বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant Singh Rajput Death Case: 'সুশান্তের কেসে আমার নাম জড়ালে জুতো দিয়ে মারবেন', হঠাৎ কেন বললেন শিবসেনা নেতা

Sushant Singh Rajput Death Case: 'সুশান্তের কেসে আমার নাম জড়ালে জুতো দিয়ে মারবেন', হঠাৎ কেন বললেন শিবসেনা নেতা

সুশান্তের মৃত্যুর কেসে সরব আদিত্য ঠাকরের প্রাক্তন সহকারী

Sushant Singh Rajput Death: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নিয়ে মুখ খুললেন আদিত্য ঠাকরের প্রাক্তন সহকারী। এই কেসের পুনরায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিও করলেন তিনি।

আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ প্রাক্তন সহকারী রাহুল কানাল সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে মুখ খুললেন। তিনি সুশান্ত এবং তাঁর ম্যানেজের দিশা সৈলানের মৃত্যু রহস্যের পূর্ণাঙ্গ তদন্তের দাবি করলেন। প্রসঙ্গত রাহুল সদ্যই আদিত্য ঠাকরের সঙ্গ ছেড়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে চলা শিবসেনার দলে যোগ দিয়েছেন।

একনাথ শিন্ডের দলে যোগ দিয়েই রাহুল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তাঁর ছেলে তথা এমপি শ্রীকান্ত শিন্ডে এবং অন্যান্য এমএলএদের সামনেই সাংবাদিকদের বলেন 'আপনারা যদি ভেবে থাকেন আমি সুশান্ত সিং রাজপুত এবং তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সৈলানের মৃত্যুর তদন্তের কেস থেকে বাঁচার জন্য এই দলে যোগ দিলাম তাহলে আমি জোর হাত করে বলছি আপনারা পুনরায় ভালো করে তদন্ত শুরু করুন। আমার কোনও অসুবিধা নেই।'

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'তদন্তে যদি আমার নাম উঠে আসে তাহলে আপনারা আমায় জুতো দিয়ে মারবেন। এই কেস দুটোর পূর্ণাঙ্গ তদন্ত দরকার। আর সেটার জন্য আমি সব কিছুই করতে পারি।'

রিপাবলিক টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল এই প্রসঙ্গে আরও বলেন, পার্টি যদি তাঁকে ১০০ শতাংশ দিয়ে থাকে, তিনি পার্টিকে ১০০০ শতাংশ ফিরিয়ে দিয়েছেন। এবং তিনি নিজেই চান এই কেসের যাতে পুনরায় তদন্ত হয়।

প্রসঙ্গত দিশা সৈলানের কেস আবার চর্চায় উঠে আসে তখন যখন বুধবার মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনভিস জানান যে এখনও এই কেসের বয়ান রেকর্ড করা চলছে। সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়নি এই কেস।

২০২০ সালের ৮ জুন প্রথমে মুম্বইয়ের একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা। এরপর ১৪ জুন মৃত অবস্থায় অভিনেতার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় দেহ। পর পর এই দুই মৃত্যুর পরই ঘনিয়েছিল রহস্য। শুরু হয়েছিল নানা রকম তরজা। আঙুল উঠেছিল সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর উপর।

বন্ধ করুন