বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Punjab Assembly Election Results: পঞ্জাবে দু'টি আসনেই পিছিয়ে পড়লেন চান্নি! অমৃতসর আসনে তৃতীয় নম্বরে সিধু

Punjab Assembly Election Results: পঞ্জাবে দু'টি আসনেই পিছিয়ে পড়লেন চান্নি! অমৃতসর আসনে তৃতীয় নম্বরে সিধু

পঞ্জাবে পিছিয়ে কংগ্রেসের দুই শীর্ষ নেতা চান্নি-সিধু (এএনআই) (Raminder Pal Singh)

আম আদমি পার্টির ঝাড়ুর ঝড়ে কংগ্রেসের দুই শীর্ষ নেতাই নিজেদের কেন্দ্রে পিছিয়ে।

কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যেতে চলেছে পঞ্জাব। অন্তত প্রাথমিক ট্রেন্ডে তেমনই ইঙ্গিত মিলেছে। আর এরই মধ্যে কংগ্রেসের কাছে আরও বড় ধাক্কা দলের দুই হেভিওয়েট নেতার পিছিয়ে পড়া। সকাল পৌনে দশটা নাগাদ আসা প্রাথমিক ফলের নিরিখে দেখা গিয়েছে যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চান্নি পিছিয়ে পড়েছেন। উল্লেখ্য চরণজিত্ সিং চান্নি দুটি আসনে লড়ছেন এই নির্বাচনে। এবং দুটি আসনেই পিছিয়ে কংগ্রেস মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দীর্ঘ টালবাহানার পর নির্বাচনের আগেই চান্নিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিল কংগ্রেস। তবে ভোটের ফলাফল প্রকাশের দিন দেখা গেল যে কংগ্রেসে পঞ্জাবের ‘মুখ’ হারতে পারেন দুটি আসনেই।

এদিকে দলের অন্দরে চান্নির মূল ‘প্রতিদ্বন্দ্বী’ ছিলেন নভজ্যোত সিং সিধু। প্রাক্তন ক্রিকেটার নিজে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চেয়েছিলেন বলে কানাঘুষো শোনা যায়। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের রাজ্য সভাপতিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়নি। এরপরই তাঁকে রাজ্যের নির্বাচনী ময়দানে সেই অর্থে দেখা যায়নি। এদিকে আজ ভোট গণনা শুরু হতেই দেখা যায়, সিধু অমৃতসর পূর্ব আসনে তিন নম্বরে নেমে যান। সেই আশনে শিরোমণি অকালি দলের মাজিথিয়া দ্বিতীয় নম্বরে। এদিকে অমৃতসর পূর্ব আসনে এগিয়ে আম আদমি পার্টির প্রার্থী। 

বন্ধ করুন