কলকাতা ছেড়ে এখন মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা অদ্রিজা রায়। ‘দুর্গা অউর চারু’ সিরিয়ালের মুখ হিসাবে হিন্দি সিরিয়ালে সফর শুরু করেন টলিগঞ্জের এই সুন্দরী। আর সেই মেগা শেষ হতে না হতেই নতুন কাজ অদ্রিজার হাতে। এবার দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের লিডিং লেডি তিনি! স্টার প্লাসের ‘ইমলি ৩’-তে নায়িকার ভূমিকা বাংলার অদ্রিজা।
সদ্যই সামনে এসেছে এই ‘ইমলি ৩’-র প্রোমো, যা দেখে রীতিমতো হইচই। কারণ দর্শকরা সেই ঝলকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন স্টার জলসায় সদ্য শুরু হওয়া ‘লাভ বিয়ে আজকাল’-এর। সত্যি কি যিশু-নীলাঞ্জনা সেনগুপ্তের মেগার হিন্দি রিমেক ইমলি-র নতুন সিজন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অদ্রিজার সঙ্গে। মুম্বইয়ে শ্যুটিংয়ে ব্যস্ত নায়িকা, তার ফাঁকেই টেলিফোনে জমল আড্ডা।
সিরিয়ালে নিশিঠেকে পেশাদার গায়িকার ভূমিকায় অদ্রিজা। সাহসী পোশাকে বাংলা সিরিয়ালের মৌ। চোখের ইশারায় মাদকতা ছড়ালেন। ‘লাভ বিয়ে আজকাল’-ঝলক দেখে ফেলেছেন তিনি। তুলনা নিয়ে প্রশ্ন শেষ করার আগেই জবাব এল-'হ্যাঁ, ওই প্রোমোর সঙ্গে কয়েকটা দৃশ্যের মিল রয়েছে ঠিকই। কিন্তু মূল গল্পটা অনেকটা আলাদা। বাংলার প্রচুর সিরিয়ালের তো আগেও (হিন্দিতে) রিমেক হয়েছে। রিমেক বলতে মূল কাহানির নির্যাজটুকু নেওয়া। আসলে স্টার প্লাস আর স্টার জলসা, দুটোই তো স্টারের চ্যানেল। আমাদের হিট মেগা ইচ্ছে নদী-র শুরুটা নেওয়া হয়েছিল ইয়ে রিশতা ক্যায় কহলাতা হ্যায়র ক্ষেত্রে। কিন্তু তারপর তো পুরোটাই আলাদা। আমারও প্রোমোটা দেখে কিছু জায়গায় এক লেগেছে, সেটা চ্যানেলের বিষয়। বাংলার কোনও জিনিস যদি জাতীয় স্তরে নেওয়া হয় তাতে তো বাঙালি হিসাবে আমি গর্ববোধ করব। আমি তো খুশি হব যদি বাংলার সিরিয়ালের কোনও হিন্দি সংস্করণে কাজ করতে পারি। তবে এই সিরিয়ালের আসল চমক তো প্রথম এপিসোড দেখলে দর্শকরা আন্দাজ করতে পারবে'।
বাংলার টেলি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার পর, মুম্বইয়ে নতুন ইনিংস। কতটা আলাদা সেখানকার কাজের জগত? অভিনেত্রী জানালেন,'আমি সত্যি কৃতজ্ঞ যে এই সুযোগটা পেয়েছি। খুব ভালো করে কাজ করতে চাই। মুম্বই ইন্ডাস্ট্রি অনেকটা বড়, বাংলা তো আঞ্চলিক ইন্ডাস্ট্রি। এখানকার মেগার পরিধিটা অনেক বড়। তবে হ্যাঁ, আমি কিন্তু নিজেকে গড়েছি কলকাতায়, সেখানে ৮ বছর কাজ করেছি। ক্যামেরা ফেস কী করে করতে হয় সেটা আমাকে কলকাতার ইন্ডাস্ট্রিই শিখিয়েছে। তাই আমি ওইভাবে তুলনা টানতে চাই না। কিন্তু এখানে কাজের প্যাটার্নটা একটু অন্যরকম আর অনেক বেশি কম্পিটিশন। ধরুন কলকাতায় যদি ১০০০ জন অভিনেতা-অভিনেত্রী হয়, এখানে তাঁর দশ গুণ। অনেক অডিশন পার করে এখানে একটা চরিত্র পাওয়া যায়।'
কোনওরকম পেশাগত তালিম না নিয়েই হিন্দি ভাষা রপ্ত করে ফেলেছন অদ্রিজা। ইমলি ৩-তে তাঁর নায়কের চরিত্রে রয়েছে সাইকেতন রাও। ইমলি-র প্রথম দুই সিজন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। অদ্রিজা-সাইকেতন কি পারবেন সেই ম্যাজিক পর্দায় ফেরাতে? কতটা চাপে নায়িকা? হাসিমুখে অদ্রিজা জানালেন, ‘এই মুহূর্তে আমরা সেরা পাঁচে আছি। আমাদের চ্যালেঞ্জ সেরা তিনে যাওয়া। চ্যালেঞ্জিং তো বটে। নতুন যুদ্ধে নামছি, খুব উত্তেজিত।’
অদ্রিজার এই সাফল্যে খুশি ভক্তরা, তবে কি বাংলায় ফিরবেন না অভিনেত্রী? ভালো চরিত্র পেলে নিশ্চয় ফিরবেন আশ্বাস নায়িকার। তবে আপাতত তাঁর ধ্যান-জ্ঞান ইমলি ৩। ১১ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে সম্প্রচারিত হবে এই মেগা।