প্রথম দফায় রাজ্য়ের তিনটি আসনে ভোট। কোচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার। তবে ইতিমধ্য়েই কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন বামেরা। তবে এবার আলিপুরদুয়ারে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা।
আলিপুরদুয়ার আসনটি আরএসপিকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে মিলি ওঁরাওকে প্রার্থী করেছে বামেরা। প্রসঙ্গত একটা সময় চা বলয়ে আরএসপির ভালো প্রভাব ছিল। তবে সেই প্রভাব এখন ক্ষয়িষ্ণু। এবার আলিপুরদুয়ার আরএসপিকে ছেড়ে দিল বামেরা।
এনিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, প্রথম দফায় তৃতীয় যে কেন্দ্রটি রয়েছে সেখানকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রথম দফায় প্রার্থী তালিকায় সব মিলিয়ে ১৬জনের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। সেই তালিকায় কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
কোচবিহার কেন্দ্রে বামেদের প্রার্থী হচ্ছেন নীতীশচন্দ্র রায়। আর জলপাইগুড়িতে দেবরাজ বর্মনকে বামেদের প্রার্থী করা হয়েছে।
সাংবাদিক বৈঠকে সিপিএম নেতা মহম্মদ সেলিম এর আগে জানিয়েছিলেন, ৭ দফায় এই ভোট হচ্ছে। তবে ৭ দফায় হবে বা কবে থেকে হবে সেটা জানার আগেই আমরা আমাদের তালিকা দিয়ে দিয়েছি। প্রথম দফায় ৩টি আসনে ভোট হবে।
বিজেপি এখনও সব আসনে প্রার্থী দিতে পারেনি। তবে বামেরা গত বৃহস্পতিবার অর্থাৎ ভোটের দিন ঘোষণার আগেই এই প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। তখন অবশ্য় কত দফায় ভোট হবে তা নিয়ে কিছু বলা হয়নি।
তবে এবার একাধিক নতুন মুখকে নিয়ে আসা হয়েছে প্রার্থী তালিকায়। কার্যত একেবারে তরুণ, ঝকঝকে মুখ এনেছে তৃণমূল। সেই সঙ্গেই প্রবীণ ও মাঝবয়সি বামনেতারাও রয়েছেন। তবে শেষ পর্যন্ত বামেরা কতটা দাগ কাটতে পারে সেটাও দেখার।
বিভিন্ন জায়গায় প্রচারও শুরু করেছেন বাম নেতৃত্ব। কিন্তু শাসকদলের দাপটে শেষ পর্যন্ত বামেরা কতটা দাগ কাটতে পারবে সেদিকে আগ্রহ রয়েছে অনেকের। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এবারের ভোটে একেবারে পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে বামেরা। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল বা বিজেপির সঙ্গে কতটা যুঝতে পারবে সেটাও দেখার। সেই সঙ্গেই বামেদের ভোট কাটাকুটির জেরে বিজেপি নাকি তৃণমূলের কার কতটা সুবিধা হয় সেটাও দেখার।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে, শিলিগুড়িতে একটা সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল। তবে শেষ পর্যন্ত চা বলয়ে শ্রমিকদের মধ্য়ে কতটা প্রভাব ফেলতে পারবেন বামেরা সেটাও দেখার।