বাংলা নিউজ > বায়োস্কোপ > Trina Saha: ‘সিনেমা বা টেলিভিশনের অভিনেতাদের শ্রেণী দিয়ে ভাগ করা যায়’? প্রশ্ন ক্ষুব্ধ তৃণার

Trina Saha: ‘সিনেমা বা টেলিভিশনের অভিনেতাদের শ্রেণী দিয়ে ভাগ করা যায়’? প্রশ্ন ক্ষুব্ধ তৃণার

তৃণা সাহা। ছবি সৌজন্যে - ফেসবুক

Trina Saha: ‘সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে', কটাক্ষের কড়া জবাব দিলেন তৃণা। 

বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত নাম তৃণা সাহা। শুধু টেলিভিশন নয়, সিনেমার পর্দাতেও দর্শক দেখেছে তৃণাকে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। টলিউডের সুপারস্টার নায়কদের চেয়েও বেশি তৃণার ফলোয়ার সংখ্যা। বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক হিট মেগা উপহার দিয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার তৃণার ফেসবুকের দেওয়ালে উঠে এল একরাশ ক্ষোভ।

এদিন দর্শকদের উদ্দেশে তৃণার প্রশ্ন, ‘সিনেমার অভিনেতা/অভিনেত্রী বা টেলিভিশনের অভিনেতা/অভিনেত্রীদের কি কোনো শ্রেণী দিয়ে ভাগ করা যায়?’ এখানেই থেমে থাকেননি ছোটপর্দার গুণগুণ। তিনি আরও লেখেন, ‘সকলেরই তো কাজ মানুষকে এন্টারটেনমেন্ট উপহার দেওয়া! সকলকে নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত। তবু কেন সবসময় সিনেমার থেকে টেলিভিশনকে ছোট করে দেখানো হয়? সিনেমা বা টেলিভিশনের মধ্যে দ্বন্দ্বের কোনও অবকাশ নেই। তাহলে ‘সার্কাস’ থেকে ‘শাহরুখ’ হতো না।'

তাঁর ক্ষোভ মূলত সংবাদমাধ্যম কর্মীদের (বা কর্মীর) উপর। তাই তো শেষে তিনি লিখেছেন, ‘প্রিয় সাংবাদিক মনে রাখবেন - সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে।’ কিন্তু কোন বিষয় নিয়ে এতটা ক্ষোভ তৃণার? স্পষ্টভাবে কিছুই লেখেনি অভিনেত্রী। তবে সম্প্রতি এক সংবাদমাধ্যম কর্মী নাম না করেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় সরব হন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ-অমিতাভ-জয়াদের পাশে সিরিয়ালের ‘পঞ্চম শ্রেণী’র অভিনেত্রীদের উপস্থিত থাকা নিয়ে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিফের উদ্বোধনী মঞ্চে টলিউডের দেব, মিমি,শ্রাবন্তী, শতাব্দীদের পাশাপাশি ছিলেন তৃণাও। শাহরুখ খানের সঙ্গে টেলি সুন্দরীর ছবি আগুন গতিতে ছড়িয়েও পড়েছিল নেটমাধ্য়মে। তাই বিষয়টি নিয়ে দুয়ে দুয়ে চার করে নিতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়।

বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত নাম তৃণা সাহা। শুধু টেলিভিশন নয়, সিনেমার পর্দাতেও দর্শক দেখেছে তৃণাকে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। টলিউডের সুপারস্টার নায়কদের চেয়েও বেশি তৃণার ফলোয়ার সংখ্যা। বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক হিট মেগা উপহার দিয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার তৃণার ফেসবুকের দেওয়ালে উঠে এল একরাশ ক্ষোভ। 

এদিন দর্শকদের উদ্দেশে তৃণার প্রশ্ন, ‘সিনেমার অভিনেতা/অভিনেত্রী বা টেলিভিশনের অভিনেতা/অভিনেত্রীদের কি কোনো শ্রেণী দিয়ে ভাগ করা যায়?’ এখানেই থেমে থাকেননি ছোটপর্দার গুণগুণ। তিনি আরও লেখেন, ‘সকলেরই তো কাজ মানুষকে এন্টারটেনমেন্ট উপহার দেওয়া! সকলকে নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত। তবু কেন সবসময় সিনেমার থেকে টেলিভিশনকে ছোট করে দেখানো হয়? সিনেমা বা টেলিভিশনের মধ্যে দ্বন্দ্বের কোনও অবকাশ নেই। তাহলে ‘সার্কাস’ থেকে ‘শাহরুখ’ হতো না।'

তাঁর ক্ষোভ মূলত সংবাদমাধ্যম কর্মীদের (বা কর্মীর) উপর। তাই তো শেষে তিনি লিখেছেন, ‘প্রিয় সাংবাদিক মনে রাখবেন - সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে।’ কিন্তু কোন বিষয় নিয়ে এতটা ক্ষোভ তৃণার? স্পষ্টভাবে কিছুই লেখেনি অভিনেত্রী। তবে সম্প্রতি এক সংবাদমাধ্যম কর্মী নাম না করেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় সরব হন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ-অমিতাভ-জয়াদের পাশে সিরিয়ালের ‘পঞ্চম শ্রেণী’র অভিনেত্রীদের উপস্থিত থাকা নিয়ে সমালোচনায় সরব হন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিফের উদ্বোধনী মঞ্চে টলিউডের দেব, মিমি,শ্রাবন্তী, শতাব্দীদের পাশাপাশি ছিলেন তৃণাও। শাহরুখ খানের সঙ্গে টেলি সুন্দরীর ছবি আগুন গতিতে ছড়িয়েও পড়েছিল নেটমাধ্য়মে। তাই বিষয়টি নিয়ে দুয়ে দুয়ে চার করে নিতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। 

এদিন নিজের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সেও বাংলা সিরিয়াল নিয়ে হাজারো কটাক্ষের জবাব দিয়েছেন অভিনেত্রী। 'সিরিয়ালের গল্প অর্থহীন'-এই বিদ্রুপের জবাবে তৃণা লেখেন, ‘দাদা আপনার মনে হয় না লেখক বা চ্যানেলকে ব্যাপারটা বলা উচিত। টেলিভিশনের অভিনেত্রী বলে আমাদের অপমান না করে? আর আপনার কি মনে হয় সব সিনেমাকে ভীষণ ভালো ব্লকবাস্টার গল্প থাকে? দাদা সবাই চেষ্টা করছে… আপনি আপনার কাজে, আমরা আমাদের… অপমান করাটাও আমারও কাজ নয়, জনতারও কাজ হওয়া উচিত নয়।’

সিরিয়ালের অভিনেতারা ‘ওভারঅ্যাক্টিং’ করে। এমন মন্তব্যের জবাবে, তৃণা পালটা লেখেন, ‘সবাই ক্লাসে ফার্স্ট হয় না.. সবাই পশ্চিমবঙ্গে এক নম্বর স্থান পায় না.. সবাই বিশ্বকাপও পায় না’। 

সিনেমা ও সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে কোনওরকম শ্রেণী বিভাজন কাম্য নয়, সবাই নিজ নিজ ক্ষেত্রে দর্শকদের মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করছেন- এমনটাই বোঝাতে চাইলেন তৃণা। আপনারা কি সহমত অভিনেত্রীর সঙ্গে? 

 

বন্ধ করুন