রাজ্যে পঞ্চায়েত ভোট বাতিল ও রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে দায়ের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সোমবার মামলাকারীর আইনজীবীর বক্তব্য শুনে মামলা খারিজের নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্যে আদালত তার রায় শুনিয়েছে। আর রাষ্ট্রপতি শাসন জারির আবেদন শোনার এক্তিয়ার নেই আদালতের।
সোমবার মামলাকারীর আইনজীবী শ্রীধর বাগাড়িয়া আদালতে বলেন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সন্ত্রাস চলছে। একের পর এক প্রাণ ঝরে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বাতিল করা উচিত। নইলে আরও প্রাণহানির সম্ভাবনা রয়েছে।
রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। রাজ্য সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে।’
সওয়াল শুনে প্রধান বিচারপতি জানান, পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট তাদের নির্দেশ দিয়েছে। ফলে এই নিয়ে নতুন করে কোনও নির্দেশ দেওয়ার অবকাশ নেই। আর রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি একান্তই রাষ্ট্রপতির বিবেচনার ওপর নির্ভর করে। ফলে সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। একথা জানিয়ে মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।