জেডিএস-বিজেপি আসন সমঝোতা। বুধবার তারা জানিয়ে দিয়েছে তাদের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এক্ষেত্রে কর্ণাটকে জেডিএস তিনটি আসনে লড়াই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেডিএস মান্ডিয়া, হাসান ও কোলার সংসদ এলাকায় প্রার্থী দেবে। আর তাৎপর্যপূর্ণভাবে বেঙ্গালুরু গ্রামীণ এলাকায় এইচডি দেবেগৌড়ার জামাই সিএন মঞ্জুনাথ বিজেপির পদ্ম চিহ্নে লড়বেন। এদিকে এর আগে জেডিএসের রাজ্য সভাপতি এইচডি কুমারস্বামী বলতে শুরু করেছিলেন, মনে হচ্ছে মাত্র দুটি আসনে আমরা লড়াই করার জন্য পাব।
প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা এই জোটের উপর আস্থা রেখেছেন। তিনি বিজেপির জাতীয় নেতৃত্বের প্রতি তাঁর আস্থা জ্ঞাপন করেছেন। তবে কে কতগুলি আসনে লড়বে এনিয়ে তিনি কিছু বলতে চাননি। তাঁর কথায় ২৮টি আসনে আমরা মানে জেডিএস আর বিজেপি এক জায়গায় থেকে লড়াই করব।
তিনি বলেন, জেডিএস ও বিজেপির যৌথ শক্তি ২৮টি আসনের মধ্য়ে ২৮টিকেই সুরক্ষিত করব। HD দেবেগৌড়ার সঙ্গে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়মিত যোগাযোগ রয়েছে। এর ফলে আমরা আমাদের প্রত্যাশার থেকে ভালো ফলাফল পাব। একবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই ব্যাপারটা বোঝা যাবে।
এদিকে জেডিএস ও বিজেপির মধ্য়ে সম্পর্কের অবনতি হচ্ছে নানা মহলে জল্পনা ছড়িয়েছিল। তবে এনিয়ে এবার নয়া কথা শোনা যাচ্ছে। সম্পর্কের অবনতির কোনও ব্যাপার নেই। এবার আসন সমঝোতা নিয়ে তাদের মধ্য়ে সিদ্ধান্তও হয়ে গেল।
এদিকে জেডিএস যুব নেতা নিখিল কুমারস্বামী এর আগে জানিয়েছিলেন, মান্ড্য আসনে তাকে অথবা তার বাবাকে প্রার্থী করা হোক।