উইমেন্স প্রিমিয়র লিগ (WPL) জয়ের পর সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেইসময় আচমকা দৌড়ে এসে এলিস পেরিকে জাপটে ধরলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) জার্সি পরিহিত এক ব্যক্তি। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। ওই ব্যক্তি যে কাজটা করেছেন, তাতে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, চূড়ান্ত নোংরামি করেছেন ওই ব্যক্তি। যিনি আদতে আরসিবির শীর্ষকর্তা বলেও দাবি করেছেন নেটিজেনদের একাংশ। কেউ-কেউ তো দাবি করেছেন যে পেরিকে জাপটে ধরে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারকে চুম্বনের চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। যদিও বিষয়টি নিয়ে পেরি কিছু বলেননি বা আরসিবির ম্যানেজমেন্টের তরফেও কোনও মন্তব্য করা হয়নি। তাতে অবশ্য ক্ষোভ কমেনি।
আরও পড়ুন: IPL 2024-এর আগে NCA থেকে ছাড়পত্র পেয়ে গেলেন কেএল রাহুল, তবে প্রাথমিক ভাবে কিপিং করতে পারবেন না
ঠিক কী ঘটেছিল?
রবিবার রাতে WPL জয়ের পর টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পেরির হাতে ‘অরেঞ্জ ক্যাপ’ তুলে দেওয়া হয় (ন'টি ম্যাচে ৩৪৭ রান করেছেন)। সেইসঙ্গে তাঁর ইন্টারভিউ চলতে থাকে। ইন্টারভিউয়ের মধ্যেই আচমকা আরসিবির জার্সি পরিহিত এক ব্যক্তি ছুটে এসে পেরিকে জাপটে ধরেন। হকচকিয়ে চান অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার। ভারসাম্যও হারিয়ে ফেলেন। মাটিতে পড়ে যেতে-যেতে কোনওক্রমে নিজেকে সামলে নেন। ততক্ষণে ওই ব্যক্তি একটা উদ্ভট অঙ্গভঙ্গি করতে থাকেন। তারপর পেরিকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে যান। তারপর হেসে কথা বলতে শুরু করেন অস্ট্রেলিয়ার তারকা। যিনি এবার আরসিবিকে WPL জেতানোর মূল কারিগর।
আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তেমনই এক নেটিজেন বলেন, 'একটা সপাটে থাপ্পড় মারব। ট্রফি জয়ের সব উচ্ছ্বাস বেরিয়ে যাবে। নোংরা।' অপর এক নেটিজেন বলেন, ‘পুরোটা নাটক ছিল। এইসব লোকেরা নিজেদের কীভাবে কে জানে?’ অপর একজন বলেন, 'ওই লোকটা সকলের সঙ্গেই এরকম করেন।' একজন বলেন, 'বিচারবুদ্ধি লোপ পেয়েছিল। ভুল গিয়েছিল যে আইপিএল জেতেনি। WPL জিতেছে। তবে সঠিক সময় বিচারবুদ্ধি ফিরে এসেছে।'
নেটিজেনদের একাংশ আবার দাবি করেন, পেরিকে জাপটে ধরে চুম্বন করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। এক নেটিজেন বলেন, 'উত্তেজনায় চুমু খাওয়ার চেষ্টা করছিল।' অপর একজন চূড়ান্ত বিরক্তি প্রকাশ করে বলেন যে ‘এটা কী ছিল?’ একজনের দাবি, ‘এইসব লোকেদের জন্যই ছেলেদের ওরকম খারাপ চোখে দেখা হয়।’ যদিও বিষয়টি নিয়ে আপাতত কোনও পক্ষের তরফেই কোনও মন্তব্য করা হয়নি।