বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka sovereignty remark: সার্বভৌমত্ব মন্তব্যে সুর চড়াচ্ছে কংগ্রেস,মোদীর বিরুদ্ধে স্পিকারকে চিঠি

Karnataka sovereignty remark: সার্বভৌমত্ব মন্তব্যে সুর চড়াচ্ছে কংগ্রেস,মোদীর বিরুদ্ধে স্পিকারকে চিঠি

নরেন্দ্র মোদী এবং সোনিয়া গান্ধী

গত ৬ মে কংগ্রেস তার টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে সোনিয়া গান্ধীর বক্তব্য হিসাবে লিখেছিল, কর্ণাটকের সুখ্য়াতি, সার্বভৌমত্ব ও অখণ্ডতার ক্ষেত্রে কেউ হুঁশিয়ারি দেবে এটা মেনে নেওয়া হবে না।

সপ্তর্ষি দাস

কর্ণাটকের সার্বভৌমত্ব মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের রেশ কাটেনি এখনও। কংগ্রেস নেতা মানিকাম টেগোর বৃহস্পতিবার সরাসরি প্রধানমন্ত্রীকে এজন্য় দায়ী করেছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তাঁর আর্জি গোটা বিষয়টি পার্লামেন্টের প্রিভিলেজ কমিটিতে পাঠানো হোক। আগামী লোকসভা সেশনে এনিয়ে আলোচনার আর্জি তিনি জানিয়েছেন।

কংগ্রেস নেতৃত্বের দাবি কর্ণাটক ভোটে বিজেপির প্রতিনিধি হিসাবে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটে জিতলে কর্ণাটকের ঐক্য ও সার্বভৌমত্বকে রক্ষা করবে কংগ্রেস। তার মানে ভোটে জিতলে দেশের থেকে কর্নাটককে আলাদা করে দেবে কংগ্রেস। সোনিয়া গান্ধী এমন ইঙ্গিত দিয়েছিলেন বলে কার্যত মন্তব্য করেছিল বিজেপি। তবে কংগ্রেসের দাবি বিজেপি আসলে অপব্যাখ্যা করছে।

এবার এনিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পালটা সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা লোকসভার স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। তাঁর দাবি তিনি এই ধরনের মন্তব্য করে কার্যত স্বাধিকার ভঙ্গ করেছেন। সেকারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

কংগ্রেস নেতৃত্বের দাবি অত্যন্ত অন্যায়ভাবে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। কংগ্রেসের দাবি তিনি যে মন্তব্য করেছেন সেটা মিথ্যা।

সেই সঙ্গেই তিনি চিঠিতে লিখেছেন, গোটা বিষয়টি প্রিভিলেজ কমিটির গোচরে আনার জন্য অনুরোধ করছি।

এদিকে গত ৬ মে কংগ্রেস তার টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে সোনিয়া গান্ধীর বক্তব্য হিসাবে লিখেছিল, কর্ণাটকের সুখ্য়াতি, সার্বভৌমত্ব ও অখণ্ডতার ক্ষেত্রে কেউ হুঁশিয়ারি দেবে এটা মেনে নেওয়া হবে না।

এরপরেই কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়ে দেন, আসলে মনে হচ্ছে কর্ণাটকের সার্বভৌমত্ব নেই। আর যারা রাজ্যের সার্বভৌমত্বের কথা বলেন তারা কোন সিস্টেমকে উসকানি দেন সেটা বোঝাই যাচ্ছে।

এরপর ৮ মে বিজেপির তরফ থেকে কংগ্রেসের টুইটকে নিশানা করে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়।

নির্বাচন কমিশন এরপর কংগ্রেসের কাছে এনিয়ে ব্যাখ্যা চায়। আর তার উত্তরে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, গত ৬ মে সোনিয়া গান্ধী কোনওভাবেই কর্ণাটকের হুব্বালির সভায় সার্বভৌমত্ব শব্দ ব্যবহার করেননি। তবে ওটা ভুল করে রিপোর্ট করা হয়েছিল। ওটা মুছে দেওয়া হয়েছে।

 

বন্ধ করুন