‘ক্যাচ আস ইফ ইউ ক্যান’- বিরোধী জোটের বৈঠকের শেষে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। যৌথ সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, এবার ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) বনাম বিজেপির লড়াই হবে। সেই লড়াইয়ে বিজেপিকে হারতে হবে বলেও আত্মবিশ্বাসের সুরে জানান মমতা। সেইসঙ্গে তিনি বলেন, ‘যদি কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চান, তাহলে ক্যাচ আস ইফ ইউ ক্যান (যদি ক্ষমতা থাকে আমাদের ধরে দেখাও)। ভারতকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।’
আরও পড়ুন: মমতা–সীতারামের ছবি জায়গা পেল না পরস্পরের মুখপত্রে, তারপরও সাফল্য কি আসবে?
মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের শেষে যৌথ সাংবাদিক বৈঠকে প্রথমে কথা বলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তারপরেই মমতাকে কথা বলতে আমন্ত্রণ জানানো হয়। মমতা বলেন, ‘এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। আজ থেকে নয়া চ্যালেঞ্জ শুরু হল। ২৬টি দল নিয়ে আমাদের জোটের যে বৈঠক হয়েছে, তাতে (জোটের নয়া নাম ঠিক হয়েছে)। প্রথমে আপনারা ইউপিএয়ের নাম শুনেছেন। এনডিএ (বিজেপির নেতৃত্বাধীন জোট) তো এখনও আছে। তবে অস্তিত্ব নেই।’
মমতা বলেন, ‘তাই আগামিদিনে দেশে যাঁদের জীবনে বিপদের মুখে দাঁড়িয়ে আছে- সেটা দলিত হোক বা হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক, অথবা যেখানকার মানুষের জীবন বিপদের মুখে আছে - সে মণিপুর হোক, অরুণাচল প্রদেশ হোক, উত্তরপ্রদেশ হোক, বাংলা হোক, বিহার হোক, মহারাষ্ট্র হোক- সরকার কিনে নেওয়াই একমাত্র কাজ হল কেন্দ্রের। তাই আমরা একটি চ্যালেঞ্জ নিয়েছি।’
‘ক্যাচ আস ইফ ইউ ক্যান’, চ্যালেঞ্জ মমতার
বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘এনডিএ, আপনারা কি ইন্ডিয়াকে (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) চ্যালেঞ্জ ছুড়তে পারবেন? বিজেপি, আপনারা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবেন? অন্যান্যরা কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়তে পারবেন? আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। আমরা দেশপ্রেমী। আমরা যুবপ্রজন্মের পক্ষে, আমরা পড়ুয়াদের পক্ষে, আমরা কৃষকদের পক্ষে, আমরা দলিতদের পক্ষে, আমরা উন্নত অর্থনীতির পক্ষে, আমরা দেশের পক্ষে, আমরা বিশ্বের জন্য আছি। তাই আমাদের পরিকল্পনা, প্রচার, কর্মসূচির উপর জোর দিতে হবে।’
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের মতো নেতাদের উপস্থিতিতে মমতা আরও বলেন, ‘সবকিছু হবে ইন্ডিয়ার ছাতার তলায় হবে। যদি কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চান, তাহলে ক্যাচ আস ইফ ইউ ক্যান (যদি ক্ষমতা থাকে আমাদের ধরে দেখাও)। ভারতকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।’