বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান বালুরঘাটের প্রার্থী

বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান বালুরঘাটের প্রার্থী

প্রার্থী সুকান্ত মজুমদার

এই ঘটনার পর সুকান্তের পাল্টা দাবি, তৃণমূল কংগ্রেস ভোটকেন্দ্রের সামনে স্লোগান দিয়েছে, বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন মন্তব্য করেছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে থাকলে তর্জনী উঁচিয়ে তেড়ে যান সুকান্ত মজুমদার। এই হম্বিতম্বি তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

আজ, শুক্রবার পতিরাম গার্লস স্কুলের ১০০ নম্বর বুথে সুকান্ত মজুমদারকে ঘিরে গো– ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ। এই বুথে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ ও গো–ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, শান্তিপূর্ণ এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপির রাজ্য সভাপতি। তাই সমস্যা দেখা দেয়। এই ঘটনায় মেজাজ হারিয়ে সুকান্ত মজুমদার তেড়ে যান।

এদিকে সুকান্ত মজুমদারকে দেখে গো–ব্যাক স্লোগান দেওয়ায় বেজায় চটে যান তিনি। ভোট শুরু হওয়ার পরে বিজেপি কর্মীরা ১০০ নম্বর বুথের সামনে ভোটারদের সহায়তার নামে প্রভাবিত করছিল বলে অভিযোগ ওঠে। তখন তাদের সেখান থেকে উঠে যাওয়ার কথা বলা হলে গোলমাল শুরু হয়ে যায়। এই অবস্থায় এক বিজেপি কর্মীকে মারতে এলে তাঁকে পাল্টা মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের খবর শুনে আসেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ঘটনাস্থলে এলে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা–কমীরা। এরপরে বাঁধে গন্ডগোল দু’‌পক্ষের মধ্যে।

আরও পড়ুন:‌ আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন?

অন্যদিকে এই ঘটনার পর সুকান্তের পাল্টা দাবি, তৃণমূল কংগ্রেস ভোটকেন্দ্রের সামনে স্লোগান দিয়েছে, বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন মন্তব্য করেছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে থাকলে তর্জনী উঁচিয়ে তেড়ে যান সুকান্ত মজুমদার। আর সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‌আমি আইসি–কে পরিষ্কার বলে দিচ্ছে, হয় ব্যবস্থা নিন না হলে আপনার চাকরি যাবে। চাকরি চলে গেলে এরা কেউ খাওয়াতে আসবে না। দু’‌জন ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছে। এরকম হয় নাকি।’‌ এই হম্বিতম্বি তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তাতে আরও চাপে পড়ে গিয়েছে সুকান্ত মজুমদার। এরা চাকরি খেতে চায় সেটা প্রমাণ হয়ে গেল বলে আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেস। অস্বস্তিতে বিজেপি।

এছাড়া পরিবারের সদস্যদের নিয়ে সকালে ভোট দিতে বেরোন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস কোথাও কোথাও অশান্তি পাকানোর চেষ্টা করছে। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। তবে আবা জয়ের ব্যাপারে ‘আশাবাদী’ তিনি। সুকান্ত মজুমদার বলেন, ‘‌গঙ্গারামপুরে বিক্ষিপ্ত ঘটনার খবর পেয়েছি। কাল রাতে হামলাও হয়েছে আমাদের বুথ সভাপতির বাড়িতে। সাহস দিয়ে বসিয়ে এসেছি বুথে। গঙ্গারামপুরেই সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে। গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ি। তাই ওখানে অশান্তি বেশি। এক তৃণমূল গুন্ডা, নাম কৃষ্ণ, সে আবার নাকা চেকিং লাগিয়েছে। যাঁরা তৃণমূলের ভোটার, তাঁদেরকেই যেতে দেওয়া হচ্ছে।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার এবার বাইরের তিন চিকিৎসককে তলব করল সিবিআই!‌ আরজি কর কাণ্ডে নয়া মোড় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট জম্মু-কাশ্মীরের প্রথম দফার নির্বাচন দেরিতে বেতন আসবে উৎসবের মাসে? পুজোর আগে ‘খারাপ’ ইঙ্গিত পেলেন শিক্ষকরা! ‘DA কম….’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.