বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > 'কয়েকদিন আগে ব্যক্তিগত বিপর্যয় হয়েছিল, এবার রাজনৈতিক', বললেন আবেগতাড়িত আশোক

'কয়েকদিন আগে ব্যক্তিগত বিপর্যয় হয়েছিল, এবার রাজনৈতিক', বললেন আবেগতাড়িত আশোক

অশোক ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

এবার নির্বাচনে ৫১০ ভোটে শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ড থেকে হেরে গিয়েছেন অশোক।

তৃণমূল কংগ্রেসের ঝড়ে কাজে এল না ‘ম্যাজিশিয়ান’ অশোক ভট্টাচার্যের জাদু। মুখ থুবড়ে পড়ল ‘শিলিগুড়ি মডেল’। তারপর কিছুটা আবেগতাড়িত হয়ে পড়লেন বামেদের দীর্ঘদিনের সৈনিক। কিছুটা আবেগের মধ্যেই বললেন, কয়েকদিন আগে ব্যক্তিগত বিপর্যয় হয়েছিল। এটা রাজনৈতিক বিপর্যয় হল।

সোমবার বেলার দিকে প্রাক্তন পুরমন্ত্রী স্বীকার করে নেন যে রাজনৈতিকভাবে প্রত্যাখানের মুখে পড়েছেন বামেরা। তিনি বলেন, ‘বিপর্যয় হয়েছে। সিপিআইএমের যে ভোট বিজেপিতে গিয়েছিল, সেই ভোট বামেদের ঝুলিতে ফেরত আসেনি। পরিবর্তে সেই ভোট তৃণমূলের বাক্সে গিয়েছে। রাজনৈতিকভাবে আমাদের প্রত্যাখানের (পলিটিকাল রিজেকশন) মুখে পড়তে হয়েছে। তবে কমিউনিস্ট পার্টি করি তো। হতাশায় ডুবে ঘরে বসে গেলে চলবে না।’

এবার নির্বাচনে ৫১০ ভোটে শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ড থেকে হেরে গিয়েছেন অশোক। গত বছর বিধানসভা ভোটেও হেরে গিয়েছিলেন। শুধু তাই নয়, বামেদের হাতছাড়া হয়েছে শিলিগুড়ি পুরনিগমও। শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস জিতেছে ৩৭ টি আসন। বিজেপির ঝুলিতে পাঁচটি আসন গিয়েছে। চারটি আসন পেয়েছে বামেরা। একটি আসন গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। যেখানে ২০১৫ সালের পুরভোটে ২৩ টি আসন জিতেছিল বামেরা। সাত বছরের ব্যবধানে শিলিগুড়িতে ভরাডুবির পর অশোক জানান, হারের যাবতীয় কারণ পর্যালোচনা করা হবে। এটা রাজনৈতিক বিপর্যয়। কয়েকদিন আগে ব্যক্তিগত বিপর্যয় হয়েছিল। ভোটে হার-জিত থাকে। সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।

সোমবার বেলার দিকে প্রাক্তন পুরমন্ত্রী স্বীকার করে নেন যে রাজনৈতিকভাবে প্রত্যাখানের মুখে পড়েছেন বামেরা। তিনি বলেন, ‘বিপর্যয় হয়েছে। সিপিআইএমের যে ভোট বিজেপিতে গিয়েছিল, সেই ভোট বামেদের ঝুলিতে ফেরত আসেনি। পরিবর্তে সেই ভোট তৃণমূলের বাক্সে গিয়েছে। রাজনৈতিকভাবে আমাদের প্রত্যাখানের (পলিটিকাল রিজেকশন) মুখে পড়তে হয়েছে। তবে কমিউনিস্ট পার্টি করি তো। হতাশায় ডুবে ঘরে বসে গেলে চলবে না।’

এবার নির্বাচনে ৫১০ ভোটে শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ড থেকে হেরে গিয়েছেন অশোক। গত বছর বিধানসভা ভোটেও হেরে গিয়েছিলেন। শুধু তাই নয়, বামেদের হাতছাড়া হয়েছে শিলিগুড়ি পুরনিগমও। শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস জিতেছে ৩৭ টি আসন। বিজেপির ঝুলিতে পাঁচটি আসন গিয়েছে। চারটি আসন পেয়েছে বামেরা। একটি আসন গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। যেখানে ২০১৫ সালের পুরভোটে ২৩ টি আসন জিতেছিল বামেরা। সাত বছরের ব্যবধানে শিলিগুড়িতে ভরাডুবির পর অশোক জানান, হারের যাবতীয় কারণ পর্যালোচনা করা হবে। এটা রাজনৈতিক বিপর্যয়। কয়েকদিন আগে ব্যক্তিগত বিপর্যয় হয়েছিল। ভোটে হার-জিত থাকে। সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।|#+|

উল্লেখ্য, গত বছর অক্টোবরে প্রয়াত হন অশোকের স্ত্রী। ভোটের দিনও স্ত্রীয়ের কথা মনে করে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। ২০ নম্বর ওয়ার্ডে ভোট দিতে বলেছিলেন, ‘সকালে স্ত্রী'র ছবিতে মালা দিয়ে বেরিয়েছি। প্রতিবার স্ত্রী'র সঙ্গে ভোট দিতে আসতাম। আমার সঙ্গে থাকত। কিন্তু এবার একাই আসতে হল।’

বন্ধ করুন