বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ‌মমতার ব্যর্থতার জন্য মুসলিমদের বলির পাঁঠা করা হচ্ছে, পিকের ‘অডিয়োয়’ তোপ ওয়েইসির

‌মমতার ব্যর্থতার জন্য মুসলিমদের বলির পাঁঠা করা হচ্ছে, পিকের ‘অডিয়োয়’ তোপ ওয়েইসির

আসাদউদ্দিন ওয়েইসি

তিনি অভিযোগ করেন, মমতার আগে ৩০ বছরের বেশি সময় ধরে বামেদের হাতে বঞ্চনার শিকার হয়েছে বাংলার মুসলিমরা। তৃণমূল, কংগ্রেস, বিজেপি কেউই মুসলিমদের জন্য কিছুই করেনি।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার পিছনে মুসলিমদেরই বলির পাঁঠা করা হচ্ছে। শনিবার এই ভাষাতেই ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে আক্রমণ শানালেন মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

প্রশান্ত কিশোরের বিতর্কিত অডিও টেপের প্রসঙ্গ তুলে একের পর এক টুইট করেছেন ওয়েইসি।তাঁর অভিযোগ, সরকারি চাকরি থেকে শুরু করে শিক্ষা, মুসলিমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছেন। ওয়েইসি অভিযোগের সুরে জানান, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতাকে বাংলায় জায়গা করে দিয়েছেন, সেই কথা আলোচনা না করে মুসলিমদেরই মমতার ব্যর্থতার জন্য বলির পাঁঠা করা হচ্ছে। একইসঙ্গে পরিসংখ্যান তুলে ধরে মিম প্রধান জানান, বাংলায় মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম। কিন্তু এই মুসলিমদের মধ্যে মাত্র ছ'শতাংশ সরকারি চাকরি করেন। একইসঙ্গে উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের মধ্যে মাত্র ১১ শতাংশ মুসলিম। গ্রামে থাকা ৮০ শতাংশ মুসলিমদের রোজগার ৫,০০০ টাকার কম। তৃণমূলের পাশাপাশি বামেদেরও একইভাবে দায়ী করেছেন ওয়েইসি।

তিনি অভিযোগ করেন, মমতার আগে ৩০ বছরের বেশি সময় ধরে বামেদের হাতে বঞ্চনার শিকার হয়েছে বাংলার মুসলিমরা। তৃণমূল, কংগ্রেস, বিজেপি কেউই মুসলিমদের জন্য কিছুই করেনি। মমতাকে এখন বলতে হচ্ছে, মুসলিম ভোট ভাগ হতে দেবেন না। যদি সত্যিই উনি মুসলিমদের জন্য কাজ করে থাকেন, তাহলে উনি ভোট ভিক্ষা চাইছেন কেন?‌ শনিবার তৃণমূল নেত্রীর ‘তোষামদের’ রাজনীতির চরম বিরোধিতা করে ওয়েইসি বলেন, ‘মমতা মুসলিমদের বলছেন, তিনি তাদের হিন্দুত্ব থেকে বাঁচাবেন। এদিকে তাঁর দলের ভোটকুশলী স্বীকার করে নিয়েছেন কীভাবে মমতা হিন্দুত্বকেই বেশি করে প্রাধান্য দিচ্ছেন।' 

এবারেই প্রথম এই রাজ্যে ভোটে লড়ছেন আসাদউদ্দিন ওয়েইসি।রাজ্যের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় ভোটে লড়ছেন তিনি।ফলে তাঁর লক্ষ্য যে মুসলিম ভোটকে নিজের দিকে টানা হবেই তা বলার অপেক্ষা রাখে না।এখন দেখার সত্যিই আসাদউদ্দিন এই রাজ্যের মুসলিমদের মধ্যে নিজের প্রভাব বিস্তার করতে পারেন কিনা।

উল্লেখ্য, শনিবার সকালে ভোট-পর্ব শুরুর ঠিক ১৮ মিনিট পরেই টুইটারে একাধিক অডিয়ো টেপ (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ করেন বিজেপির কেন্দ্রীয় আইটি সেলের প্রধান তথা রাজ্যের সহ-পর্যবেক্ষক অমিত মালবিয়া। প্রথম অডিয়ো টেপে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) একজনকে বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোট নিয়ে কথা বলতে শোনা যায়। বিজেপির দাবি, ওই ব্যক্তি প্রশান্ত।

ওই অডিয়ো টেপে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ওই ব্যক্তিতে বলতে শোনা যায়, ‘বড় সমস্যাটা হল, গত ২০ বছর ধরে সংখ্যালঘুদের ভয়ানক তোষণের জন্য সবকিছু করা হয়েছে। যা আপনাকে স্বীকার করতেই হবে। বাংলার দিকে দেখুন। এখানকার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ধারণা হল, যে দলকে মুসলিমরা ভোট দেবেন, তারা সরকার গড়বে। কংগ্রেস হোক, বাম হোক বা দিদি হোন - মুসলিম ভোট পাওয়ার দিকে নজর দেওয়া হয়েছে। প্রথমবার হিন্দুরা ভাবছেন যে আমাদেরও কেউ জিজ্ঞাসা করছে। বিষয়টা এমন নয় যে পুরো সমাজই ভুল। কোথাও না কোথাও গিয়ে কয়েকটি বিষয়ের সদ্ব্যবহার করছে বিজেপি। আর সেই সুযোগটা কোনও না কোনওভাবে এসেছে সংখ্যালঘু রাজনীতির চূড়ান্ত অপব্যবহার থেকে।’

ভোটযুদ্ধ খবর

Latest News

'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের 'আই লাভ ইউ!' ইলন মাস্কের ডিপফেক ভিডিয়ো কল মহিলাকে, হাওয়া হয়ে গেল ৪০ লাখ কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৭ এপ্রিলের রাশিফল শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল জন্মদিনে মেয়ের সামনেই শোভনকে চুমু, প্রণামও করলেন বৈশাখী বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং আবারও একসঙ্গে ফিরছেন CID-র দয়া ও অভিজিৎ, জানুন কবে, কখন এবং কোথায়? IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের জ্ঞানবাপী সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন, সেই বিচারপতির কাছেই বিদেশ থেকে হুমকি ফোন!

Latest IPL News

বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.