কংগ্রেসের সভাপতির চেয়ারে বসেছেন মল্লিকার্জুন খাড়গে। এবার গুজরাট ভোটের আগে মোদীকে কার্যত নজিরবিহীন আক্রমণ করলেন তিনি। খাড়গে বলেন, মিথ্যের পর মিথ্যে বলছেন মোদী। এভাবে পাবলিক সিমপ্য়াথি পেতে চাইছেন প্রধানমন্ত্রী।
রবিবার গুজরাট ভোট উপলক্ষ্যে প্রচারে বেরিয়েছিলেন তিনি। সেখানেই তিনি মোদীকে নিশানা করে একের পর এক তির ছোঁড়েন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় বলেন, আমি গরিব। আমি তো গরিবের থেকেও গরিব ছিলাম। আমি অস্পৃশ্য ছিলাম। কমপক্ষে আপনার হাতে চা তো কেউ খেতেন। আমার হাতের চা ও কেউ খেতেন না। যদি আপনি মানুষের কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন, কিন্তু মানুষ বোকা নন। তারা সব বোঝেন। যদি আপনি প্রথম মিথ্যেটা বলেন, তবে মানুষ শুনবে, দ্বিতীয়বার মিথ্যে বললেও শুনবে। কিন্তু কতদিন আপনি মিথ্যের পর মিথ্যে বলবেন। তিনি মিথ্য়েবাদীদের নেতা। আর তিনিই আবার বলছেন কংগ্রেস দেশকে লুঠ করেছে। আপনি পাবলিকের লুঠ করছেন। আপনি গরিব মানুষের লুঠ করছেন। আপনি আদিবাসীদের জমি দিচ্ছেন না। কারা জঙ্গল, জল আর জমিকে ধ্বংস করছে?
তিনি বলেন, আজও আপনি আরএসএস অফিসে আম্বেদকরের কোনও ছবি দেখতে পাবেন না। আপনারা খালি বলেন গান্ধীকে অপমান করা হয়েছিল, গুজরাটকে অপমান করা হয়েছে। কিন্তু গান্ধীকে কে মেরেছিল? গডসে কে? সে তো আপনাদেরই কাছের মানুষ।