লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুললেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের প্রথম প্রচার শোভাযাত্রায় প্রার্থীর সঙ্গী হলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। তাঁকে নিয়ে টোটো গাড়িতে উঠে পড়লেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী। বোঝা গেল, প্রচণ্ড দহনে অনেকটা হাঁটার পর তিনি ক্লান্ত। যে কালীমন্দিরে পুজো দিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালিতে প্রচার শুরু করেছিলেন এবার সেই মন্দিরের সামনে এলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁর হয়ে পুজো দেন তৃণমূল কংগ্রেসে নেতারা। এই প্রচার করার সময়ই হাজি নুরুল ইসলাম জানান, শাহজাহান এখন ‘ক্লোজড চ্যাপ্টার’। তাঁর কথায়, ‘জিতলে ভোট দেওয়ার ঋণ শোধ করব।’
এদিকে শেখ শাহজাহান এবং সন্দেশখালিকে সামনে রেখে বিজেপি রাজনীতি করেই চলেছে। এই আবহে শাহজাহান এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে। তাঁকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। ইডি–সিবিআই নয়। তার উপর রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেটা প্রকাশ পেয়ে গিয়েছে। তাই এখন শাহজাহান চ্যাপ্টার ক্লোজড বোঝাতে চেয়েছেন হাজি সাহেব। সূত্রের খবর, রবিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া বিধানসভা এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করেন রেখা। সেখানেই তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মী বিজেপিতে যোগ দেন। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই যোগদানের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।
আরও পড়ুন: বীরভূমের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক্স হ্যান্ডেলে তুললেন শতাব্দী
অন্যদিকে হাজি নুরুল ইসলাম সরবেড়িয়া যান। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। এমনকী ধামাখালি হয়ে সন্দেশখালিতে ঢোকেন। সন্দেশখালির ত্রিমণীতে সভা করার ব্যবস্থা করা হয়েছিল। আর সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। আধ ঘণ্টার সভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, ‘আমি তো আপনাদের কাছে বহুদিন ধরেই পরিচিত। আগে সাংসদও হয়েছি। আয়লার সময় এক বুক জলে দাঁড়িয়ে আপনাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। ভোটে জয়ী হলে এলাকায় উন্নয়ন করে ভোট দেওয়ার ঋণ শোধ করব। আর শাহজাহান ক্লোজড চ্যাপ্টার। এখন সংগঠন সুকুমার মাহাতো দেখছেন। এখানের ভিড় দেখে বুঝলাম, সন্দেশখালির মানুষকে ভুল বোঝানো হলেও সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।’
এছাড়া সন্দেশখালিতে যাদের জমি নেওয়া হয়েছিল তাদের সেসব ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার। এখানে মানুষ ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে গিয়েছে। যা রাজ্য সরকার দিয়েছে। পাট্টা জমি রেকর্ডে তোলার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাই ভোট মানুষ তৃণমূল কংগ্রেসকে দেবে বলে আশাবাদী হাজি নুরুল ইসলাম। আর সন্দেশখালি ২ ব্লক তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সদস্য তথা মণিপুর পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমাদের প্রার্থীর কয়েকদিন আগে একটা অস্ত্রোপচার হয়েছে। তীব্র গরমে অনেক মানুষের ভিড়ে অসুস্থবোধ করছিলেন। একটি মিছিল করার পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়।’