বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC Ranking: গিল অসুস্থ হওয়ায় বেঁচে গেল বাবরের সিংহাসন, ODI ব়্যাঙ্কিংয়ে ফের লাফ দেওয়া শুরু কোহলির

ICC Ranking: গিল অসুস্থ হওয়ায় বেঁচে গেল বাবরের সিংহাসন, ODI ব়্যাঙ্কিংয়ে ফের লাফ দেওয়া শুরু কোহলির

হার্দিককে আলিঙ্গন কোহলির। ছবি- এএফপি।

ICC ODI Rankings: বিশ্বকাপের পারফর্ম্যান্সের নিরিখে ব্যক্তিগত বিশ্বব়্যাঙ্কিংয়ে বেশ কিছু রদবদল ঘটে। আপাতত দেখে নিন ব্যাটসম্যান ও বোলারদের সেরা দশের তালিকা।

ভাগ্য খারাপ হওয়ায় আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা হল না শুভমন গিলের। আপাতত অসুস্থতার জন্য তাঁকে ব্যক্তিগত বিশ্বব়্যাঙ্কিংয়ে বাবর আজমের পিছনেই থেকে যেতে হল। ডেঙ্গি গিলের বিশ্বকাপ অভিষেকে বাধা হয়ে না দাড়ালে ভারত-পাকিস্তান মহারণের আগেই পাক দলনায়কের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিতে পারতেন তিনি।

বিশ্বকাপের প্রথম সপ্তাহের পারফর্ম্যান্সের নিরিখে আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে বিস্তর ওলট-পালট হয়। যদিও বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের মুকুট নিজের মাথায় রেখে দেন বাবর। তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৩৫। ৮৩০ পয়েন্ট নিয়ে গিল রয়েছেন ওয়ান ডে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে।

বাবর বিশ্বকাপের প্রথম ২টি ম্যাচে যথাক্রমে ৫ ও ১০ রানে সাজঘরে ফেরেন। সুতরাং, একজোড়া ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন পাক দলনায়ক। গিল অসুস্থ হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। গিল যদি অজিদের বিরুদ্ধে মাঠে নেমে সফল হতেন, তাহলে বাবরকে সরিয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানে পরিণত হতেন তিনি।

গিল দ্বিতীয় স্থান ধরে রাখলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ব্যাটসম্যানদের তালিকায় ২ ধাপ উঠে এসে ৭ নম্বরে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মা অবশ্য প্রথম দশের বাইরে ছিটকে গিয়েছেন। তিনি রয়েছেন ১১ নম্বরে। লোকেশ রাহুল ২ ধাপ উঠে এসে ১৯ নম্বরে অবস্থান করছেন। শ্রেয়স আইয়ার ৩২, ইশান কিষান ৩৭ ও হার্দিক পান্ডিয়া ৭৩ নম্বরে রয়েছেন।

আরও পড়ুন:- T10 Cricket: ২৬ বলে সেঞ্চুরি, ২৩টি ছক্কায় ১০ ওভারের ক্রিকেটে ১৬৩, বিশ্বকাপের আড়ালে তাণ্ডবলীলা সুপার কিংস তারকার

আইসিসির সেরা ১০ ওয়ান ডে ব্যাটার:-

১. বাবর আজম (পাকিস্তান)
২. শুভমন গিল (ভারত)
৩. রাসি ভ্যান ডার দাসেন (দক্ষিণ আফ্রিকা)
৪. হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড)
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
৬. কুইন্টন ডি'কক (দক্ষিণ আফ্রিকা)
৭. বিরাট কোহলি (ভারত)
৮. ডেভিড মালান (ইংল্যান্ড)
৯. ইমাম উল হক (পাকিস্তান)
১০. এনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)

ওয়ান ডে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ। ৮ নম্বরে উঠে এসেছেন কুলদীপ যাদব। বুমরাহ রয়েছেন ২১ নম্বরে। শামি যুগ্মভাবে ২৫ নম্বরে অবস্থান করছেন। জাদেজা ও শার্দুল যথাক্রমে ৪৭ ও ৪৮ নম্বরে অবস্থান করছেন। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জোশ হেজেলউড।

আরও পড়ুন:- BAN vs ENG: ৬টি ওয়ান ডে সেঞ্চুরি ৬টি আলাদা দেশে, সব থেকে কম ইনিংসে ছয় শতরান করার বিশ্বরেকর্ড মালানের

