দেগঙ্গায় বোমা–গুলি করে খুন করা হয়েছে এক স্কুল পড়ুয়াকে বলে অভিযোগ। আজ, বুধবার মৃত ছাত্রের বাড়িতে টেলিফোন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। যে কোনও দরকারে পাশে থাকার আশ্বাসও দিলেন রাজ্যপাল। দলীয় কর্মীসভা থেকে ফেরার সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি শুরু করে আইএসএফ বলে অভিযোগ। তখন তৃণমূল কংগ্রেস কর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে বোমা মারা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে গুলি চালিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে আর তিনদিন পরই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন শুরু হবে। তার আগেও দেখা গেল হিংসার বাতাবরণ। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা–কর্মী–সমর্থক খুন হচ্ছেন। বিরোধী কর্মীরাও হামলার স্বীকার হচ্ছেন। তাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে অশান্তির খবর পেতে শান্তি কক্ষ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসা ও অশান্তির খবর পেয়েই বাংলার নানা প্রান্তে ছুটে যাচ্ছেন রাজ্যপাল। আর কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাই বুধবার দেগঙ্গায় নিহত ছাত্রের পরিবারের সঙ্গেও কথা বললেন রাজভবনের বাসিন্দা। আজ দুপুরে রাজভবন থেকে ফোন গেল দেগঙ্গায় বলে সূত্রের খবর।
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন–পর্বে কেঁপে উঠেছিল ভাঙড়। বোমাবাজি, গুলিতে মৃত্যু পর্যন্ত ঘটেছিল ভাঙড়ে। তখন যা ঘটেছিল এবার তার সিসিটিভি ফুটেজ মামলাকারীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ভাঙড়ে মনোনয়ন জমার সময় বিরোধীদের বাধা দেওয়া এবং হিংসার ঘটনা ঘটেছিল। ওই ঘটনা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এবার ওই মামলাতে ভাঙড়ের বিডিও অফিস এবং ভাঙড় ও কাশীপুর থানার ভিতর–বাইরের সিসিটিভি ফুটেজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। আগামীকাল বৃহস্পতিবার সেই ফুটেজ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিবিআইয়ের নতুন উপপ্রধান এসে পৌঁছলেন, গুজরাট ক্যাডারের আইপিএস শহরে
আর কী জানা যাচ্ছে? ক্যানিং, মিনাখাঁ, বসিরহাটেও মনোনয়ন–পর্বে হিংসার ঘটনাকে কেন্দ্র করে নানা অভিযোগ ওঠে। বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এই সংক্রান্ত মামলায় আজ, বুধবার হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার। আগামী ১৮ জুলাই একসঙ্গে সবকটি মামলার শুনানি হবে। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলাগুলির শুনানি হবে। মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আর অপর পক্ষে জাঁদরেল আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়। দুজনেই সাংসদ হওয়ায় আগামী কয়েকদিন তাঁরা সংসদের অধিবেশনে থাকবেন। তাই অধিবেশন শেষ হলেই হবে শুনানি।