বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > ‘‌ওনাকে এলাকায় থাকতে বলবেন’‌, বিধায়ককে দেখতে না পেয়ে মেজাজ দেখালেন মানস

‘‌ওনাকে এলাকায় থাকতে বলবেন’‌, বিধায়ককে দেখতে না পেয়ে মেজাজ দেখালেন মানস

রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। (Twitter)

এটা দেখেই তিনি ক্ষেপে গেলেন। তখন মন্ত্রী নিজের ক্ষোভ উগড়ে দেন। উপস্থিত জেলার নেতাদের উদ্দেশে তাঁর প্রশ্ন, কেন অনুপস্থিত স্থানীয় বিধায়ক? এই প্রশ্ন যখন তিনি করছেন তখন সভা কানায় কানায় মানুষে ভরা। এখান থেকেই জবাব চাওয়ায় সরগরম হয়ে ওঠে নির্বাচনী সভা। জেলার নেতারা একে অন্যের মুখের দিকে চাওয়া–চায়ি করছেন।

পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। তাই শাসক–বিরোধী সবপক্ষই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। এই আবহে পুরুলিয়ার মানবাজার নির্বাচনী প্রচারে এসেছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। তবে তিনি এখানে এসে অন্য এক ছবি দেখতে পেলেন। যা তিনি মেনে নিতে পারেননি। তাই স্বমেজাজে ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী মানস। আর তা দেখে জেলার নেতারা বেশ চমকে যান। এই নিয়ে দিনভর চর্চাও হতে থাকে। এখন দেখার তাঁর বার্তা বিধায়ককে কে পৌঁছে দেন।

বিষয়টি ঠিক কী ঘটেছে? পুরুলিয়ার মানবাজার নির্বাচনী প্রচারে এসে রাজ্যের মন্ত্রী দেখেন‌ সেখানে উপস্থিত নেই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। এটা দেখেই তিনি ক্ষেপে গেলেন। তখন মন্ত্রী নিজের ক্ষোভ উগড়ে দেন। উপস্থিত জেলার নেতাদের উদ্দেশে তাঁর প্রশ্ন, কেন অনুপস্থিত স্থানীয় বিধায়ক? এই প্রশ্ন যখন তিনি করছেন তখন সভা কানায় কানায় মানুষে ভরা। এখান থেকেই জবাব চাওয়ায় সরগরম হয়ে ওঠে নির্বাচনী সভা। জেলার নেতারা একে অন্যের মুখের দিকে চাওয়া–চায়ি করছেন। কারও কাছেই কোনও উত্তর নেই।

তারপর ঠিক কী ঘটল?‌ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বুধবার মানবাজার মহকুমা সদরে এসেছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। কিন্তু এখানে এসে স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাননি। তাতে তিনি বেজায় ক্ষুব্ধ হন। আর এই নির্বাচনী প্রচার সভাতে বিধায়কের স্বামী গুরুপদ টুডু উপস্থিত ছিলেন। তাঁকে দেখতে পেয়েই মানস ভুঁইয়া প্রশ্ন করেন, ‘‌সন্ধ্যা কোথায়?’‌ জবাবে স্বামী গুরুপদ টুডু বলেন, ‘‌মন্ত্রী ঝাড়গ্রামে প্রচারে গিয়েছেন।’‌ এটা শোনার পর গুরুপদের সঙ্গে কথা কাটাকাটি হয় বলে মানসের বলে সূত্রের খবর। এর আগে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চ থেকেই পরিবেশ দফতরের সচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া। তবে ওই দফতর তাঁর থেকে সরে গিয়ে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গিয়েছে।

আরও পড়ুন:‌ একশো দিনের কাজের টাকা পাচ্ছি না কেন?‌ এবার জনতার বিক্ষোভের মুখে ভারতী ঘোষ

ঠিক কী বাদানুবাদ হল মানস–গুরুপদের?‌ নির্বাচনী প্রচার সভায় কিছু না বললেও সূত্রের খবর, সভা শেষে মানসবাবু ক্ষোভ উগড়ে দিয়ে গুরুপদকে নির্দেশ দেন, ‘‌সন্ধ্যাকে বলবেন নিজের এলাকা দেখতে। আমার নাম করে বলবেন নিজের নির্বাচনী এলাকায় যেন থাকেন।’‌ সন্ধ্যারানি টুডুর স্বামী মন্ত্রী মানসকে জানান, দলীয় নির্দেশেই ঝাড়গ্রামের প্রচারে গিয়েছেন তাঁর স্ত্রী। শীঘ্রই ফিরবেন। তবে মানস ভুঁইয়ার এই মন্তব্য দলের স্বার্থেই বলে মনে করা হচ্ছে। কারণ এলাকায় স্থানীয় বিধায়ক না থাকলে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তাছাড়া পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে। সেখানে রাজ্যের মন্ত্রী এসে উপস্থিত হলেও বিধায়কের অনুপস্থিতি বিরূপ মনোভাব তৈরি হয়।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.