউই,জাদেজার বলে মহম্মদ শামির হাতে ক্যাচ দিয়ে আউট হন। ভারতের দেওয়া ৪১১ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে মাত্র ২৫০ রানেই অলআউট হয়ে যায় ডাচেরা। ফলে ১৬০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে বিশ্বকাপ অভিযান শেষ করতে হল নেদারল্যান্ডসকে।

ক্রিকেট খবর

Latest News

‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও জার্মানি-সহ বিভিন্ন দেশে একসঙ্গে হয় ভোট, খতিয়ে দেখে সুপারিশ দিল কোবিন্দ কমিটি পিতৃপক্ষর সময় করুন তুলসীর এই ব্যবস্থা, যা আর্থিক উন্নতির সঙ্গে করবে ঋণমুক্ত ‘একটু ওয়াইন..’, স্কুলে পড়তেই মদের নেশা! ধর্ম বদলে খ্রিস্টান হন গোবিন্দার স্ত্রী ‘কী যেন…অভিষেক, ও পারবে না! সম্মান নিয়ে পদত্যাগ করুন’, মমতাকে অনুরোধ শ্রীলেখার সেপ্টেম্বরের বাকি দশদিন বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা, দার্জিলিং–শিলিগুড়ি রুট থমকে অনুদানে আগেই ‘না’, এবার চাঁদের বিলে জাস্টিস স্ট্যাম্প দিল কলকাতার পুজো কমিটি পুজো নিরিবিলি জায়গায় কাটাতে চান? কৃষ্ণসার হরিণের দেখা পাবেন এই সুন্দর জঙ্গলে ধোনিকে আউট করার পরিকল্পনাটা কার ছিল? মাহিকে সাজঘরে ফিরিয়ে যশ দয়ালের মন ভেঙে যায়!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.