দলের নির্দেশ অমান্য করে নিজের অনুগামীদের টিকিট দিচ্ছেন বিধায়ক। এই অভিযোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলেই একাংশ। তাঁদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করে খুনের আসামীদের টিকিট বিলি করছেন স্থানীয় বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের দাবি, এলাকায় তৃণমূলের পাশাপাশি নির্দল হিসাবে মনোনয়ন পেশ করেছেন বিধায়কের অনুগামীরাও। যদিও তাদের নাম নবজোয়ার কর্মসূতিতে ভোটাভুটির ভিত্তিতে তৈরি প্রার্থীতালিকায় ছিল না। কিন্তু পরে দেখা যায় নির্দলদের হাতে তুলে দেওয়া হচ্ছে দলীয় টিকিট। এতেই ক্ষোভে ফেটে পড়েন প্রার্থীতালিকায় নাম থাকা তৃণমূলকর্মীরা। বিক্ষোভে সামিল হন রায়না ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অসীম পাল, যুব সভাপতি জুলফিকার আলি খাঁ, ব্লক তৃণমূলের সহ-সভাপতি অরুণ চৌধুরী। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকে মমরেজপুরে দলীয় পার্টি অফিসের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান তাঁরা।
যদিও বিধায়ক জানিয়েছেন, দলের নির্দেশ মতোই টিকিট বণ্টন করছেন তিনি। যাদের জেতার সম্ভাবনা বেশি তাদেরই টিকিট দেওয়া হচ্ছে।
ঘটনায় তৃণমূলকে বিঁধেছে বিজেপি। তাদের দাবি, নিজেদের নেতা কর্মীদের সঙ্গে প্রতারণা করছে তৃণমূল। প্রথমে প্রার্থীতালিকায় নাম দেখিয়ে পরে অন্যদের টিকিট দেওয়া হচ্ছে। বিজেপির দাবি, এতে স্পষ্ট হল, অভিষেকের নবজোয়ার যাত্রায় প্রার্থী নির্বাচন আসলে ছিল আইওয়াশ।