Tata-Tesla Pact Reports: এই দেশে পা রাখার আগেই টাটার সঙ্গে বড় চুক্তি টেসলার, দাবি রিপোর্টে
Updated: 15 Apr 2024, 11:37 AM ISTআর কয়েকদিনের মধ্যেই ভারতে পা রাখতে চলেছে টেসলা কর্ণধার তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। ভারতে টেসলার কারখানা খোলার বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মাস্কের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগেই ভারতীয় বহুজাতিক সংস্থা টাটার সঙ্গে বড় এক চুক্তি করল টেসলা।
পরবর্তী ফটো গ্যালারি