বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Tripura BJP: বঙ্গ–বিজেপির প্রাক্তন ‘ফুলটাইমার’ ত্রিপুরা নির্বাচনে প্রার্থী, কী নিয়ে বিতর্ক?

Tripura BJP: বঙ্গ–বিজেপির প্রাক্তন ‘ফুলটাইমার’ ত্রিপুরা নির্বাচনে প্রার্থী, কী নিয়ে বিতর্ক?

ত্রিপুরায় বিজেপির ভোট প্রচার। (ANI)

সাংসারিক বন্ধনহীন এই নেতাদের আক্ষরিক অর্থেই আয় থাকে না। সঙ্ঘ বা পার্টি সংশ্লিষ্ট নেতার খরচ বহন করে। আর এটা নিয়েই প্রশ্ন তুলছেন রাজ্য বিজেপি নেতাদের একাংশ। তাঁদের দাবি, হলফনামায় ২০১৬–১৭ থেকে টানা তিনটি অর্থবর্ষে কিশোর বর্মণের আয় ছিল শূন্য। তবে কার্যত ‘হোল টাইমার’ ছিলেন। ‘প্রচারক’ হিসেবে তকমা পাননি।

হিসেব মতো হাতে আর একদিন। তারপরই বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। বিজেপির তাবড় নেতা–মন্ত্রীরা মাঠে নেমে পড়েছেন। তারই মধ্যে চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। একদা বঙ্গ–বিজেপির প্রাক্তন ‘ফুলটাইমার’ অধুনা ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রার্থী কিশোর বর্মণ। আর তাঁকে নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। চর্চার জেরেই আলোচনার কেন্দ্রে নলচর বিধানসভার এই বিজেপি প্রার্থী। এবার তিনি পেশ করেছেন হলফনামা। নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্যে কিশোরবাবুর আয় এবং তার উৎস নিয়ে প্রশ্ন তুলছেন বঙ্গ–বিজেপি নেতাদের একাংশ বলে সূত্রের খবর।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়ে। তার পরই এখান থেকে পাততাড়ি গুটিয়ে ত্রিপুরায় ঘাঁটি গাড়েন কিশোর। এখন ত্রিপুরার অন্যতম সাধারণ সম্পাদক তিনি। আজ, মঙ্গলবার ত্রিপুরা নির্বাচনী প্রচারের শেষ দিন। ঠিক তার আগে এই বিজেপির নেতার আয়–ব্যয় সংক্রান্ত গরমিলের অভিযোগ তুলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস–সিপিএম। আর তাতেই বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

কে এই কিশোর বর্মণ?‌ জানা গিয়েছে, ২০১৯ সালে আরএসএস ছাত্র শাখা এবিভিপি থেকে সরাসরি বিজেপিতে আসেন এই কিশোর বর্মণ। পশ্চিমবঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের দায়িত্বে ছিলেন তিনি। কিশোরবাবু সঙ্ঘের প্রতিনিধি হিসাবে পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবে বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলাতেন। এই নেতার তত্ত্বাবধানেই রাজ্যের উত্তরের জেলাগুলিতে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী–সহ শীর্ষ নেতারা। কিশোর বর্মন সঙ্ঘের ‘প্রচারক’ হিসেবে আনুষ্ঠানিক তকমা পাননি। তবে কার্যত ‘হোল টাইমার’ ছিলেন।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, সাংসারিক বন্ধনহীন এই নেতাদের আক্ষরিক অর্থেই আয় থাকে না। সঙ্ঘ কিংবা পার্টি সংশ্লিষ্ট নেতার খরচ বহন করে। আর এটা নিয়েই প্রশ্ন তুলছেন রাজ্য বিজেপি নেতাদের একাংশ। তাঁদের দাবি, হলফনামায় ২০১৬–১৭ থেকে টানা তিনটি অর্থবর্ষে কিশোর বর্মণের আয় ছিল শূন্য। কিন্তু গত লোকসভা নির্বাচনের (‌২০১৯–২০)‌ অর্থবর্ষে একলাফে কিশোরের আয় দেখানো হয়েছে ৭ লাখ টাকা। আবার ওই বছরই জীবন বিমায় ১২ লক্ষ টাকা বিনিয়োগের তথ্য রয়েছে নির্বাচন কমিশনের সাইটে। ২০২০–২১ অর্থবর্ষে শেয়ার–সহ একাধিক বিনিয়োগ মিলিয়ে ৪৭ লাখ টাকা আয় দেখানো হয়েছে তাঁর। এত টাকা আয়ের উৎস কি? দলের অন্দরেই উঠেছে প্রশ্ন। এই বিষয়ে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিজেপি নেতারা নির্বাচনের সময় কোটি কোটি টাকা তুলেছে। বাংলা থেকে টাকা নিয়ে ত্রিপুরায় এসে ভোটে প্রার্থী হওয়ার মধ্যে সেটা স্পষ্ট। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হবে।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের 'আই লাভ ইউ!' ইলন মাস্কের ডিপফেক ভিডিয়ো কল মহিলাকে, হাওয়া হয়ে গেল ৪০ লাখ কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৭ এপ্রিলের রাশিফল শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল জন্মদিনে মেয়ের সামনেই শোভনকে চুমু, প্রণামও করলেন বৈশাখী বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং আবারও একসঙ্গে ফিরছেন CID-র দয়া ও অভিজিৎ, জানুন কবে, কখন এবং কোথায়? IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের জ্ঞানবাপী সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন, সেই বিচারপতির কাছেই বিদেশ থেকে হুমকি ফোন!

Latest IPL News

বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.