বাংলা নিউজ > বায়োস্কোপ > Sitaare Zameen Par: জল্পনাই সত্যি! ‘সিতারে জমিন পর’ নিয়ে পর্দায় ফিরছেন আমির, তারে জমিন পর-এর সিকুয়েল নাকি?

Sitaare Zameen Par: জল্পনাই সত্যি! ‘সিতারে জমিন পর’ নিয়ে পর্দায় ফিরছেন আমির, তারে জমিন পর-এর সিকুয়েল নাকি?

ফিরছেন আমির  (AFP)

Sitaare Zameen Par: পরপর ফ্লপ ছবি, এবার সিতারে জমিন পর নিয়ে পর্দায় ফিরছেন আমির খান। এবারেও কি পরিচালকের আসনে? 

ভারতীয় বক্স অফিসের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবির নায়ক তিনি। একমাত্র তিনিই ২০০০ কোটির গণ্ডি ছুঁতে পেরেছেন। কিন্তু গত ৬ বছরে বক্স অফিসে হিটের মুখ দেখেননি আমির খান। ঠগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চড্ডার ব্যর্থতা ঘিরে ধরেছে নায়ককে।

গত বছর অগস্টে মুক্তি পেয়েছিল ‘লাল সিং চড্ডা’, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। এই ব্যর্থতার দায়ে নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন আমির। তবে মিস্টার পারফেকশানিস্ট ফিরছেন। লম্বা সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে থাকার পর স্বমহিমায় দেখা দেবেন তিনি। ২০০৭ সালে ‘তারে জমিন পর’ তৈরি করেছিলেন আমির। সেই ছবির অনুপ্রেরণাতেই এবার তৈরি করবেন ‘সিতারে জমিন পর’। দিন কয়েক ধরেই এই জল্পনা ঘোরাফেরা করছিল বলিপাড়ায়, অবশেষে নিজের মুখেই সবটা জানালেন আমির।

নিউজ ১৮-এর এক সমাবেশে যোগ দিয়ে আমির জানান, ‘আমি প্রকাশ্যে এটা নিয়ে আগে কথা বলিনি, তাই বিশেষ কিছু বলতে পারব না। কিন্তু নামটা বলতে পারি। ছবির নাম সিতারে জমিন পর। নিশ্চয়ই আপনাদের মনে আছে তারে জমিন পর ছবির কথা। এই ছবির নাম সিতারে জমিন পর, কারণ একই থিমে তৈরি এই ছবি তারে জমিন পর-এর থেকে ১০ পা এগিয়ে রয়েছে।’ আমির আরও জানান, তারে জমিন পর এই সকলে কাঁদিয়েছে, এই ছবি সবার মুখে হাসি ফোটাবে।

ছবির নিয়ে অভিনেতা আরও বলেন, ‘এই ছবির নাম খুব ভেবেচিন্তে রাখা কারণ থিমটা প্রায় একই। আমাদের সবার মধ্যেই খামতি থাকে, তার পাশাপাশি সবার মধ্যে একটা কিছু খাস ব্যাপার থাকে। সেই ভাবনা নিয়েই এই ছবি’। তারে জমিন পর পরিচালনা করেছিলেন আমির খান নিজে। ছবির কেন্দ্র ছিল ডিসলেক্সিয়া আক্রান্ত স্কুল পড়ুয়া ইশান অবস্তি (দরশিল সাফারি)। যে মনের রঙ দিয়ে রাঙিয়ে তুলত সাদা ক্যানভাস। ইশানের আঁকার স্যার রাম শঙ্কর নিকুম্ভের চরিত্রে অভিনয় করেছিলেন আমির। ১৬ বছরের ব্যবধানে উলটে যাবে গল্প। আমির বলেন, ‘৯ জন ছেলে থাকবে, তাদের সমস্যা থাকবে। আর তারা আমার চরিত্রকে সাহায্য করবে আমার সমস্যা কাটিয়ে উঠতে’।

এই ছবির পরিচালকের আসনেও কি থাকবেন আমির তা অবশ্য খোলসা করেননি অভিনেতা। বাকি কাস্টিং-এও কী কী চমক থাকবে তা দেখার। অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজক আমির সম্প্রতিই ঘোষণা করেছেন তাঁর নতুন প্রোজেক্ট ‘লাহোর ১৯৪৭’। এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে সানি দেওল। পরিচালনার দায়িত্বে রয়েছে রাজকুমার সন্তোষি।

 

বায়োস্কোপ খবর

Latest News

২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...' দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI 'বউয়ের 'স্ত্রীধন' নিয়ন্ত্রণে রাখতে পারেন না স্বামী', রাস্তা দেখাল সুপ্রিম কোর্ট

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.