মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুমন্তব্যের অভিযোগে বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। বারাসত থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগ নির্বাচন কমিশনকেও জানাবে তৃণমূল।
শুক্রবার বারাসতের কাজিপাড়ায় প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে 'ডাইনি' বলেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, ‘দিলীপ ঘোষ অনেক কম বলেছেন। সন্দেশখালির মা-বোনেদের নিয়ে যা করেছে তা কি আর আমরা দেখতে যাই। মা-বোনেদের রাস্তায় নেমে আন্দোলন করা দরকার। সন্দেশখালির মা-বোনেদের নিয়ে যা করেছে, সেটা বলছে ছোট ঘটনা। এ রকম মুখ্যমন্ত্রী চাই আমরা? মহিলাদের আমরা সম্মান করতে চাই। তাই বলে এই নয় যে ডাইনিকে সম্মান করব?’
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে দিয়ে বিজেপিকে তীব্র সমালোচনা করেছেন। যদি এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। প্রার্থী বক্তব্যের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল।
আরও পড়ুন। বসিরহাটে নিরাপদ, ডায়মন্ড হারবারে প্রতীক উর, বামেদের প্রার্থী তালিকায় আরও চমক
প্রসঙ্গত, ডাইনি একটি নেতিবাচক শব্দ। অনগ্রসর ও প্রান্তিক জনজাতি এলাকায় মহিলাদের উপর সামাজিক অত্যাচারের প্রতীক এই শব্দ।
এর আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুমন্তব্য করেছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এ জন্য তাঁকে নির্বাচন কমিশন থেকে সতর্ক করা হয়েছে। দলের পক্ষ থেকেও সংযত মন্তব্য করার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে স্বপন মজুমদারে কুমন্তব্য আবার নতুন করে বিতর্ক তৈরি করেছে।
আরও পড়ুন। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরিয়ে অসুস্থ বাঁশবেড়িয়ার পুরপ্রধান, গরমেই অস্বস্তি
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'নারীবিদ্বষী মন্তব্য করা বিজেপি নেতাদের মজ্জায় বসে গিয়েছে। দিলীপ ঘোষ থেকে স্বপন মজুমদার, কোনওটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। আশা করছি নির্বাচন কমিশন এর বিহিত করবে। বাংলার মহিলারা জবাব দেবেন।'
এই এফআইআর প্রসঙ্গে প্রার্থীর কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন। নিজের কেন্দ্রেই গো–ব্যাক স্লোগান শুনলেন মহুয়া মৈত্র, মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী