২০২৪ লোকসভা ভোট ঘিরে একাধিক নজর কাড়া ঘটনার খবর উঠে আসছে। তেমনই একটি ঘটনা ঘটে গেল অন্ধ্রপ্রদেশে। সেখানে টিডিপির প্রার্থী গোত্তাপতি লক্ষ্মী পেশায় চিকিৎসক। সদ্য তিনি বেরিয়েছিলেন তাঁর প্রচারে। তখনই তাঁর কাছে খবর আসে যে, এক গর্ভবতীর গুরুতর অবস্থা। একটুখানি সময়ও বিলম্ব না করে তিনি ছুটেছিলেন হাসপাতালে। তাঁর তৎপরতায় গর্ভের সন্তান প্রসব করেন ওই মহিলা। আপাতত খবর ঘিরে শিরোনামে টিডিপি প্রার্থী গোত্তাপতি লক্ষ্মী।
পেশায় গোত্তাপতি লক্ষ্মী একজন নারীরোগ বিশেষজ্ঞ। তিনি দারশি কেন্দ্রে করছিলেন ভোটের প্রচার। অন্ধ্রপ্রদেশের দারশি কেন্দ্রে প্রার্থী এই চিকিৎসক। আর চার পাঁচটা প্রচারের মতো করেই চলছিল লক্ষ্মীর প্রচার। তবে তারই মাঝে তিনি খবর পান যে, কাছেই এক হাসপাতালে এক গর্ভবতী 'ক্রিটিক্যাল' অবস্থায় রয়েছে। গুরুতর অবস্থায় থাকা গর্ভবতীকে প্রাণে রক্ষার উদ্যোগ নিয়ে কাল বিলম্ব না করে তিনি ছুটে যান হাসপাতালে। রোগীর প্রাণ রক্ষায় আর চার পাঁজজন চিকিৎসকের যে অঙ্গীকার থাকে, তার বাইরে নন লক্ষ্মীও। সেকথা প্রমাণ করে দিলেন টিডিপির এই প্রার্থী। তিনি জানান দিয়েছেন যে, রাজনৈতিক আঙিনায় তাঁর প্রচারের চেয়েও তাঁর কাছে কতটা দামি রোগীর প্রাণ।
এদিকে হাসপাতালে ওই গর্ভবতীর সিজার হয়। অপারেশনের পর মায়ের কোল আলো করে জন্ম নেয় সন্তান। পেশাগত অঙ্গীকারে ব্রতী এই চিকিৎসক যেভাবে এই অপারেশন করেছেন তা নিয়েও সাধুবাদ আসছে বহু মহল থেকে।
( Cucumber Skin Care:ব্রণ হোক বা ক্লান্তির ছাপ! শসা দিয়ে ত্বক ঝকঝকে করুন এভাবে, রইল টিপস)
জানা গিয়েছে, অপারেশনের পর শিশু ও তার মা দুজনেই ভালো আছেন। অপারেশনের পর হাসি মুখ চিকিৎসক থেকে রোগীর পরিবার সকলের। একটি ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই শিশুকে কোলে নিয়ে গোত্তাপতি লক্ষ্মী রয়েছেন। টিডিপির প্রদান চন্দ্রবাবু নাইডু এই উদ্যোগের জন্য পার্টির প্রার্থী গোত্তাপতি লক্ষ্মীকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, আগামী ১৩ মে রয়েছে অন্ধ্রপ্রদেশে ভোট। ভোটের ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।