বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বিজেপি প্রার্থী স্বপনকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হবে, টুইটে দাবি মহুয়ার

বিজেপি প্রার্থী স্বপনকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হবে, টুইটে দাবি মহুয়ার

স্বপন দাশগুপ্ত (PTI)

সদস্যপদ খারিজের দাবিতে সরব মহুয়া

স্বপন দাশগুপ্তের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এবার খড়গহস্ত হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ক্ষোভ ঝড়ে পড়ল তাঁর টুইটার হ্যান্ডেলে। পোস্ট করে দিলেন সংবিধানের নির্দিষ্ট ধারা। সেখানে লাল কালি দিয়ে দাগিয়েও দিয়েছেন মহুয়া।

সেই ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে, রাজ্যসভার মনোনীত কোনও সদস্য, সাংসদ পদে শপথ নেওয়ার ৬ মাস পেরিয়ে যাওয়ার পরে কোনও  দলে যোগ দিলে তাঁর সদস্য পদটি খারিজ বলে গণ্য হয়।

এখনও রাজ্যসভার সাংসদ রয়েছেন স্বপনবাবু। ২০১৬ সালে তিনি মনোনীত হয়েছিলেন। মহুয়ার অভিযোগ, ছয় মাসের মধ্যে তিনি বিজেপিতে যোগ দেননি। এখন যুক্ত হয়েছেন। ফলে সংবিধানের দশম তফসিল ধারা অনুযায়ী তাঁর সাংসদপদ খারিজ হয়ে যাওয়া উচিত। 

রীতিমত রাজ্যসভার ওয়েবসাইটের স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন টুইটে যেখানে দেখা যাচ্ছে স্বপন দাশগুপ্ত মনোনীত সদস্য। অর্থাৎ রাজ্যসভার রেকর্ডে তাঁর বিজেপি যোগের কথা নেই। আরেকটি টুইটে মহুয়া বলেছেন যে স্বপন দাশগুপ্তের ভোটে লড়তে অসুবিধা নেই। কিন্তু তাঁকে একনয় ইস্তফা দিতে হবে রাজ্যসভা থেকে বা তাঁর সদস্যপদ খারিজ হয়ে যাবে। 

এবার তারকেশ্বর থেকে ভোটে লড়বেন স্বপন দাশগুপ্ত। তিনি সহ বেশ কিছু সাংসদকে এবার বিধানসভা ভোটে নামিয়েছে বিজেপি। অনেকেই মনে করছেন, দলের সাংগঠনিক দুর্বলতা ঢাকতে এই পথে গিয়েছে গেরুয়া দল। 

 ইতিমধ্যেই তাঁকে তারকাদের সঙ্গে বিভিন্ন এলাকায় ভোটের প্রচারে দেখা গিয়েছে। একদা তুখোড় সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক ভোটের ময়দানে নামতেই, বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি স্বপন দাশগুপ্ত। 

ভোটযুদ্ধ খবর

Latest News

সন্দীপ ঘোষের সেলকে ঘিরে বসল সিসিটিভি ক্যামেরা, মোতায়েন করা হয়েছে কারারক্ষীকে ছেলেরা প্রস্তুত, তবে আত্মতুষ্ট নয়, CFL-এ সুপার সিক্সের আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ 'জলভাত কেস', আরজি কর কাণ্ডে ফরেন্সিক দলে ছিল ২ সিভিক ভলান্টিয়ার! 'সন্দীপের বিরুদ্ধে মুখ খোলায় ফেল করিয়ে দেওয়া হত টপারদেরও, ডিগ্রিও দেওয়া হত না' নয়েজ থেকে সেরা TWS ইয়ারবাডগুলি 1000 টাকার নিচে কিনতে হবে কন্যায় প্রবেশ রাজার, অর্থ সংকট আর ব্যর্থতা মিলিয়ে ৫ রাশি থাকবে নাজেহাল গুগল ওয়ান লাইট ভারতে নিয়ে এল নতুন সাশ্রয়ী প্ল্যান, জেনে নিন কী থাকছে নতুন 'রাত দখলে কমছে লোক', বিস্ফোরক সুকান্ত, ডাক্তারদের শুভেন্দু বললেন, 'এভাবে হবে না' রাতে ঘুরতে বেরিয়ে আক্রান্ত দুই সেনা আধিকারিক, বান্ধবীকে গণধর্ষণ! সন্দীপ ঘনিষ্ঠ একাধিক চিকিৎসককে কোণঠাসা করা হল, ব্যানড হলেন অভীক দে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.