বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > সাংবাদপত্রে বিজ্ঞাপনেও রাজনীতি, মোদী ও যোগী সরকারের বিরুদ্ধে কমিশনে নালিশ TMC-র

সাংবাদপত্রে বিজ্ঞাপনেও রাজনীতি, মোদী ও যোগী সরকারের বিরুদ্ধে কমিশনে নালিশ TMC-র

নির্বাচন কমিশনে তৃণমূলের চিঠি

বৃহস্পতিবার রাজ্যের অধিকাংশ সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেয় কেন্দ্র। তাতে দাবি করা হয়, কেন্দ্র অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকারের অসহযোগিতা এবং অনীহায় প্রকল্পগুলির বাস্তবায়ন হচ্ছে না।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে কেন্দ্র। সেই বিজ্ঞাপনে রাজ্যেকে ছোট করে দেখানো হচ্ছে। একই দিনে রাজ্যের সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। তাতে দেখানো হচ্ছে কী কী উন্নয়নের কাজ করেছে যোগী সরকার। এই সবই করা হচ্ছে রাজ্য হেয় করার জন্য । এই অভিযোগ এনে শুক্রবার নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল। তাদের বক্তব্য, বিজ্ঞাপনের ক্ষেত্রে নিরাপেক্ষতা বজায় রাখা হচ্ছে না। নির্দিষ্ট কিছু সরকারের প্রতি পক্ষপাতিত্ব করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যের অধিকাংশ সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেয় কেন্দ্র। তাতে দাবি করা হয়, কেন্দ্র অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকারের অসহযোগিতা এবং অনীহায় প্রকল্পগুলির বাস্তবায়ন হচ্ছে না। ফলে সাধারণ মানুষ সুবিধা পাচ্ছেন না। এই অসহযোগিতার কারণে বেশ কিছু প্রকল্পের কাজ আটকেও রয়েছে। 

অন্য দিকে আবার ওই একই দিনে বিজ্ঞাপন দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তাতে গত সাত বছরে কী কী কাজ হয়েছে তার খতিয়ান দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হচ্ছে। এর প্রতিবাদেই মুথ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে কবে? অবশেষে জানিয়ে দিল নির্বাচন কমিশন

এই চিঠিতে তৃণমূলের বক্তব্য, কেন্দ্রীয় সরকার যখন বিজ্ঞাপন দেবে, তখন আশা করা যায় নিরপেক্ষতা বজায় রেখে দেবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে, নির্দিষ্ট সরকারের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে। বিরোধী সরকারগুলিকে নেতিবাচক করে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের গাইডলাইনও উল্লেখ করে শাসকদল।

আরও পড়ুন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই অভিষেকের সভা বসিরহাটে, সভাস্থল পরিদর্শন মন্ত্রীর

আবার একই দিনে উত্তরপ্রদেশে সরকারের বিজ্ঞাপন দেওয়া হয়েছে কাগজে। তা নিয়েও প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। তাদের মতে আসলে বিজেপি শাসিত রাজ্যগুলির অগ্রগতি দেখিয়ে বিরোধী শাসিত রাজ্যগুলিকে পিছিয়ে পড়া হিসাবে দেখানো হচ্ছে।

তবে বিষয়টি শুধু চিঠিতে আটকে নেই। রাজ্য সরকার পাল্টা বিজ্ঞাপন দিয়েছে শুক্রবার।  যে সমস্ত প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র তার খতিয়ান তুলে পাল্টা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে কেন্দ্রে রাজ্যের প্রাপ্য ১লক্ষ ৭৪ হাজার কোটি টাকা আটকে রেখেছে। তা সত্বেও জনসেবার কাজ চালিয়ে যাচ্ছে তারা। তৃণমূলের এই চিঠির প্রেক্ষিতে কী পদক্ষেপ করে নির্বাচন কমিশন এখন সেটাই দেখার।  

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.