Sensex Crash wiping off ₹5 lakh crore: সোমে 'শনির দশা', ১৫ মিনিটেই শেয়ার বাজার থেকে 'হাওয়া' ৫ লাখ কোটি!
Updated: 15 Apr 2024, 10:52 AM ISTনতুন সপ্তাহের শুরুতেই এশিয়ার সবকটি বড় বড় শেয়ার বাজারের সূচক ছিল নিম্নমুখী। এই আবহে ভারতেও শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই হু হু করে পতন হয় সেনসেক্সের। ইজরায়েলের ওপর ইরানের হামলা এবং ইজরায়েলের প্রত্যাঘাতের আশঙ্কা থেকেই শেয়ার বাজারে এই পতন বলে অনুমান করা হচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি