বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > India's best fielder: KL না জাদেজা, কে সেরা ফিল্ডার? জায়ান্ট স্ক্রিনে ঘোষণা, দেখেই তুমুল হাসি রোহিতদের- ভিডিয়ো

India's best fielder: KL না জাদেজা, কে সেরা ফিল্ডার? জায়ান্ট স্ক্রিনে ঘোষণা, দেখেই তুমুল হাসি রোহিতদের- ভিডিয়ো

ভারতের ড্রেসিংরুমে তুমুল উচ্ছ্বাস। (ছবি সৌজন্যে বিসিসিআই)

কেএল রাহুল নাকি রবীন্দ্র জাদেজা - বাংলাদেশের বিরুদ্ধে কে ভারতের সেরা ফিল্ডার হবেন? তা নিয়ে তুমুল হইচই হল। এবার আর টিভি স্ক্রিনে নাম ঘোষণা করা হয়নি। একেবারে জায়ান্ট স্ক্রিনে নাম ঘোষণ করা হয়। তা দেখে তুমুল উচ্ছ্বাস রোহিত শর্মাদের।

সত্যি হল কেএল রাহুলের ‘আশঙ্কা’। বাংলাদেশের বিরুদ্ধে অবিশ্বাস্য ক্যাচ নিয়েও সেরা ফিল্ডারের মেডেল পেলেন না রাহুল। বরং বাজিমাত করলেন রবীন্দ্র জাদেজা। তবে শেষপর্যন্ত ‘হিরো’ হয়ে উঠলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। কারণ আগের তিনটি ম্যাচে ড্রেসিংরুমের টিভির স্ক্রিনে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ ম্যাচের পরে একেবারে পুণের মাঠের জায়ান্ট স্ক্রিনে জয়ীর নাম ঘোষণা করেন। তারপরই উত্তাল সেলিব্রেশনে মেতে ওঠেন ভারতীয় তারকারা। ফিল্ডিং কোচকে একেবারে জড়িয়ে ধরেন ইশান কিষান, শুভমন গিল, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার। রীতিমতো ‘অত্যাচার’ করেন। এমনকী ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও সেই সেলিব্রেশনে যোগ দেন। হো-হো করে হাসতে থাকেন তাঁরা। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।

বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেই ম্যাচের একাধিক মুহূর্তের মধ্যে হইচই চলছিল যে কে সেরা ফিল্ডিংয়ের জন্য পদক জিতবেন। কারণ লেগসাইডে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে একহাতে অবিশ্বাস্য ক্যাচ নেন ভারতের তারকা উইকেটকিপার রাহুল। কিছুক্ষণ পরেই ব্যাকওয়ার্ড পয়েন্টে শূন্যে ভেসে ক্যাচ নেন জাদেজা। তারপর মাঠেই মেডেল চেয়ে বসেন। কুলদীপ যাদবও ভালো ফিল্ডিং করেন। তবে মূল লড়াইটা ছিল জাদেজা এবং রাহুলের মধ্যে। কেউ বলেছিলেন যে সেরা ফিল্ডার হবেন জাদেজা। কারও পছন্দ ছিলেন রাহুল। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছিল ভারতের ফিল্ডিং কোচের হাতে।

আরও পড়ুন: Jadeja's medal celebration: শূন্যে ভেসে দুর্দান্ত ক্যাচ জাদেজার, মাঠেই চেয়ে বসলেন ফিল্ডিংয়ের মেডেল- ভিডিয়ো

সেই চূড়ান্ত 'টেনশন'-র মধ্যে আজ সকালে সেই পদক ‘সেরিমনি’-র ভিডিয়ো পোস্ট করেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভিডিয়োর শুরুতেই রাহুলকে বলতে শোনা যায়, 'আমার মনে হয়, আজ আমারই ওটা (ফিল্ডিংয়ের পদক) পাওয়া উচিত। কিন্তু আমি শেষ ম্যাচেও পেয়েছিলাম। তাই আমার মনে হয় যে বিষয়টা আকর্ষণীয় করে রাখতে অন্য কাউকে আজ (মেডেল) দেবেন দিলীপ স্যার। আমার মতে, আমার প্রতিযোগী হল জাড্ডু (জাদেজা)। অবশ্যই ওই ক্যাচটার জন্য। কুলদীপও খুব একটা পিছিয়ে নিই। কারণ আজ দারুণ ফিল্ডিং করেছে।'

