মধ্য়প্রদেশ ভোটের আর কিছু দিন বাকি। তার মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের পুত্র দেবেন্দ্র সিং তোমারের একটি বিতর্কিত ভিডিয়ো সামনে এসেছে। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে এই ভিডিয়োকে ঘিরে মুখ খুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রশ্ন করেছেন, ইডি সিবিআই এসব নিয়ে কেন তদন্ত করে না।
এদিকে এই ভিডিয়োকে ঘিরে ভোটের মুখে শোরগোল পড়ে গিয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, দেবেন্দ্র এক ব্যক্তির সঙ্গে কোটি কোটির লেনদেন নিয়ে কথা বলছেন। এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে এবার সম্ভাব্য মুখ্যমন্ত্রীর মুখ হিসাবেও তুলে ধরা হচ্ছে। তার মধ্য়েই সামনে এল এই ভিডিয়ো। অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে।
সেই ভিডিয়োতে দেখা গিয়েছে দেবেন্দ্র ১০০ কোটি, ১৮ কোটি ও ২১ কোটির লেনদেন নিয়ে কথা বলছেন।
তবে বিজেপির দাবি পুরো ভিডিয়োটা ভুয়ো। এর পেছনে সত্যতা নেই। দেবেন্দ্র নিজেও এনিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন ষড়যন্ত্র করা হচ্ছে।
রাহুল গান্ধী ভূপালের রোড শো তে জানিয়েছেন, আপনি কি ভিডিয়ো দেখেছেন? কাদের টাকা নিয়ে তিনি কথা বলছেন? তিনি বলছেন, ১০ কোটি ওখানে যাবে, ৫০ কোটি ওখানে যাবে, ১০০ কোটি ওখানে যাবে। কার টাকা নিয়ে তিনি কথা বলছেন?
রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি ( দেবেন্দ্র তোমার) আপনাদের টাকা নিয়ে কথা বলছেন। এই টাকা মধ্য়প্রদেশের মানুষের টাকা। এটা আপনাদের পকেটের টাকা। এখানকার মুখ্যমন্ত্রীও এই সব কাজ করেন। দেবেন্দ্র তোমারের ভিডিয়ো, মহাকাল করিডোর কেলেঙ্কারি, মিড-ডে মিল কেলেঙ্কারি, ব্যাপম কেলেঙ্কারি এসব নিয়ে কোনও তদন্ত হল না।
এদিকে কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনকে এনিয়ে তদন্ত করতে হবে। নরেন্দ্র সিং তোমারকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুলেছেন কংগ্রেস নেতৃত্ব।