বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: বাংলাদেশের র‌্যাপে তিন ধ্রুপদী নৃত্যশিল্পী! তিন ‘চিটিংবাজ মেয়ে’র ভিডিয়ো চরম ভাইরাল

Viral Video: বাংলাদেশের র‌্যাপে তিন ধ্রুপদী নৃত্যশিল্পী! তিন ‘চিটিংবাজ মেয়ে’র ভিডিয়ো চরম ভাইরাল

প্রাচ্য-পাশ্চাত্যের নৃত্য়শৈলী কলকাতার তিন কন্যের

Viral Video: 'আই লাভ ইউ, আম গাছে আম নেই, ঢিল কেন মারো? তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো?' বাংলাদেশের এক ব়্যাপারের তৈরি এই গান লকডাউনের সময় তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার কলকাতার তিন কনে এই প্যারোডিতে নেচে তুমুল ভাইরাল।

প্রতিভা কখনও চাপা রাখা যায় না। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এমন অনেক প্রতিভা আমাদের নজরে আসে। তেমনই বাংলাদেশের এক প্যারোডিতে নেচে এখন তুমুল ভাইরাল কলকাতার তিন কন্যে। আদপে তাঁরা নৃত্য়শিল্পী, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করেন। আর তাঁদের প্রশংসায় পঞ্চমুখ সকলে।

'আই লাভ ইউ, আম গাছে আম নেই, ঢিল কেন মারো? তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো?' বাংলাদেশের এক ব়্যাপারের তৈরি এই গান লকডাউনের সময় তুমুল ভাইরাল। পরনে উজ্জ্বল রঙের শাড়ি, চোখে কালো চশমা, কপালে বড় টিপ, ফিউশান বাঙালি সাজে এই গানে নেচে সোশ্যাল মিডিয়া মাত করেছেন তিন কন্যে- সৃজিতা ঘোষ, তিথি দাস এবং স্নেহা দাস। ইনস্টাগ্রামে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে তাঁদের এই ভিডিয়ো। প্রাচ্য-পাশ্চাত্যের নৃত্য়শৈলীর এই ধারণা কীভাবে এল তাঁদের মাথায়? আরও পড়ুন: মধ্যরাতে কেক কেটেছেন, পেয়েছেন বড় সারপ্রাইজ, জন্মদিনে সারাদিন কী প্ল্যান শ্রীমার

হিন্দুস্তান টাইমস বাংলাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ওডিসি নৃত্য়শিল্পী তিথি দাস জানিয়েছেন, ‘মাথায় চলছিল রাউডি টাইপের মেয়ের একটা মুড চাই গানে। এরপরই ওই গানটা (আমায় দিও কল)-কে কীভাবে ক্লাসিক্যাল রূপে তুলে ধরব সেই নিয়ে একটা ভাবনা চিন্তা চলছিল। সৃজিতা দি আর স্নেহা দুজনেরই ভারতনাট্যম ব্যাকগ্রাউন্ড, ফলে সেভাবে পুরো ব্যাপারটা শুরু হয়। আমাদের পোশাকে ছিল কলকাতারই একটা ব্র্যান্ড’।

সোশ্যাল মিডিয়ায় এত মানুষের ভালোবাসা পেয়ে কেমন লাগছে? তিথির কথায়, ‘এটা তো খুবই ভালো লাগছে। এর আগেও আমার ক্লসিক্যাল ভিডিয়ো অনেকের থেকে প্রশংসা পেয়েছি। এটাও যে এত মানুষের কাছে পৌঁছাবে, শুধু এখানেই নয় বাংলাদেশ থেকেও প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি, ভালো লাগছে। আমরা ভারতীয় ব্যাপারটা মানে শাড়ি পরে সঙ্গে আলতা, টিপ সবটাই রাখার চেষ্টা করেছি’।

এত মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সৃজিতা ঘোষ। হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি জানিয়েছেন, ‘আমরা ঠিক করেছিলাম তিনজন একটা নাচের কন্টেন্ট বানাবো। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার সব সময় প্রচেষ্টা বাংলা গান এবং বাংলা কালচারটাকে কীভাবে প্রোমোট করব, কত বেশী প্রোমোট করব। সেই জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই একটা বাংলা গানেই ভিডিয়োটা বানাবো, এরপরই বাংলাদেশের খুব ভাইরাল একটা প্যারোডি গান বেছে নিই। প্যারোডি গানের সঙ্গে ক্ল্যাসিক্যাল মিশ্রণ হলে একটু চ্যালেঞ্জিংও ব্যাপারটা। আর মানুষের কাছে নতুন কিছু হবে। এটাই ছিল পরিকল্পনা, আর সবার যে এত ভালো লেগেছে আর সবাই এতো ভালোবাসা দিয়েছে, অনেক শিল্পীর শেয়ার করেছেন আমাদের কাজটা যেটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং খুবই অভিভূত’।

তাঁর কথায়, ‘বাঙালি কালচারটাকে মাথায় রেখে অফবিট কিছু জায়গায় শ্যুট করার কথা ভেবেছিলাম। বাঙালিদের প্রিয় খাবার মাছ, আর প্রত্যেক দিন সকালবেলা মাছের বাজারে আমাদের সবার ভিড় জমানো, সেই জায়গাটাকে কীভাবে আমরা অন্যরকম ভাবে তুলে ধরতে পারি, সেটাই পরিকল্পনা ছিল। বেশিরভাগটাই কলকাতার ওলি-গলি, যেমন ফুচকার দোকান, কলেজস্ট্রিট বইপাড়া এই সমস্ত জায়গায় শ্যুটগুলো করা। বাংলার স্পেশালটিটাকে ওর মধ্যে ধরে রাখার চেষ্টা’।

ভাইরাল এই ভিডিয়োতে মন্তব্য করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। লিখেছেন, ‘উল্লাস’। ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’ অন্তরা রায় মজুমদারও প্রশংসা করে লিখেছেন, ‘কতবার যে দেখলাম। দারুণ দারুণ’। ভাইরাল এই ভিডিয়োতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দুই বাংলার মানুষ। পুরো নাচের ভিডিয়ো করেছেন সোহম দে। অন্যদিকে স্নেহা, তিথি এবং সৃজিতা আগামীতে আরও বেশ কিছু কাজ আনতে চলেছে বলেই জানিয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

‘পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ নামানো হয়নি নির্দিষ্ট স্টেশনে, প্রৌঢ়ের মৃত্যুতে রেলের গাফিলতি, অভিযোগে বিক্ষোভ অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের ২০২৩ বিশ্বকাপ ঘিরে টাকার বৃষ্টি হয়েছে ভারতে, হাজার কোটির প্রভাব অর্থনীতিতে: ICC সুকন্যার জামিনে মুক্তির খবরে নানুরে পাত পেড়ে চলল মাংস-ভাত! উদ্যোক্তা কে? ঘূর্ণাবর্তে ভাসবে বাংলা, ২ জেলায় কাল ভারী বৃষ্টি, শুক্রে ১৪টিতে, কোথায় ঝড় উঠবে? ‘তুমিই আমায় বারবার...’, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অর্জুনের বাহুডোরে আবদ্ধ সৃজা ‘পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন…’,লিখলেন শিবপ্রসাদ দুর্গাপুজো ২০২৪এ নবমী-দশমী একই দিনে পড়েছে! তিথি একনজরে ধর্মঘট কেনিয়ার বিমানবন্দরে, আদানির চুক্তিতে সমস্যা, বিমানে বিরাট দেরি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.