শুভব্রত মুখার্জি: আসন্ন ওডিআই বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই ভারতে চলে এসেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। ভারতে খেলতে এলেও ১৫ জনের স্কোয়াডে চোটের কারণে নেই তাদের তরুণ পেসার নাসিম শাহ। এই বছরের এশিয়া কাপ খেলার সময়েই চোট পান তিনি। আর সেই চোটের কারণেই তাঁকে ছিটকে যেতে হয়েছে বিশ্বকাপ থেকে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ- পাকিস্তান দলের পেসার ত্রয়ী বিশ্বের যে কোনও ব্যাটারের কাছেই ত্রাস। বাকি দুই পেসার ভারতে ওডিআই বিশ্বকাপে খেলবেন। তবে নাসিম তাঁর কাঁধের চোটের কারণে এই বিশ্বকাপেই খেলতে পারবেন না। আর এই চোটের কথা নাকি নাসিম বারবার দলের মেডিকেল টিমকে জানিয়েছিলেন। তাঁর কথাতে সেই ভাবে গুরুত্ব না দেওয়ার ফল নাকি ভুগতে হচ্ছে পাকিস্তানকে। এমন বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন পাক তারকা মইন খান।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন অক্ষর, পরিবর্ত হিসাবে দলে অশ্বিন
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নাসিমের চোট পাকিস্তান দলের কাছে অত্যন্ত খারাপ একটা ঘটনা। আর এই খারাপ ঘটনার সম্পূর্ণ দায় জাতীয় দলের মেডিকেল টিমের। তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য এই সমস্যায় পড়তে হয়েছে। নাসিম ওর চোটের বিষয়ে বারবার জানিয়েছে মেডিকেল দলকে। ওঁরা গ্রাহ্য করেনি। ৩-৪ মাস আগেই নাসিম ওর সমস্যার কথা জানিয়েছিল। তার পরেও কী ভাবে ওকে নিয়মিত খেলানো হল, আমার তো সেটাই মাথায় ঢুকছে না। চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা যাকে বলে। একজন ক্রিকেটার কখনও চায় না, দল থেকে বাদ পড়তে। কিন্তু ও যখন বারবার ওর চোটের কথা জানিয়েছে, তখন আরও বেশি সতর্ক, সজাগ হওয়া উচিত ছিল।’
পাশাপাশি মইন এটা ও জানিয়েছেন চোটগ্রস্ত নাসিমের সব থেকে ভালো পরিবর্ত হাসান আলিই। তাঁর মতে, ‘আমার মতে পিসিবির কর্তাদের উচিত মেডিকেল দলের কাছে জবাবদিহি চাওয়া। কেন তাদের কারণে বিশ্বকাপে নাসিমের মত একজন বোলারকে পাওয়া যাবে না। তার উত্তর তাদের দেওয়া উচিত। নাসিম অনবদ্য বোলিং করছিল। ওকে হারানোটা পাক দলের কাছে বিরাট একটা ক্ষতি। আর সেই কারণেই এই মুহূর্তে আমাদের বিশ্বকাপ দলে রয়েছে হাসান আলি। আলি খুব অভিজ্ঞ একজন ক্রিকেটার। প্রায় একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে ও। আমি মনে করি, নাসিমের পরিবর্তে তাই হাসানকে নেওয়ার সিদ্ধান্তটা যুক্তিযুক্ত এবং একেবারে সঠিক।’ উল্লেখ্য, পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৬ অক্টোবর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস দল। হায়দরাবাদে খেলা হবে এই ম্যাচটি। তাদের দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে।