কংগ্রেসকে 'রাম বিরোধী' আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদ্ম শিবিরের সেই আক্রমণের জবাবে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 'রাম বিরোধী' আক্রমণের জবাবে খাড়গে পালটা অভিযোগ করলেন, বিজেপি রাম মন্দিরের উদ্বোধনের সময় বৈষম্য দেখিয়েছিল। এর আগে রবিবার মাইসুরুতে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া ব্লককে তোপ দেগে অভিযোগ করেছিলেন, বিরোধীরা সনাতন ধর্মকে শেষ করার চেষ্টা করছেন। এর আগে বছরের শুরুর দিকে রামমন্দির উদ্বোধনের আবহেও মোদী কংগ্রেস এবং তার সহযোগীদের 'রাম বিরোধী' বলে আক্রমণ শানিয়েছিলেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি 'রাম বিরোধী' হওয়ার অভিযোগ এনে পোস্টার লাগিয়েছিল জায়গায় জায়গায়। (আরও পড়ুন: এই দেশে পা রাখার আগেই টাটার সঙ্গে বড় চুক্তি টেসলার, দাবি রিপোর্টে)
আরও পড়ুন: ১৯-এ ছিল, ২৪-এ নেই! CAA নিয়ে অনড় থাকলেও NRC 'উধাও' BJP-র সংকল্প থেকে!
আরও পড়ুন: সোমে 'শনির দশা', ১৫ মিনিটেই শেয়ার বাজার থেকে 'হাওয়া' ৫ লাখ কোটি!
এই আবহে নাগপুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চলাকালীন মল্লিকার্জুন খাড়গে বললেন, 'রামমন্দির উদ্বোধনের সময় কংগ্রেসের শুধুমাত্র দু'জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এক সোনিয়া গান্ধী এবং আমাকে। আর এরপর আমাদের আপনি রাম বিরোধী বলছেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন, যে কেন রামমন্দির উদ্বোধনের সময় যাইনি আমি। কিন্তু আমি জানতে চাই, আপনারা কি আমার সম্প্রদায়ের মানুষজনকে মন্দিরে ঢুকতে দেন, জল খেতে দেন বা স্কুলে প্রবেশ করতে দেন? যতদিন মোদী জমানায় এই বৈষম্য বজায় থাকবে, ততদিন আমি কোনও মন্দিরে ঢুকতে পারব না।' এরপর মোদীকে কটাক্ষ করে খাড়গে বলেন, 'একজন নতুন বাবা আছেন। তিনি মাঝে মাঝে গিয়ে নদীতে, সমুদ্রে ডুব লাগান এবং ঘুরে ঘুরে আমাদের গালি দেন। আর মন্দিরের উদ্বোধন করা উচিত সাধু সন্তদের। তবে প্রধানমন্ত্রী তা করেছেন।' (আরও পড়ুন: আটক ১৭ ভারতীয়কে নিয়ে মুখ খুলল তেহরান, জয়শঙ্করের ফোনে বড় আশ্বাস ইরানের)
আরও পড়ুন: 'এটা নিয়েও মিম হবে আবার...', প্রচারে রচনার এই কাজ দেখে মন্তব্য TMC বিধায়কেরই!
আরও পড়ুন: রোড শো চলাকালীন নিজের জুতো হাতে নিয়ে পালিশ সুভাষ সরকারের! কিন্তু কেন?
এরপর খাড়গে আরও বলেন, 'আপনি আম্বানি, আদানি, বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের ডাকেন আর আমার সম্প্রদায়ের মানুষজনকে অপমান করেন। এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে দেশের চার শঙ্কারার্যের কেউ অংশ গ্রহণ করেননি। এই বিজেপি সরকার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নতুন সংসদ ভবনের শিলান্যাস বা বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংসদের উদ্বোধনের সময় আমন্ত্রণ করেনি। যারা দেশের তফশিলি জাতি, তফশিলি উপজাতি, দেশের রাষ্ট্রপতিকে অসম্মান করে, তারা যেন আমাদের সম্মান করার জ্ঞান দিতে না আসে। এখন আর মানুষের ভোট নিয়ে খেলবেন না। মনুষ বুদ্ধিমান। আসন্ন নির্বাচনে আপনাকে ভোটাররা ক্ষমতাচ্যুত করবে।'