আইসিসির সেরা ১০ ওয়ান ডে বোলার:-

১. জোশ হেজেলউড (অস্ট্রেলিয়া)
২. মহম্মদ সিরাজ (ভারত)
৩. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
৪. মুজিব উর রহমান (আফগানিস্তান)
৫. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)
৬. রশিদ খান (আফগানিস্তান)
৭. মিচেল স্টার্ক ((অস্ট্রেলিয়া)
৮. কুলদীপ যাদব (ভারত)
৯. মহম্মদ নবি (আফগানিস্তান)
১০. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)

ওয়ান ডে অল-রাউন্ডারদের তালিকায় আগের মতোই এক নম্বরে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছেন যথাক্রমে আফগানিস্তানের মহম্মদ নবি ও জিম্বাবোয়ের সিকন্দর রাজা। হার্দিক পান্ডিয়া অবস্থান করছেন ৭ নম্বরে।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

'কোনও দেশই তাদের…' ভারতীয় অর্থনীতির আসল ইস্য়ু নিয়ে মুখ খুললেন রঘুরাম রাজন ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ! বাংলাতেও এবার FLiRT, কী বলছেন বিশেষজ্ঞরা মহাকাশে বেড়াতে গেলেন প্রথম ভারতীয়, প্রাইভেট মহাকাশযানে পাড়ি দিলেন তাঁরা ‘‌আমি কৃতজ্ঞ থাকব, এখন রাজ্য আছে পালের গোদা হারিয়ে গেছে’‌, মমতার তুলনায় কারা?‌ জুটি বেঁধে একাধিক হিট উপহার দিয়েছেন বাংলাকে, জন্মদিনে পরিচালককে চিনতে পারছেন? ‘জওয়ান’-এ প্রশ্ন তোলেন মরচে ধরা সিস্টেম নিয়ে, বউ-বাচ্চাদের নিয়ে ভোট দিলেন শাহরুখ কেউ এলেন সেজেগুজে, তো কেউ আনলেন নতুন গাড়ি! মুম্বইতে জমজমাট তারকাদের ভোট সব থেকে বেশি ছয়, সেরা বোলিং, সর্বোচ্চ ইনিংস, লিগের শেষে IPL-এর যাবতীয় পরিসংখ্যান আইপিএলে ডাহা ফেল হার্দিকরা, রোহিতদের সঙ্গে পর্যালোচনায় বসবে মুম্বই ম্যানেজমেন্ট! লকেটকে দেখেই ‘চোর’ স্লোগান অসীমার, পাল্টা কী বললেন BJP প্রার্থী! তপ্ত ধনেখালি

Latest IPL News

আইপিএলে ডাহা ফেল হার্দিকরা, রোহিতদের সঙ্গে পর্যালোচনায় বসবে মুম্বই ম্যানেজমেন্ট! IPL-এ দুরন্ত পারফরমেন্স,রিজার্ভ ক্রিকেটার হিসেবে অজিদের বিশ্বকাপ দলে ম্যাকগার্ক আমদাবাদে ৪ ISIS জঙ্গিকে গ্রেফতার করল ATS, মঙ্গলবারই আছে KKR-র ম্যাচ 'বরোদার অধিনায়ক বলেছিল দলে তোমার জায়গা নেই,ওর জন্যই আজ আমি এখানে’, বলছেন স্বপনীল SA সিরিজের জন্য WI দল ঘোষণা, IPL 2024-এর কারণে শক্তিশালী দল গড়তে পারেনি উইন্ডিজ হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেনি… PBSK-র ব্যর্থতার কারণ জানালেন সঞ্জয় বাঙ্গার IPL-র স্বার্থে বড় আত্মত্যাগ ক্যারিবিয়ানদের, অধিনায়ককে ছাড়াই নামছে T20 সিরিজে ধোনির ভবিষ্যত কি সেটা ও ভালো করেই জানে:- মাহির প্রশংসা করে এরিক সিমন্সের মন্তব্য IPL 2024: ধোনির ১১০ মিটারের ছক্কায় 'রিঙ্কু ভীতি' গ্রাস করেছিল যশ দয়ালের বাবাকে কোহলি একা নন, ধোনির সঙ্গে ড্রেসিংরুমে দেখা করতে যান এই প্রাক্তন RCB তারকাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.