বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Narendra Modi eyeing Lok Sabha Election: পাখির চোখ ২৪, NDA সাংসদদের 'তৃণমূলের ২১-এর পথ' অনুসরণের পরামর্শ মোদীর

Narendra Modi eyeing Lok Sabha Election: পাখির চোখ ২৪, NDA সাংসদদের 'তৃণমূলের ২১-এর পথ' অনুসরণের পরামর্শ মোদীর

নরেন্দ্র মোদী

মোদী সাংসদদের পরামর্শ দেন, বিরোধীদের প্রচারের সুর কারটে পেশাদার ভাড়া করতে। তাছাড়া সরকারের নীতি প্রচারের কথাও বলেন মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রচারের ওপরও বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। এদিকে সরকারের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে এবং প্রচার চালাতে কলসেন্টার খোলার পরামর্শও দেন মোদী।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির থেকে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল কংগ্রেস। তখন এ রাজ্যে গেরুয়া শিবিরের সংগঠন সেই অর্থে ছিল না। তা সত্ত্বেও ১৮টি লোকসভা আসন পয়ে ঘাসফুল শিবিরকে কড়া টক্কর দিয়েছিল বিজেপি। আর তারপরই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রশান্ত কিশোরের আইপ্যাক-কে নিযুক্ত করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার এনডিএ সাংসদদেরও 'পেশাদার এজেন্সি' ভাড়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ২০১৪ সালে এই আইপ্যাক মোদীকে গদি দখলে সাহায্য করেছিল। সেই সময় থেকেই ভারতে এই ধরনের পেশাদার সংস্থার উত্থান। সম্প্রতি কর্ণাটকেও এক পেশাদার ভোটকুশলী সাহায্যে বিজেপিকে পরাস্ত করেছে কংগ্রেস। এই আবহে পেশাদার সংস্থার প্রয়োজনীয়তা ভালো মতোই বুঝেছেন মোদী।

উল্লেখ্য, এনডিএ-র মোট ৪৩০ জন সাংসদকে বিভিন্ন দলে ভাগ করে ১১ দিন ধরে একাধিক বৈঠক করবেন মোদী। গতকাল সেই বৈঠকের দ্বিতীয় দিন ছিল। গতকাল দক্ষিণ ভারতীয় এবং পূর্ব উত্তরপ্রদেশের সাংসদদের সঙ্গে দেখা করেন মোদী। সেখানেই মোদী সাংসদদের পরামর্শ দেন, বিরোধীদের প্রচারের সুর কারটে পেশাদার ভাড়া করতে। তাছাড়া সরকারের নীতি প্রচারের কথাও বলেন মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রচারের ওপরও বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। এদিকে সরকারের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে এবং প্রচার চালাতে কলসেন্টার খোলার পরামর্শও দেন মোদী।

এদিকে প্রচারের জন্য নয়া কর্মসূচিতে মাথা ঘামাতে বারণ করা হয় সাংসদদের। বরং সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে সবার কাছে পৌঁছায়, সেই বিষয়টি নিশ্চিত করতে সাংসদদের নির্দেশ দিয়েছেন মোদী। সামাজিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি, মহিলা এবং যুবকদের জন্য সরকার যে সব প্রকল্প চালু করেছে, সেগুলির বাস্তবায়নে বিশেষ জোর দিতে বলা হয়েছে। দেখতে গেলে, ২০২১ সালে বালারয় ক্ষমতা ধরে রাখতে তৃণমূলও কতকটা তাই করেছিল। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা। আইপ্যাক-এর সাহায্যে বিভিন্ন ফোনের কর্মসূচি চালু করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের হয়ে ঝড়ের মতো প্রচার করেছিল আইপ্যাক। বিভিন্ন নেতাদের হয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য 'কন্টেন্ট' তৈরি করে দিত আইপ্যাক। বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূল নেতাদের প্রচারের রূপরেখা পর্যন্ত স্থির করে দিত প্রশান্ত কিশোরের সংস্থা। এই আবহে মোদীও চান, তাঁর সরকারের জনমুখী প্রকল্পগুলির প্রচারে যেন দিন-রাত এক করে দেন জোটের সাংসদরা।

বন্ধ করুন