বুধবার অর্থাৎ ১৫ নভেম্বর আরব সাগরের তীরে মুম্বইতে চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।ব্যাটিং করতে নেমে প্রথম থেকেই এদিন আক্রমণাত্মক খেলা শুরু করেন ভারতীয় ওপেনাররা। রোহিত শর্মা একেবারে মারমুখী মেজাজে খেলেন। রোহিত আউট হয়ে যাওয়ার পরেও ভারতীয় ব্যাটাররা তাদের আক্রমণাত্মক খেলা থামাননি।শুভমন গিল,কেএল রাহুল,শ্রেয়াস আইয়াররা মারমুখী মেজাজে ব্যাটিং করেন। আর ইনিংসকে ধরে রাখার কাজটি করছিলেন বিরাট কোহলি। আর ভারতীয় ব্যাটারদের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের মুখে পড়ে দিশেহারা দেখিয়েছে সমস্ত নিউজিল্যান্ড বোলারকেই। আর এই ম্যাচেই এক লজ্জার নজির গড়ে ফেলেছেন তাদের অন্যতম অভিজ্ঞ বোলার টিম সাউদি।
আইসিসির ওডিআই ফর্ম্যাটের নক আউট পর্যায়ে এক ম্যাচে বোলার হিসেবে সর্বাধিক রান দেওয়ার লজ্জার নজির গড়েছেন সাউদি। ভেঙে দিয়েছেন কিংবদন্তি বোলার মুথাইয়া মুরলিধরনের লজ্জার নজিরকে। ১৭ বছর আগেকার নজির ভেঙে নয়া লজ্জার নজির গড়েছেন সাউদি। এদিন ভারতের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে টিম সাউদি ১০ ওভার বল করে ১০০ রান দেন সাউদি। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচে ৯৯ রান দিয়েছিলেন মুথাইয়া মুরলিধরন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল । তিনি ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দিয়েছিলেন ৯৬ রান। প্রসঙ্গত টিম সাউদি প্রথম বোলার হিসেবে ওডিআই ফর্ম্যাটের নক আউট পর্বে এক ম্যাচে শতরান দেওয়ার লজ্জার নজির ও গড়েছেন।
এদিন টিম সাউদি ১০ ওভার বল করে দিয়েছেন ১০০ রান। নিয়েছেন ৩ টি উইকেট। আউট করেছেন রোহিত শর্মা,বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে।তিন টপ অর্ডার ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানের বিরাট স্কোর করে। বিরাট কোহলি ১১৩ বলে ১১৭ রান করে সচিন তেন্ডুলকরের ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ টি শতরানের নজির ভেঙে দেন। এদিন মাত্র ৭০ বলে ১০৫ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ারও। এছাড়াও শুভমন গিল ৮০ রান এবং কেএল রাহুল ৩৯ রান করে অপরাজিত থাকেন। পাশাপাশি রোহিত শর্মা ও করেছেন ৪৭ রান। জবাবে ৩২৭ রান করে অলআউট হয়ে যায় কিউয়িরা। সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মহম্মদ শামি। ৭০ রানে ম্যাচে জিতে ফাইনালের টিকিট পাকা করেছে ভারত।