শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপ চলাকালীন চোট আঘাতে জর্জরিত নিউজিল্যান্ড দল। তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোট সারিয়ে মাঠে ফেরার ম্যাচেই, নতুন করে আঙুলে আঘাত পেয়ে ফের দলের বাইরে চলে গিয়েছেন। এমন অবস্থায় বুধবার পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেই খারাপ খবর এল কিউয়ি শিবিরের জন্য। চোট পেলেন তাদের পেসার ম্যাট হেনরি। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। চোটের কারণে নিজের ওভারও তিনি শেষ করতে পারেননি। তাঁর ওভারের বাকি বল গুলো করেন জিমি নিশাম।
আরও পড়ুন: রিপোর্ট- লঙ্কা, দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নেই হার্দিক, চিন্তা বাড়াচ্ছেন তারকা অলরাউন্ডার
ফলে নিউজিল্যান্ডের দীর্ঘ 'ইনজুরি লিস্টে' অর্থাৎ চোটের তালিকায় আরও এক নাম যুক্ত হয়েছে। উল্লেখ্য, ওডিআই বিশ্বকাপ শুরুর আগে থেকেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে চাপে ছিল নিউজিল্যান্ড। বিশ্বকাপে খেলতে এলেও দলের প্রথম দুই ম্যাচে তাঁকে পায়নি কিউয়িরা। বাংলাদেশের বিপক্ষে ফিরলেও সেই ম্যাচেই ফের চোট পান তিনি। ইনজুরির লিস্টে এবার নতুন সংযোজন ম্যাট হেনরি। বুধবার (১ নভেম্বর) পুনের এমসিএ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন ম্যাট হেনরি। ইনিংসের মাঝপথেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
ঘটনাটি ঘটেছে, প্রোটিয়াদের ইনিংসের ২৭তম ওভারে। ওই ওভারে বল করতে আসেন হেনরি। তৃতীয় বলটি করার পরেই চোট পান তিনি। এর পর সেই ওভারের বাকি বলগুলো করেন নিশাম। এটি ছিল হেনরির ষষ্ঠ ওভার। চোট পাওয়ার পর সাইডলাইনের বাইরে টিম ম্যানেজমেন্ট হেনরিকে প্রাথমিক চিকিৎসা করে। আশা করা হয়েছিল, মাঠে ফিরে বাকি ওভারগুলো বল করতে পারবেন তিনি। কিন্তু পরে নিউজিল্যান্ড নিশ্চিত করে তিনি আর এই ম্যাচে বল করবেন না। অর্থাৎ দল তাঁকে নিয়ে আর ঝুঁকি নেয়নি। তাঁর বদলে বাকি ওভারগুলো করেছেন নিশাম। বিশ্বকাপে নিউজিল্যান্ডের উইলিয়ামসন, হেনরি ছাড়াও লকি ফার্গুসন গোড়ালির, মার্ক চ্যাপমান কাফ মাসলের চোটে ভুগছেন। এই দুঃসংবাদের মধ্যে একমাত্র সুখবর হল, এই ম্যাচেই দলের হয়ে মাঠে ফিরেছেন অভিজ্ঞত পেসার টিম সাউদি।