বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন?

আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন?

কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ছবি এএনআই) (Shrikant Singh)

গতকাল নির্বাচনী প্রচারে বেরিয়ে বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছিল। তারপর মনোনয়নের দিন পুরপ্রধান ইস্তফা দেওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়। যদিও এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আইন। যা পালন করতে গিয়েই ইস্তফা দেওয়া হয়েছে।

আজ, শুক্রবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার কথা। তাই এখন সেখানে সাজ সাজ রব। কিন্তু হঠাৎ অন্য একটি ঘটনা ঘটে গেল। কারণ এই মনোনয়ন জমা দেওয়ার আগে ইস্তফা দিলেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ এখানকার পুরপ্রধান অত্যন্ত জনপ্রিয়। মানুষের সঙ্গে যোগাযোগ নিবিড়। তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। ইডি–সিবিআই হানা দেয়নি তাঁর বাড়িতে। তাহলে এই ইস্তফা কেন?‌ উঠছে প্রশ্ন।

এদিকে শ্রীরামপুর পুরসভার উপ–পুরপ্রধান উত্তম নাগের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন পুরপ্রধান গিরিধারী সাহা। আর তা নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা। তবে বৃহস্পতিবার ওই ইস্তফাপত্র গৃহীত হয়েছে। শ্রীরামপুর পুরসভা সূত্রে খবর, এটা নিয়ে আলোচনার বা গুঞ্জনের কোনও বিষয় নেই। বরং আছে মজার বিষয়। গিরিধারী সাহাকে নিজের নির্বাচনী এজেন্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তাই সদ্য প্রাক্তন পুরপ্রধানকে নতুন ভূমিকায় দেখা যাবে। কারণ নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন গিরিধারী সাহা। এখন উপ–পুরপ্রধানই উত্তম নাগই সব দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:‌ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেলা

অন্যদিকে এই পরিস্থিতিতে শ্রীরামপুর পুরসভার প্রশাসনিক কাজে কোনও সমস্যা হবে না বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম পালন করতে গিয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে গিরিধারীকে। কোনও প্রার্থীর এজেন্ট হলে প্রশাসনিক পদে থাকা যায় না। যদিও এবারই প্রথম পুরপ্রধান হয়েছিলেন গিরিধারী সাহা। এই ঘটনার পর গিরিধারী সাহা বলেন, ‘লোকসভা নির্বাচনে প্রার্থীর এজেন্ট হলে প্রশাসনিক পদে থাকা যায় না। নির্বাচন কমিশনের আইন মেনে তাই ইস্তফা দিয়েছি। দলীয় নেতৃত্ব তাতে সম্মতি দিয়েছেন।’ ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও কল্যাণের নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করার জন্য পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব।

আসলে গতকাল নির্বাচনী প্রচারে বেরিয়ে বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছিল। তারপর মনোনয়নের দিন পুরপ্রধান ইস্তফা দেওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়। যদিও এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আইন। যা পালন করতে গিয়েই ইস্তফা দেওয়া হয়েছে। দলীয় সূ্ত্রে খবর, আজ শুক্রবার বালিখালে জমায়েত হয়ে মনোনয়ন জমা দিতে যাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের সেকথাই বলে দেওয়া হয়েছে। তারপর জিটি রোড ধরে কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, চাঁপদানি হয়ে চুঁচুড়ার দিকে যাবে মিছিল। তীব্র গরমকে সাক্ষী রেখে হুগলির মোড়ে এডিএম এলআর–এর কাছে মনোনয়ন জমা দেবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

ভোটযুদ্ধ খবর

Latest News

১৯ বছর পর বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর! '২৬-এর ইদে কার পাল্লা ভারী? রাত দখলের ডাকে সাড়া দেন চিকিৎসক, বাড়িতে পৌঁছে গেল বেহালা থানার সমন 'বৃষ্টিতে ভিজো না, তোমাদের অসুখ করলে খারাপ লাগবে', জুনিয়র ডাক্তারদের আর্জি মমতার রবিতেও ভারী বৃষ্টি চলবে! ৬০ কিমিতে ঝড় উঠবে কোন কোন জেলায়? কতদিন ভাসবে বাংলা? আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.