বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > PAK vs ENG: টিভিতে বলা সোজা- কোহলির মতো খেলা নিয়ে প্রাক্তনীদের ঝাড় দিলেন বাবর, অস্বীকার করলেন ক্যাপ্টেন্সির চাপের কথা

PAK vs ENG: টিভিতে বলা সোজা- কোহলির মতো খেলা নিয়ে প্রাক্তনীদের ঝাড় দিলেন বাবর, অস্বীকার করলেন ক্যাপ্টেন্সির চাপের কথা

বাবর আজম।

ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে শুক্রবার ইডেনে সাংবাদিক সম্মেলনে বাবর কার্যত বোমা ফাটিয়েছেন। স্পষ্ট বলে দিয়েছেন, বিশেষজ্ঞেরা টিভিতে বড় বড় মন্তব্য না করে, তাঁর সঙ্গেই সরাসরি যোগাযোগ করলে পারেন। এ যেন ঠিক এক বছর আগে বিরাট কোহলির কথার প্রতিধ্বনি। 

বিশ্বকাপ থেকে পাকিস্তান এক প্রকার বিদায়ই নিয়েছে। তাদের শেষ চারে ওঠার অঙ্ক এতটাই জটিল, সেই হিসাব মেলানো কঠিন। তবু অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় করিকেট প্রেমীরা। আর সেই সামান্য সুযোগই শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে কাজে লাগিয়ে শেষ কামড় দিতে মরিয়া হয়ে থাকবে পাকিস্তান। তিলোত্তমাও চায়, পাকিস্তান সেমিতে উঠুক। তবেই তো ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে পুনরাবৃত্তি দেখবে পাবে ইডেন। পাকিস্তান সেমিতে উঠলেই, ভারতের সঙ্গে তাদের শেষ চারের মহারণ হবে কলকাতার ইডেনে। তাই শনিবার বাবর আজমদের হয়েই হয়তো গলা ফাটাবে ইডেনের আনাচ কানাচও।

তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে শুক্রবার ইডেনে সাংবাদিক সম্মেলনে বাবর কার্যত বোমা ফাটিয়েছেন। স্পষ্ট বলে দিয়েছেন, বিশেষজ্ঞেরা টিভিতে বড় বড় মন্তব্য না করে, তাঁর সঙ্গেই সরাসরি যোগাযোগ করলে পারেন। এ যেন ঠিক এক বছর আগে বিরাট কোহলির কথার প্রতিধ্বনি। গত বছর এশিয়া কাপে কোহলির মুখেও শোনা গিয়েছিল একই কথা।

আরও পড়ুন: শাকিব যখন গার্ড ভুলে গিয়েছিল, শ্রীলঙ্কা আবেদন করেনি - টাইমড আউট নিয়ে পুরনো কিস্সা মনে করালেন অশ্বিন

বাবরের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছেন। ওয়াসিম আক্রম, মহম্মদ হাফিজ, ওয়াকার ইউনিসরা অধিনায়ক বাবরের তীব্র সমালোচনা করছেন। বিশ্বকাপের পর বাবরকে সরিয়ে শাহিন আফ্রিদিকে অধিনায়ক করার কথাবার্তাও শোনা যাচ্ছে কানাঘুষো। এই প্রসঙ্গে বাবরকে প্রশ্ন করা মাত্রই তিনি বিষয়টি এড়িয়ে গেলেন। পাক অধিনায়কের সরাসরি জবাব, এখন শুধুই ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভাবছেন। বাবর বলেন, ‘কোচ, অধিনায়ক মিলেই দল নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি বিচার করেই দলের কম্বিনেশন তৈরি করা হয়। অধিনায়কত্ব নিয়ে এখনই কিছু বলতে পারব না। পাকিস্তানে ফেরার পর দেখা যাবে কী হয়। এই নিয়ে এখন আমরা ভাবছি না। আমাদের ফোকাস ইংল্যান্ড ম্যাচে।’

চলতি বিশ্বকাপে বাবরের পারফরম্যান্সও আহামরি নয়। নেতৃত্বের চাপ সামলাতে গিয়েই কি পারফরম্যান্সে প্রভাব পড়ছে? বাবর অবশ্য বলছেন অন্য কথা। তাঁর মতে, ‘শেষ তিন বছর ধরে আমি অধিনায়ক। আমার উপর কোনও চাপ নেই। আমি বিশ্বকাপে এমন কিছু খারাপ খেলিনি, যা নিয়ে লোকে প্রশ্ন করবে। ২-৩ বছর ধরে আমিই একটানা পারফর্ম করছি। প্রত্যেক ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ব্যাটিংয়ের সময় বড় রান করার দিকে লক্ষ্য থাকে। ফিল্ডিংয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করি। তবে লোকের বিভিন্ন মত থাকতেই পারে। আমার নম্বর সকলের কাছেই আছে। কারোর কোনও উপদেশ দেওয়ার থাকলে দিতেই পারেন।’

