বাংলা নিউজ > ভোটযুদ্ধ > জঙ্গিদের টার্গেট করতে বলেছিলাম, কংগ্রেস নিশানা করল আমাকে, খোঁচা দিলেন মোদী

জঙ্গিদের টার্গেট করতে বলেছিলাম, কংগ্রেস নিশানা করল আমাকে, খোঁচা দিলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ANI Photo) (ANI)

মোদী বলেন, বাটলা হাউস এনকাউন্টারের সময় কংগ্রেস নেতৃত্ব সন্ত্রাসবাদীদের সমর্থনে কান্নাকাটি করত। এমনকী সন্ত্রাসবাদ ছিল কংগ্রেসের কাছে ভোটব্যাঙ্ক। তবে শুধু কংগ্রেস নয়, একাধিক দল সর্টকাট রাজনীতি আর তোষামোদের রাজনীতিতে বিশ্বাস করেন।

দোরগোড়ায় কড়া নাড়ছে গুজরাট ভোট। ফের ভোট প্রচারে গিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার খেড়াতে একটি মিটিংয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই জঙ্গিদের নিশানায় রয়েছে গুজরাট। সুরাটে, আমেদাবাদে জঙ্গিদের বিস্ফোরণে প্রাণ গিয়েছিল। যখন কংগ্রেসে কেন্দ্রে ক্ষমতায় ছিল তখন বার বার আমরা জঙ্গিদের টার্গেট করতে বলতাম। কিন্তু তারা আমাকে টার্গেট করত। আমাদের দেশে জঙ্গিবাদ একেবারে তুঙ্গে ছিল ।

মোদী বলেন, বাটলা হাউস এনকাউন্টারের সময় কংগ্রেস নেতৃত্ব সন্ত্রাসবাদীদের সমর্থনে কান্নাকাটি করত। এমনকী সন্ত্রাসবাদ ছিল কংগ্রেসের কাছে ভোটব্যাঙ্ক। তবে শুধু কংগ্রেস নয়, একাধিক দল সর্টকাট রাজনীতি আর তোষামোদের রাজনীতিতে বিশ্বাস করেন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিজেপি জঙ্গিবাদকে নিকেশ করতে কাজ চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, ২০১৪ সালে আপনার একটি ভোট দেশ থেকে সন্ত্রাসবাদকে সরাতে কতটা সহায়তা করেছিল। বর্তমানে আমাদের সীমান্তে হামলা চালানোর আগে অনেকবার ভাবে জঙ্গিরা। কংগ্রেস সার্জিকাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছিল। আমি যুব সমাজকে বোমা বিস্ফোরণের হাত থেকে রক্ষা করেছি। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের জন্য় এটা সম্ভব হয়েছে। এভাবেই সন্ত্রাসবাদ ইস্যুতে কংগ্রেসকে কোণঠাসা করেন মোদী।

 

বন্ধ করুন