বাংলা নিউজ > বায়োস্কোপ > Lightman Death: অদ্রিজার হিন্দি সিরিয়ালের সেটে ২৩ বছরের লাইটম্যানের মর্মান্তিক মৃত্যু! বিপাকে প্রযোজক-চ্যানেল

Lightman Death: অদ্রিজার হিন্দি সিরিয়ালের সেটে ২৩ বছরের লাইটম্যানের মর্মান্তিক মৃত্যু! বিপাকে প্রযোজক-চ্যানেল

অদ্রিজার সিরিয়ালের সেটে মৃত্যু 

Lightman Dies on Imlie 3 set: অদ্রিজা রায়ের নতুন হিন্দি মেগা ‘ইমলি’র সেটে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারাল ২৩ বছরের লাইটম্যান। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজক, চ্যানেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি। 

ফের বিতর্ক হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে! অদ্রিজা রায়ের নতুন সিরিয়াল ‘ইমলি’র সেটে প্রাণ গেল ২৩ বছরের লাইটম্যানের। বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় যুবকের! ঘটনায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে সিরিয়ালের প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে সংগঠন। পাশাপাশি মৃতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, দাবি সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের। আরও পড়ুন-শুরুতেই গল্প চুরি ‘লাভ বিয়ে আজকাল’-এর! মুম্বই থেকে ‘ইমলি ৩’ নিয়ে সাফাই অদ্রিজার

গোরেগাঁও-তে অবস্থিত ইমলি-র সেট। সেখানেই চলছিল শ্যুটিং। হঠাৎ করেই দুর্ঘটনার কবলে পড়েন ইমলি-র ওই বছর ২৩-এর লাইটম্যান মহেন্দ্র যাদব। উত্তর প্রদেশের ছেলে মহেন্দ্র, দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে ফিল্ম সিটি-তে কাজ করত মৃত যুবক। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি, রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। কিন্তু কীভাবে বিদৃৎপৃষ্ট হয় এই কর্মী, তা এখনও স্পষ্ট নয়। এক ভিডিয়ো বার্তায় AICWA-র সভাপতি সুরেশ শ্যাসমল গুপ্তা ইমলির প্রযোজক গুল খান (PH 4 Lion Films) এবং স্টার প্লাসের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন। ফিল্ম সিটি-র ম্যানেজিং ডিরেক্টরেরও পদত্যাগ দাবি করেন সুরেশ শ্যাসমল গুপ্তা। এই মুহূর্তে স্থগিত রয়েছে ইমলি-র শ্যুটিং। 

সুরেশ শ্যাসমল গুপ্তা বিস্ফোরক ভিডিয়ো বার্তায় বলেন, সিনে ওয়ার্কস বা টেকনিশিয়ানদের ‘পোকামাড়ক’ ভাবেন প্রযোজকরা, তাদের জন্য উপযুক্ত সুরক্ষাব্যবস্থা পর্যন্ত থাকে না। সুরক্ষা-ব্যবস্থা সংক্রান্ত যাবতীয় বিষয়কে সবসময় এড়িয়ে যায় প্রযোজক। এইভাবেই কাজ হল, ভবিষ্যতে আরও টেকনিশিয়ানের এমনভাবেই অকালে প্রাণ যাবে, আশঙ্কা তাঁর। সুরেশ শ্যাসমল গুপ্তার প্রশ্ন, ‘২৩ বছরের মহেন্দ্রর মৃত্যুর দায় কে নেবে?’ তাঁর অভিযোগ প্রযোজক কিংবা চ্যানেলের তরফে ইমলি-র সেটে টেকনিশিয়ানদের সুরক্ষার জন্য কোনওরকম ব্যবস্থা মজুত ছিল না। তাঁর অভিযোগ কখনও সেটে নেকড়ে ঢুকে পড়ছে, আবার কখনও আগুনে পুড়ে বা তড়িতাহত হয়ে অকালে প্রাণ যাচ্ছে কর্মীদের। এটা চলতে পারে না। প্রয়োজন উপযুক্ত ব্যবস্থা। 

চলতি মাসের গোড়াতেই শুরু হয়েছে ইমলি-র তিন নম্বর সিজন। সেখানে লিড রোলে অভিনয় করছেন বাংলার মেয়ে অদ্রিজা রায়। তাঁর বিপরীতে রয়েছে সাই কেতন রাও। ইমলি আর অগস্ত্যর চুক্তির বিয়ে উঠে আসছে এই সিরিয়ালে। ইমলি অর্থাৎ অদ্রিজা এখানে বার গায়িকার চরিত্রে রয়েছেন। নিশিঠেকে অদ্রিজার সেনচুয়াস অবতারের ঝলক আগেই নজর কেড়েছিল। স্টার জলসায় সদ্য শুরু হওয়া মেগা ‘লাভ বিয়ে আজকাল’-এর গল্পের সঙ্গে বেশ মিল রয়েছে ইমলির নয়া সিজনের। 

 

 

বন্ধ করুন