বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Petrol Price: পেট্রলের দাম ১১টাকা ৮০ পয়সা কমবে, রাজস্থানে বিরাট প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর

Petrol Price: পেট্রলের দাম ১১টাকা ৮০ পয়সা কমবে, রাজস্থানে বিরাট প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী রাজস্থানে পেট্রলের দাম নিয়ে বিরাট প্রতিশ্রুতি দিলেন। File Photo. (ANI Photo/Mohd Zakir) (Mohd Zakir)

জয়পুরে নির্বাচনী সভা থেকে বিরাট প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি জানিয়ে দেন, বিজেপি যদি রাজস্থানে ক্ষমতায় আসে তবে কী হতে পারে সেটা বলতে চাইছি। প্রথমত আমি নিশ্চিত যে বিজেপি এখানে ক্ষমতায় আসবে।যদি আমরা ক্ষমতায় আসি তাহলে রাজস্থানে পেট্রলের দাম গোটা দেশের মতোই হবে।

একের পর এক রাজ্য়ে বিধানসভা ভোট। তার মাঝেই শনিবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী রাজস্থানে পেট্রলের দাম নিয়ে বিরাট প্রতিশ্রুতি দিলেন। তিনি জানিয়ে দেন রাজস্থানে বিজেপি জিতলে পেট্রলের দাম ১১টাকা ৮০ পয়সা কমে যাবে। প্রসঙ্গত ২৫ নভেম্বর হল রাজস্থানে বিধানসভা ভোট। তবে পেট্রলের দামের প্রসঙ্গটা তিনি কেবলমাত্র রাজস্থানের জন্য়ই প্রযোজ্য হবে। এদিকে রাজস্থানে ক্ষমতা দখল করতে একেবারে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক মিটিং করেছেন।

এবার জয়পুরে নির্বাচনী সভা থেকে বিরাট প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি জানিয়ে দেন, বিজেপি যদি রাজস্থানে ক্ষমতায় আসে তবে কী হতে পারে সেটা বলতে চাইছি। প্রথমত আমি নিশ্চিত যে বিজেপি এখানে ক্ষমতায় আসবে।যদি আমরা ক্ষমতায় আসি তাহলে রাজস্থানে পেট্রলের দাম গোটা দেশের মতোই হবে। যদি আমরা জিতি তাহলে পেট্রলের দাম ১১.৮০ টাকা প্রতি লিটার হিসাবে দাম কমানো হবে। তাঁর দাবি অতিরিক্ত সেস বসানোর জন্য় রাজস্থানে পেট্রলের দাম গোটা দেশের মধ্য়ে সবথেকে বেশি। রাজস্থানের কংগ্রেস সরকার এই অতিরিক্ত সেস পেট্রলের উপর বসিয়েছে বলে দাবি করেন তিনি। 

সেই সঙ্গেই রাজস্থানের কংগ্রেেস সরকার কীভাবে এই অতিরিক্ত সেসের মাধ্যমে বিপুল টাকা আয় করেছে সেকথা তুলে ধরেন তিনি। তাঁর মতে, রাজস্থানের কংগ্রেস সরকার এই অতিরিক্ত সেস বসিয়ে  ৩৫,৯৭৫ কোটি টাকা আদায় করেছে। গত কয়েক বছরে তার এই বিপুল টাকা জনগণের কাছ থেকে আদায় করেছে। 

তিনি জানিয়েছেন, গত দু বছরে রাজস্থান সরকার পেট্রল-ডিজেলের উপর অতিরিক্ত সেস বসিয়ে কোটি কোটি টাকা আদায় করেছে। ২০২১-২২, ২০২২-২৩ সালে মধ্য়ে সরকার ৩৫,৯৭৫ কোটি টাকা আদায় করেছে। তিনি জানিয়েছেন অন্তত ১৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল যা আদায় করেছে তার থেকে ২০০০ কোটি টাকা বেশি আদায় করেছে একা রাজস্থান। 

তিনি জানিয়েছেন, গোটা দেশ জুড়ে পেট্রলের গড় দাম ৯৬.৭২ টাকা। আর রাজস্থানের গঙ্গানগরে সেই পেট্রলের দামই ১১৩.৩৪ টাকা প্রতি লিটার। কেন এত দাম তার কারণটাও জানালেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী। এমনকী দাম কমানোরও আশ্বাস দিলেন তিনি। 

বন্ধ করুন