আরও পড়ুন: রোহিত অধিনায়ক হতেই চায়নি, জোর করে করা হয়েছিল- চাঞ্চল্যকর দাবি করলেন সৌরভ

সঙ্গে বাবর যোগ করেছেন, ‘এখন দেখছি সবারই আমাকে নিয়ে কোনও না কোনও মতামত রয়েছে। আমার এই কাজ করা উচিত, ওই কাজ করা উচিত। যদি কেউ সত্যিই আমাকে কোনও পরামর্শ দিতে চায়, তা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমার নম্বর তো সবার কাছেই রয়েছে। কিন্তু আমার ধারণা, সবাই টিভিতে জ্ঞান দিতে বেশি পছন্দ করে। তাই কেউ আমার সঙ্গে যোগাযোগ করে না।’

এদিন শহরের যানজটের জন্য সময় মতো অনুশীলনে আসতে পারেননি বাবররা। প্র্যাকটিস দুপুর দু'টো থেকে শুরু হওয়ার কথা থাকলেও, মাঠে নামতে প্রায় আধ ঘন্টা দেরী হয়। সাংবাদিক সম্মেলনও শুরু হয় প্রায় ১৫ মিনিট দেরীতে। অঙ্কের বিচারে এখনও সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা যে শুধুই খাতায় কলমে, ভালোই জানেন বাবর আজম। তবুও হারার আগে হার মানতে নারাজ পাকিস্তানের নেতা। বাবর বলেন, ‘একটা ম্যাচ বাকি। কী হবে বলা যায় না। আমরা ভালো ভাবে শেষ করতে চাই। পাশাপাশি লক্ষ্য সামনে রেখে এগোনোর পরিকল্পনা রয়েছে আমাদের। তাই বলে আগাগোড়া অলআউট ঝাঁপানো যাবে না। কী ভাবে এগোতে হবে আমরা প্ল্যান করেছি। প্রথম ১০ ওভার কী স্ট্র্যাটেজিতে খেলতে হবে সেই নিয়ে আলোচনা হয়েছে। টার্গেটে পৌঁছনোর বিষয়ে আমরা আলোচনা করেছি। যদি ফখর ২০-৩০ ওভার উইকেটে থাকে, তাহলে আমরা টার্গেটে পৌঁছতে পারি।’

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

আজ ৪০ কিমিতে ঝড় ৫ জেলায়! শুক্র পর্যন্ত বৃষ্টি চলবে বাংলায়, উত্তাল হবে সমুদ্র দেবাশিস ধরের মনোনয়ন বাতিলের জের, 'নো ডিউজ' নিয়ে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কমিশনের অনুষ্কার ৩৬তম জন্মদিনে ডিনার পার্টির আয়োজন করেন বিরাট, মেনুতে কী কী ছিল IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে জলের নিচে তাক করে রাখা ক্যামেরা,'ধুকপুক' বুকে ডুব দিলেন পর্দার ‘কৃষ্ণা’ দেবত্তমা ISL ফাইনালের পরই কোচিং জীবনে ইতি টানবেন হাবাস? শুরু জল্পনা, মোহনবাগানে নয়া কোচ? শনিগ্রহের দেবতা কে? তাঁর উপাসনা কি সত্যিই শনিদেবকে শান্ত করে USA-র T20 বিশ্বকাপ দলে ‘নিউজিল্যান্ডের’ কোরি অ্যান্ডারসন, জাগয়া হল না উন্মুক্তের ফুলকির মেকআপ রুমে ফের আইবুড়ো ভাত খেলেন কৌশাম্বি, নায়ক অভিষেককে করলেন প্রণাম! সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ

Latest IPL News

IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video 2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বউয়ের সামনে MI-কে কাঁদাল 'পুুরনো' স্টার্ক, নেটপাড়া বলল KKR-র ‘লাকি চার্ম হিলি’ MI-এর বিরুদ্ধে KKR-এর হয়ে এক ম্যাচে ৪ উইকেট,রাসেল-নারিনদের সঙ্গে একাসনে স্টার্ক IPL-এর একটি ম্যাচে দুই দলই অল আউট, বিরল নজির MI vs KKR ম্যাচে KKR কাছে হেরে হতাশা চেপে রাখতে পারলেন না হার্দিক, জানালেন কাদের দোষে হারল MI রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.