তারপর ড্রেসিংরুমে পদক ‘সেরিমনি’ শুরু করেন ভারতের ফিল্ডিং আম্পায়ার। সেখানে সার্বিকভাবে ভারতীয় ফিল্ডারদের প্রশংসা করেন। তিনি জানান যে বাংলাদেশের বিরুদ্ধে ১৩ রান বাঁচিয়েছেন ভারতের ফিল্ডাররা। তারপর সেরা ফিল্ডারের ‘নমিনেশন’ হিসেবে জাদেজা, রাহুল এবং কুলদীপের নাম ঘোষণা করেন। কার গলায় পদক উঠবে, সেটা নিয়ে উত্তেজনা কিছুটা বাড়াতে থাকেন খোদ ভারতীয় দলের ফিল্ডিং কোচও।

বিসিসিআইয়ের তরফে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, সেরা ফিল্ডারের নাম ঘোষণার জন্য টিভির দিকে এগিয়ে যেতে থাকেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ। তিনি বলেন যে ‘না, ভুল গিয়েছে।’ তারপর ড্রেসিংরুম থেকে মাঠের জায়ান্ট স্ক্রিনের দিকে সবাইকে দেখতে বলেন। সেখানে জাদেজার ছবি ফুটে ওঠে। আর দিলীপের সেই ‘মাস্টারপ্ল্যান’-এ উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। তাঁকে ছেঁকে ধরেন গিল, ইশানরা। উচ্ছ্বাসে ফেটে পড়েন রোহিত, দ্রাবিড়ও। তারইমধ্যে জাদেজাকে পদক পরিয়ে দেন রাহুল। তারপর জাদেজা আবার ফিল্ডিং কোচকে পদক পরিয়ে দেন। জড়িয়ে ধরেন জাদেজা এবং রাহুলও।

আরও পড়ুন: Rahul's stunning catch in IND vs BAN: ‘টাইগার’ শিকার সুপারম্যানের! ডাইভ দিয়ে একহাতে অবিশ্বাস্য ক্যাচ রাহুলের- ভিডিয়ো

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

ভালোবাসে আঁকতে, প্রিয় রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি, CBSE দশমে ১০০% পেল কলকাতার ছেলে ‘ও ৫০ বছর পর্যন্ত খেলতে পারে’, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন ক্রিকেটারের বালাই নেই অন্তর্বাসের, শার্টের বোতাম খোলা, মন ফাগুনের সৃজলার এ কী রূপ! Fact check-সত্যিই কি রবীন্দ্রনাথের ছবি উল্টো করে ধরে দাঁড়িয়েছিলেন মোদী? কয়লা পাচারকাণ্ডে নয়া মোড়, মঙ্গল সকালে আদালতে আত্মসমর্পণ লালার আদালতের তত্ত্বাবধানে তদন্ত হোক, সন্দেশখালির এক মহিলা মামলা করল সুপ্রিম কোর্টে মক পোলিংয়ের সময় ব্যালট চুরির অভিযোগ, গ্রেফতার বিজেপির এজেন্ট, শ্রীরামপুরে তরজা রাজ্যপালের নয়া উদ্যোগ, একশো ক্যানসার আক্রান্ত মহিলাদের আর্থিক সাহায্য এই সপ্তাহে কাদের বিনিয়োগ করা এড়ানো উচিত? কী বলছে সাপ্তাহিক রাশিফল দেখে নিন প্রবল ঝড়ে মুম্বইয়ে ভেঙেছে ১০০ ফুট উঁচু হোর্ডিং, দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, আহত ৭৪

Latest IPL News

‘ও ৫০ বছর পর্যন্ত খেলতে পারে’, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন ক্রিকেটারের নাইট রাইডার্সের সঙ্গে টাইটান্সদের ম্যাচ ভেস্তে যেতে কার হল পৌষমাস, কার সর্বনাশ IPL- অধিনায়ক হিসেবে বিরাটকে ফিরিয়ে আনা উচিত আরসিবির, বড় বার্তা প্রাক্তন তারকার দিল্লি ম্যাচের পর স্ট্র্যাটেজি নিয়ে অদ্ভুত যুক্তি সিরাজের, শুনে গালাগাল কোহলির গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.