২০১৩-র ৩১ মার্চ, মুক্তি পেয়েছিল রণবীর-দীপিকার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। তারপর দেখতে দেখতে ১০ বছর পার। এটা ২০২৩, আজ আরও একটা ৩১ মার্চ এসে হাজির। ছবিতে রণবীর-দীপিকা ছাড়াও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন কুণাল রায় কাপুর। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ছবির ১০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি আবেগঘন পোস্ট করেছেন কুণাল।
কুণাল রায় কাপুরের কথায়, ‘সময় পার হয়ে যায়! এই ছবিটিও ১০তম বার্ষিকীতে (৩১ মে) পড়ল। এটার সম্পর্কে কথা বলতে গেলে অনেক স্মৃতি ফিরে আসে।' তিনি আরও বলেন, 'ছবির সাফল্য তো একটা বিষয় কিন্তু শ্যুটিংয়ের সহ-অভিনেতাদের সঙ্গে সময় কাটানো সময় বেশ মূল্যবান, সেগুলি স্মৃতির পাতায় থেকে যায়।।
'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে NRI তরণের চরিত্রে দেখা গিয়েছিল কুণাল রায় কাপুরকে। যিনি কিনা অদিতি (কালকি কোয়েচলিন) কে বিয়ে করেন। বছর ৪৪-এর কুণাল কাপুরের কথায়, এটি শুধুই একটি মজার ক্যামিও ছিল না। ছবিতে তরণ (কুণাল কাপুর) চরিত্রটির সঙ্গে বানি (রণবীর কাপুর)র বেশকিছু দৃশ্য ছিল। ছবিতে নয়না (দীপিকা পড়ুকোণ)র সঙ্গে বানির প্রেমে অনুঘটকের কাজ করেছিল তরণ চরিত্রটি। ছবিতে রণবীর-দীপিকা ছাড়াও এই চরিত্রটিকেও দর্শকরা মনে রেখেছেন।
আরও পড়ুন-বউ দীপিকার পর এবার হলিউডের ছবিতে রণবীর সিং? করলেন চুক্তিপত্রে সই
ছবিতে এভলিন শর্মার সঙ্গে কুণাল রায় কাপুরের এর একটি আইকনিক নাচের দৃশ্যও ছিল। কুণাল কাপুরের কথায়, ওই নাচের দৃশ্যটির সময় আমি আর এভলিন সুন্দর সময় কাটিয়েছি। কুণালের কথায়, আমার মনে আছে যে সুইমিং পুলের দৃশ্যটি শ্যুট করা বেশ কঠিন ছিল। আমার জন্য সেই বরফের ঠান্ডা জলে ডুব দিয়ে আংটি খুঁজে আনা সহজ ছিল না। সত্যিই ভয়ানক ঠান্ডা ছিল। আর আমরা আবার রাতে ওই দৃশ্যের শ্যুট করেছিলাম।
কুণাল কাপুরের কথায়, দর্শকরা এধরনের রমকম ছবি বারবার দেখতে পছন্দ করেন। তাই ১০ বছর পর এসেও এই ছবিটি নিয়ে এত্ত আলোচনা হচ্ছে।